চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবার বন্ধ হয়ে গেল বিশিষ্ট পাকিস্তানি ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার দেখা যাচ্ছে না পাকিস্তানি অভিনেতা–অভিনেত্রী–খেলোয়াড়সহ বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। গতকাল বুধবার এসব চ্যানেলের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই আবার বন্ধ।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসব অ্যাকাউন্ট সরকারিভাবে আবার নিষিদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু সেগুলো খুলতে গেলে দেখা যাচ্ছে, তাতে লেখা—‘আইনগত দাবির দরুন এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রাখা হয়েছে।’

পেহেলগাম হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুরের পর ভারতে এসব চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। অভিযোগ, ওই চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে নানা ধরনের প্ররোচনামূলক খবর ও অভিমত প্রচার করছে।

আজ সকাল থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির, মাওরা হোসেন, ইয়মুনা জায়েদি, অভিনেতা ফাওয়াদ খানের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম কিংবা ‘এক্স’ অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। এক মাস বন্ধ থাকার পর গত বুধবার যখন মনে করা হচ্ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তখন নতুন করে তা অদৃশ্য হওয়ার মধ্য দিয়ে মনে করা হচ্ছে চ্যানেলগুলো আবার নিষেধাজ্ঞার আওতায় চলে গেছে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কিছু অ্যাকাউন্ট চালু হয়েছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে এই মতবদল নিয়ে সরকারিভাবে অবশ্য এখনো কিছু জানানো হয়নি।

ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারের অভিযোগে বন্ধ করে দেওয়া চ্যানেলগুলোর মধ্যে ছিল ডন নিউজ, সামা টিভি, বোল নিউজ, রফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ, এআরওয়াই নিউজ, দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সের মতো জনপ্রিয় নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেল। এ ছাড়া আরজু কাজমি, ওয়াসে হাবিব, আলী জাফর, মুনিব ফারুক, উমর চিনাদের মতো জনপ্রিয় ইউটিউবারদের ইনস্টাগ্রাম চ্যানেলও ব্লক করে দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের পর।

বুধবার ‘ব্লক’ করে দেওয়া চ্যানেলগুলোর কিছু ‘আনব্লক’ করার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডবলিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে, পাকিস্তানের সব শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হোক। হিন্দুত্ববাদী শিল্পী ও বিনোদনজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকে পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় অংশগ্রহণেরও প্রতিবাদ জানিয়েছেন। পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুরের আগে তৈরি হয়ে যাওয়া দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘সর্দারজি ৩’–এর মুক্তিও স্থগিত রাখা হয়েছে। ওই সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করেছেন বলে এই স্থগিতাদেশ। জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্ট ব্যক্তি দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দিত হচ্ছেন। তাঁদের পাকিস্তানের দালাল বলা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট হয় ছ ল

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ