২৪৩ কোটি টাকা লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস
Published: 3rd, July 2025 GMT
শেয়ারধারীদের মধ্যে ২৪৩ কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করবে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ। গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
গত ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ৫২ টাকা ৫০ পয়সা। এই লভ্যাংশ বাবদ বার্জার পেইন্টস শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ২৪৩ কোটি টাকার বেশি।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বার্জার পেইন্টস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে লভ্যাংশ ও বছর শেষের মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। গত মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকায় গতকাল বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বার্জার পেইন্টস জানিয়েছে, গত মার্চে সমাপ্ত হিসাববছরে সমন্বিত মুনাফা করেছে ৩৩৭ কোটি টাকা। এই মুনাফার ৭২ শতাংশ বা ২৪৩ কোটি টাকা কোম্পানিটি লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে। বার্জার পেইন্টস বাংলাদেশের শেয়ারের ৯৫ শতাংশ বা ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজারের বেশি শেয়ার রয়েছে কোম্পানিটির বিদেশি মালিকদের হাতে। বাকি ৫ শতাংশ বা ২৩ লাখ ১৯ হাজারের বেশি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের হাতে। সেই হিসাবে গত হিসাববছরের জন্য কোম্পানিটি যে লভ্যাংশ বিতরণ করবে, তার মধ্যে ২৩১ কোটি টাকার বেশি পাবে কোম্পানিটির বিদেশি উদ্যোক্তারা। আর সাধারণ শেয়ারধারীরা পাবেন ১২ কোটি টাকার বেশি।
বার্জারের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত হিসাববছরে কোম্পানিটি এককভাবে (সহযোগী প্রতিষ্ঠান বাদে) মুনাফা করেছে প্রায় ৩২৭ কোটি টাকা। তার আগের হিসাববছরে এই কোম্পানির একক মুনাফার পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা ৫ শতাংশ বা ১৬ কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত হিসাববছর শেষে বার্জারের সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ কোটি টাকা। আগের হিসাববছরে যার পরিমাণ ছিল ১ হাজার ৩০৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য ১০০ কোটি টাকার বেশি বেড়েছে।
এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস, যার পরিমাণ ৫২৫ শতাংশ। এর আগে ২০১৭ সালে কোম্পানিটি সর্বোচ্চ ৬০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত হ স ববছর ব তরণ করব ২৪৩ ক ট
এছাড়াও পড়ুন:
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো—ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড।
আরো পড়ুন:
‘ডিএসই-বিজিএমইএ পুঁজিবাজারের উন্নতি নিশ্চিত করতে পারে’
বিডি থাই ফুডে নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ
রবিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইনডেক্স অ্যাগ্রো: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৫২ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫.৭৪ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বরর হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
বিএসআরএম: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.৫৭ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৬.৭৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বরর হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
বিএসআরএম স্টিল: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.৭৭ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০.৫২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
মুন্নু অ্যাগ্রো: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০.৮৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বরর হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
ঢাকা/এনটি/রফিক