শেয়ারধারীদের মধ্যে ২৪৩ কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করবে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ। গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

গত ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ৫২ টাকা ৫০ পয়সা। এই লভ্যাংশ বাবদ বার্জার পেইন্টস শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ২৪৩ কোটি টাকার বেশি।

তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বার্জার পেইন্টস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে লভ্যাংশ ও বছর শেষের মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। গত মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকায় গতকাল বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বার্জার পেইন্টস জানিয়েছে, গত মার্চে সমাপ্ত হিসাববছরে সমন্বিত মুনাফা করেছে ৩৩৭ কোটি টাকা। এই মুনাফার ৭২ শতাংশ বা ২৪৩ কোটি টাকা কোম্পানিটি লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে। বার্জার পেইন্টস বাংলাদেশের শেয়ারের ৯৫ শতাংশ বা ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজারের বেশি শেয়ার রয়েছে কোম্পানিটির বিদেশি মালিকদের হাতে। বাকি ৫ শতাংশ বা ২৩ লাখ ১৯ হাজারের বেশি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের হাতে। সেই হিসাবে গত হিসাববছরের জন্য কোম্পানিটি যে লভ্যাংশ বিতরণ করবে, তার মধ্যে ২৩১ কোটি টাকার বেশি পাবে কোম্পানিটির বিদেশি উদ্যোক্তারা। আর সাধারণ শেয়ারধারীরা পাবেন ১২ কোটি টাকার বেশি। 

বার্জারের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত হিসাববছরে কোম্পানিটি এককভাবে (সহযোগী প্রতিষ্ঠান বাদে) মুনাফা করেছে প্রায় ৩২৭ কোটি টাকা। তার আগের হিসাববছরে এই কোম্পানির একক মুনাফার পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা ৫ শতাংশ বা ১৬ কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত হিসাববছর শেষে বার্জারের সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ কোটি টাকা। আগের হিসাববছরে যার পরিমাণ ছিল ১ হাজার ৩০৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য ১০০ কোটি টাকার বেশি বেড়েছে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস, যার পরিমাণ ৫২৫ শতাংশ। এর আগে ২০১৭ সালে কোম্পানিটি সর্বোচ্চ ৬০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হ স ববছর ব তরণ করব ২৪৩ ক ট

এছাড়াও পড়ুন:

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ফান্ড

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.১০) টাকা। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯.৫৫ টাকা।

গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির বাজার মূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৯.৫৫ টাকা।

ফান্ডটির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৩ ডিসেম্বর।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ব্লগার অভিজিৎ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে গুমের অভিযোগ দিলেন তাঁর ভাই
  • ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল ফান্ড