শেয়ারধারীদের মধ্যে ২৪৩ কোটি টাকা লভ্যাংশ হিসেবে বিতরণ করবে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ। গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

গত ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত মার্চে সমাপ্ত হিসাববছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ৫২ টাকা ৫০ পয়সা। এই লভ্যাংশ বাবদ বার্জার পেইন্টস শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ২৪৩ কোটি টাকার বেশি।

তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বার্জার পেইন্টস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে লভ্যাংশ ও বছর শেষের মুনাফার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। গত মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকায় গতকাল বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বার্জার পেইন্টস জানিয়েছে, গত মার্চে সমাপ্ত হিসাববছরে সমন্বিত মুনাফা করেছে ৩৩৭ কোটি টাকা। এই মুনাফার ৭২ শতাংশ বা ২৪৩ কোটি টাকা কোম্পানিটি লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে। বার্জার পেইন্টস বাংলাদেশের শেয়ারের ৯৫ শতাংশ বা ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজারের বেশি শেয়ার রয়েছে কোম্পানিটির বিদেশি মালিকদের হাতে। বাকি ৫ শতাংশ বা ২৩ লাখ ১৯ হাজারের বেশি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের হাতে। সেই হিসাবে গত হিসাববছরের জন্য কোম্পানিটি যে লভ্যাংশ বিতরণ করবে, তার মধ্যে ২৩১ কোটি টাকার বেশি পাবে কোম্পানিটির বিদেশি উদ্যোক্তারা। আর সাধারণ শেয়ারধারীরা পাবেন ১২ কোটি টাকার বেশি। 

বার্জারের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত হিসাববছরে কোম্পানিটি এককভাবে (সহযোগী প্রতিষ্ঠান বাদে) মুনাফা করেছে প্রায় ৩২৭ কোটি টাকা। তার আগের হিসাববছরে এই কোম্পানির একক মুনাফার পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা ৫ শতাংশ বা ১৬ কোটি টাকা বেড়েছে। সেই সঙ্গে কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত হিসাববছর শেষে বার্জারের সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ কোটি টাকা। আগের হিসাববছরে যার পরিমাণ ছিল ১ হাজার ৩০৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য ১০০ কোটি টাকার বেশি বেড়েছে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭ সালের পর এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস, যার পরিমাণ ৫২৫ শতাংশ। এর আগে ২০১৭ সালে কোম্পানিটি সর্বোচ্চ ৬০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৬০ টাকা নগদ লভ্যাংশ দিয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ত হ স ববছর ব তরণ করব ২৪৩ ক ট

এছাড়াও পড়ুন:

৫৩-তে পৌঁছালেন জয়া আহসান

জয়া আহসানের নামের পাশে লেখা আছে—গেরিলা, দেবী, জিরো ডিগ্রী থেকে তাণ্ডব, উৎসবের মতো সিনেমার নাম। শুধুতে ঢাকাই চলচ্চিত্রেই তিনি সরব তা কিন্তু নয় ওপার বাংলার বিসর্জন, বিজয়া, রাজকাহিনী, অর্ধাঙ্গিনী, ক্রিসক্রস, দশম অবতার-এর নায়িকা তিনি। বলছি জয়া আহসানের কথা। আজ তার জন্মদিন। শুভজন্মদিন জয়া আহসান।

উইকিপিডিয়ার তথ্য,  ১৯৭২ সালের ১ লা জুলাই জন্মগ্রহন করেছেন জয়া আহসান। হিসাব অনুযায়ী ৫৩তে পৌঁছালেন নায়িকা। যদিও জন্মসাল নিয়ে দ্বিমত আছে। জয়া আহসান একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার জন্ম ১৯৮৩ সালে। 

মডেলিং দিয়ে যাত্রা শুরু জয়ার।  এরপর নাটক ও সিনেমায় কাজ করে প্রতিটি ধাপে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। ঢালিউড থেকে টলিউড, সেখান থেকে বলিউডেও পৌঁছে গেছেন জয়া। বাংলাদেশেরই এই সময়ের সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রীও বলা হয় জয়া আহসানকে। 

আরো পড়ুন:

‘নাটকটি দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব না’

বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস

গল্পনির্ভর সিনেমায় তিনি অসাধারণ আর বাণিজ্যিক সিনেমায় অনন্য।  বিশেষত করে নারীকেন্দ্রিক সিনেমাগুলোতে নিজের অভিনয়সত্তাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন জয়।  অভিনয়ের জন্য জয় অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা এবং অগণিত দর্শকের ভালোবাসা।

জয়া আহসান বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে কড়ক সিং-এ অভিনয় করেছেন। 

জয়া অভিনীত একক নাটক ও টেলিফিল্ম 

১.তারপর ও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে(২০০৯)
২.গরম ভাত অথবা নিছক ভূতের গল্প(২০০৭)
৩.হাটকুঁড়া(২০০৬)
৪.তারপর পারুলের দিন(২০০৮)
৫.না কমলা না মেহেরজান(২০১২)
৬.ফেরার কোনো পথ নেই থাকে না কোন কালে(২০১০)
৭.অফবিট(২০০৫)
৮.পাঞ্জাবীওয়ালা(২০০৯)
৯.স্বপ্নসিঁড়ি(২০০৪)
১০.আমাদের গল্প(২০১২)
১১. সম্পর্কের দানা(২০০৯)
১২.লীলাবতী(২০০৬)
১৩.নো ম্যানস ল্যান্ড(২০০৬)
১৪.মায়েশা(২০০৯)
১৫.এ জার্নি বাই বোট(২০১০)
১৬.অবাক সন্দেশ(২০০৮) 
১৭.বিকল পাখির গান(২০০৯) 
১৮.জোৎস্না নদী ও রহিমের কিছু দৃশ্যকাব্য(২০১২)

জয়া অভিনীত ধারাবাহিক নাটক
১.এনেছি সূর্যের হাসি(২০০৫)
২.টু-লেট(২০০৮)
৩.শঙ্খবাস(২০০৭)
৪.চৈতা পাগল(২০১০)
৫.৬৯(২০০৫)
৬.সংশয়(২০০৩)

জয়া অভিনীত সিনেমা
১.গেরিলা(২০১১)
২.বিসর্জন(২০১৭)
৩.খাঁচা(২০১৭)
৪.ডুবসাঁতার(২০১০)
৫.ফিরে এসো বেহুলা(২০১২)
৬.বিজয়া(২০১৯)
৭.এক যে ছিল রাজা(২০১৮)
৮.জিরো ডিগ্রী(২০১৫) 
৯.দেবী(২০১৮)
১০.ভালোবাসার শহর(২০১৭)
১১.আবর্ত(২০১৩)
১২.রাজকাহিনী(২০১৫)
১৩.বিনিসুতোয়(২০২১) 
১৪.অর্ধাঙ্গিনী(২০২৩) 
১৫.বিউটি সার্কাস(২০২২)

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • নতুন রাউলের গোল, শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ৫০০ কোটি রুপি আয় করা আমিরের ৪ সিনেমা
  • জয়ার চোখে নিজের সেরা পাঁচ
  • জয়ার চোখে নিজের সেরা পাঁচ সিনেমা
  • ৫৩-তে পৌঁছালেন জয়া আহসান
  • সাড়ে ৮ বছরে মাইন বিস্ফোরণে হতাহত ৫৭, পা হারিয়েছেন ৪৪ জন