ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, কাদের উচিত নয়, জানালেন তামিম
Published: 3rd, May 2025 GMT
জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে হার্ট অ্যাটক করার পর তাঁর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও এখন শঙ্কার মুখে। তামিম ইকবালের ক্রিকেটার অধ্যায় তাই শেষই বলা চলে। এখন অবসর–পরবর্তী জীবন। নতুন জীবনে কী করবেন তামিম? এ নিয়ে অনেকের কৌতূহল। ওই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে তাঁর সাম্প্রতিক কার্যক্রমেও।
আজ তামিম উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেই অনুষ্ঠানে গিয়ে তামিম কথা বলেছেন বিসিবির নির্বাচন নিয়েও।
আরও পড়ুননায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির ‘লাইক’, সমর্থকেরা হানা দিলেন জাকারবার্গের পোস্টে৩৭ মিনিট আগেক্রিকেটার হিসেবে তিনি মূলত ক্রিকেট নিয়েই কথা বললেন, বক্তব্যের শুরুতেই এটা জানিয়ে দিয়ে তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।’
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন তামিম ইকবাল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।