একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এলজি আনুষ্ঠানিকভাবে তাদের স্মার্টফোনে সফটওয়্যার–সেবা বন্ধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩০ জুনের পর থেকে এলজি স্মার্টফোনে সফটওয়্যার হালনাগাদ বা কোনো নিরাপত্তাসুবিধা পাওয়া যাবে না।

দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি ২০২১ সালে মোবাইল ব্যবসা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। স্যামসাং ও অপোর মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সঙ্গে টিকতে না পেরে এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। সেই সময় এলজি জানিয়েছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত এলজি স্মার্টফোনে সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তা–সেবা দেওয়া হবে। সম্প্রতি এক ঘোষণায় এলজি জানিয়েছে, মোবাইল সফটওয়্যার হালনাগাদ না করার পাশাপাশি এলজি আপডেট সেন্টার ও এলজি ব্রিজ সেবা আগামী ৩০ জুন থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে স্মার্টফোনের সফটওয়্যার হালনাগাদ না করলে ভবিষ্যতে সফটওয়্যারজনিত বিভিন্ন সমস্যা হওয়ার পাশাপাশি নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে এলজি। আর তাই প্রয়োজনীয় সব সফটওয়্যারের হালনাগাদ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে নেওয়ার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পুরোনো সফটওয়্যারে থাকা নিরাপত্তাজনিত দুর্বলতা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। এর ফলে ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে। এ সমস্যা সমাধানে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করে নতুন সুবিধা যুক্তের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা ত্রুটির সমাধান করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা–২০২৫’–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ ও অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১. বিষয় বা কার্যক্রম

বিদ্যালয় থেকে অনলাইনে IPEMIS সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্ন করা এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

#কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ১৪ আগস্ট ২০২৫।

#দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

২. বিষয় বা কার্যক্রম

এন্ট্রি করা পরীক্ষার্থীর তথ্য (ডিআর) যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত প্রদান এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদনের জন্য এইউপিইও বা এটিপিইওর আইডিতে পাঠাতে হবে।

# কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২০ আগস্ট ২০২৫।

# দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৯ ঘণ্টা আগে

৩. বিষয় বা কার্যক্রম

এইউপিইও বা এটিপিইও কর্তৃক পাঠানো পরীক্ষার্থীর তথ্যের (ডিআর) সঠিকতা যাচাই করে অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত পাঠানো ও বিদ্যালয় কর্তৃক পরিমার্জন করা তথ্যের সঠিকতা যাচাই করে অনুমোদন করতে হবে।

# কাজের নির্ধারিত সময়: ৪ থেকে ২৬ আগস্ট ২০২৫।

# দায়িত্ব পাওয়া ব্যক্তির নাম: এইউপিইও বা এটিপিইও।

আরও পড়ুনযুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা কেন ঝুঁকছেন বাংলাদেশ–সিঙ্গাপুর–উজবেকিস্তান–রাশিয়ার দিকে০২ আগস্ট ২০২৫জেনে নিন দরকারি তথ্য

১. পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি, যাচাই ও অনুমোদনসংক্রান্ত নির্দেশিকাটি IPEMIS সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. এমতাবস্থায় IPEMIS সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) যাচাই ও অনুমোদন কার্যক্রম উল্লিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.dpe.gov.bd

আরও পড়ুনখুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে ভর্তির সুযোগ১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি যাচাই ও অনুমোদন করার জরুরি নির্দেশনা
  • ঢাকায় ‘রক্সনরের’ নতুন প্রধান কার্যালয় উদ্বোধন