মানিকগঞ্জের শিবালয়ের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া (২২)। সম্প্রতি তিনি পাসপোর্ট করতে পাসপোর্ট কার্যালয়ে আবেদন করেন। তবে আবেদনে ভুল ধরে তাঁকে বাইরের কম্পিউটারের দোকানে গিয়ে সংশোধন করতে বলেন পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা। পরে ওই দোকানে থাকা এক দালালকে ১ হাজার ২০০ টাকা দিয়ে আবেদনপত্রটি পাসপোর্ট কার্যালয়ে জমা দেন তিনি।

রাসেল মিয়ার বাড়ি শিবালয়ের নবগ্রাম এলাকায়। গত সোমবার কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, আরিচায় একটি ব্যাংকে ৫ হাজার ৭৫০ টাকা জমা দেওয়ার পর পাসপোর্টের আবেদনপত্র জমা দিতে গেলে জাতীয় পরিচয়পত্রে ভুল আছে বলে এক কর্মকর্তা বাইরে থেকে যাচাই–বাছাই করে আনতে বলেন। পাসপোর্ট অফিসের সামনে এক কম্পিউটার দোকানে গিয়ে বিষয়টি জানালে এক ব্যক্তি (দালাল) সব ঠিক করে দেবেন বলে জানান। এরপর ওই ব্যক্তিকে ১ হাজার ২০০ টাকা দিলে আবেদনপত্রে কী যেন একটা দাগ দিয়ে দেন। পরে কার্যালয়ে গেলে ওই আবেদনপত্রই জমা নেওয়া হয় এবং ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হয়।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য ও কতিপয় কর্মকর্তা-কর্মচারীর অনৈতিক তৎপরতার কারণে পাসপোর্ট করতে গিয়ে রাসেলের মতো সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে তাঁদের সরকারের নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত এক থেকে তিন হাজার টাকা লাগছে।

সেবাগ্রহীতাদের দাবি, নিজেরা পাসপোর্টের আবেদন করলে কোনো না কোনো ভুল ধরে তাঁদের হয়রানি করা হয়। কিন্তু দালালের মাধ্যমে করলে সহজেই আবেদন জমা নেওয়া হয়। এর জন্য দালালদের এক থেকে দুই হাজার টাকা দিতে হয়। অতিরিক্ত এই টাকার কিছু দালালেরা পান এবং অধিকাংশ টাকা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগবাঁটোয়ারা হয়ে থাকে।

আরও পড়ুনদালালদের টাকা দিলে কাজ দ্রুত হয়, অন্যথায় ভোগান্তি ১৩ মে ২০২৫

২০২০ সালের ১৮ মার্চ জেলা শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় নতুন ভবনে কার্যক্রম উদ্বোধন করা হয়। এর পর থেকে এই ভবনেই কার্যক্রম চলে আসছে। এর আগে শহরের বেউথা এলাকায় একটি ভাড়া বাসায় জেলা পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম চলত। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়।

পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৮ পাতার ৫ বছর মেয়াদি নতুন ই-পাসপোর্টের জন্য ৪ হাজার ২৫০ টাকা এবং ১০ বছর মেয়াদের জন্য ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি ৬ হাজার ৩২৫ টাকা এবং অতীব জরুরি পাসপোর্টের জন্য ৮ হাজার ৬২৫ টাকা লাগে। আর ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি ৮ হাজার ৫০ টাকা এবং অতীব জরুরির জন্য লাগবে ১০ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদের জন্য ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ৮ হাজার ৬২৫ টাকা ও অতীব জরুরি পাসপোর্টের জন্য ১০ হাজার ৩৫০ টাকা গুনতে হবে। আর ৬৪ পৃষ্ঠার ১০ বছর মেয়াদের জন্য ৮ হাজার ৫০ টাকা, জরুরি ১০ হাজার ৩৫০ টাকা এবং অতীব জরুরি পাসপোর্টের জন্য ১২ হাজার ৬৫০ টাকা লাগে।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে গড়ে উঠেছে ২৫ থেকে ৩০টি কম্পিউটারের দোকান। দোকানগুলোতে দালালের আনাগোনা থাকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কগঞ জ বছর ম য় দ কর মকর ত

এছাড়াও পড়ুন:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ পদের চাকরি, করুন আবেদন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে জনবল নিয়োগে আবেদন চলছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪১টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন এসব পদের জন্য।

পদের নাম ও সংখ্যা—

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: (ক). স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
(ঙ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯০৭ অক্টোবর ২০২৫

২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ; (ঘ) কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২২
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ১১ অক্টোবর ২০২৫

বয়সসংক্রান্ত তথ্য

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে আগামী ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৫টায়। আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি

ক্রমিক নম্বর ১-৩ পদের জন্য ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ) এবং ক্রমিক নম্বর ৪ পদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময় যোগ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রে উল্লিখিত মুঠোফোন নম্বরটি সর্বদা সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হয়েছে প্রার্থীদের।

আরও পড়ুনঅ্যামাজনে ছয় ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, প্রোগ্রাম শেষে দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় গ্রন্থকেন্দ্রে নিয়োগে বিজ্ঞপ্তি, স্নাতক পাসে আবেদন
  • বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষক পেতে এই পদ্ধতিতেই নিয়োগ দিন
  • রেক্টর নিয়োগ দেবে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, মূল বেতন ১ লাখ ৮৫ হাজার
  • বিসিএসআইআরের অধীনে নিয়োগ, অফিস ৫ ঘণ্টা, বেতন ২০ হাজার টাকা
  • ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৪১ পদের চাকরি, করুন আবেদন