যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৫ সালের এশিয়ার শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করেছে।
পিকিং বিশ্ববিদ্যালয়
চীনের অন্যতম প্রাচীন এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি তার উচ্চমানের শিক্ষার জন্য বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, প্রাকৃতিক বিজ্ঞান এবং অর্থনীতির ক্ষেত্রে। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান চীনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। একাডেমিক উৎকর্ষ, মুক্তচিন্তা এবং সংস্কারমুখী চেতনার জন্য পরিচিত পিকিং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অপূর্ব ক্যাম্পাস, ঐতিহাসিক গুরুত্ব এবং গবেষণামূলক কাজের জন্য একে চীনের শিক্ষার হৃদয় বলা হয়।
টোকিও বিশ্ববিদ্যালয়
টোকিও বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ১০টি অনুষদ রয়েছে এবং ৩০০০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। এদের মধ্যে ২১০০ শিক্ষার্থী বিদেশি। এটির ৫টি ক্যাম্পাস রয়েছে। জাপানের প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। টোকিও বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রযুক্তি, আইন এবং মানবিক বিদ্যায় যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত। জাপানের বহু প্রধানমন্ত্রী, নোবেল বিজয়ী এবং বুদ্ধিজীবী এই প্রতিষ্ঠানের গর্বিত ছাত্র ছিলেন।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ১৯০৫ সালে প্রতিষ্ঠিত। এই ইউনিভার্সিটি কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়, গোটা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি। উচ্চমানের গবেষণা, বৈশ্বিক যোগাযোগ এবং উদ্যোগী শিক্ষার জন্য এটি বিশেষভাবে খ্যাত। ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর হলো সিঙ্গাপুরের সবচেয়ে পুরোনো ও অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং বৈশ্বিক দ্য আনলিস্টেড বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ র্যাঙ্ক পেয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইউন ভ র স ট র জন য
এছাড়াও পড়ুন:
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে
চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।
উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।