ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল
Published: 3rd, July 2025 GMT
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আবার বন্ধ হয়ে গেল বিশিষ্ট পাকিস্তানি ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। আজ বৃহস্পতিবার সকাল থেকে আবার দেখা যাচ্ছে না পাকিস্তানি অভিনেতা–অভিনেত্রী–খেলোয়াড়সহ বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। গতকাল বুধবার এসব চ্যানেলের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই আবার বন্ধ।
বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এসব অ্যাকাউন্ট সরকারিভাবে আবার নিষিদ্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু সেগুলো খুলতে গেলে দেখা যাচ্ছে, তাতে লেখা—‘আইনগত দাবির দরুন এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রাখা হয়েছে।’
পেহেলগাম হত্যাকাণ্ড ও অপারেশন সিঁদুরের পর ভারতে এসব চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। অভিযোগ, ওই চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে নানা ধরনের প্ররোচনামূলক খবর ও অভিমত প্রচার করছে।
আজ সকাল থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির, মাওরা হোসেন, ইয়মুনা জায়েদি, অভিনেতা ফাওয়াদ খানের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম কিংবা ‘এক্স’ অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। এক মাস বন্ধ থাকার পর গত বুধবার যখন মনে করা হচ্ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তখন নতুন করে তা অদৃশ্য হওয়ার মধ্য দিয়ে মনে করা হচ্ছে চ্যানেলগুলো আবার নিষেধাজ্ঞার আওতায় চলে গেছে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কিছু অ্যাকাউন্ট চালু হয়েছিল। চব্বিশ ঘণ্টার মধ্যে এই মতবদল নিয়ে সরকারিভাবে অবশ্য এখনো কিছু জানানো হয়নি।
ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারের অভিযোগে বন্ধ করে দেওয়া চ্যানেলগুলোর মধ্যে ছিল ডন নিউজ, সামা টিভি, বোল নিউজ, রফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ, এআরওয়াই নিউজ, দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্সের মতো জনপ্রিয় নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেল। এ ছাড়া আরজু কাজমি, ওয়াসে হাবিব, আলী জাফর, মুনিব ফারুক, উমর চিনাদের মতো জনপ্রিয় ইউটিউবারদের ইনস্টাগ্রাম চ্যানেলও ব্লক করে দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের পর।
বুধবার ‘ব্লক’ করে দেওয়া চ্যানেলগুলোর কিছু ‘আনব্লক’ করার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডবলিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে, পাকিস্তানের সব শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হোক। হিন্দুত্ববাদী শিল্পী ও বিনোদনজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেকে পাকিস্তানি শিল্পীদের ভারতীয় সিনেমায় অংশগ্রহণেরও প্রতিবাদ জানিয়েছেন। পেহেলগাম–কাণ্ড ও অপারেশন সিঁদুরের আগে তৈরি হয়ে যাওয়া দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘সর্দারজি ৩’–এর মুক্তিও স্থগিত রাখা হয়েছে। ওই সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করেছেন বলে এই স্থগিতাদেশ। জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহের মতো বিশিষ্ট ব্যক্তি দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দিত হচ্ছেন। তাঁদের পাকিস্তানের দালাল বলা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ক উন ট হয় ছ ল
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে