বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা–কর্মীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে গতকাল রোববার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, সহসভাপতি পদপ্রার্থী ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইব্রাহীম শেখ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবদুল গফুর প্রামাণিক, প্রচার সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কার্যকরী সভাপতি পদপ্রার্থী ও শ্রমিক লীগের নেতা আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম।

এর মধ্যে গত শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জাল স্বাক্ষরের অভিযোগসংক্রান্ত শুনানিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম। আর কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

আনোয়ার হোসেন শ্রমিক লীগের সমর্থক এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বগুড়া সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের চাচা। আমিনুল ইসলাম বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও। ৫ আগস্টের পর একাধিক হত্যা মামলায় আসামি করায় তিনি বর্তমানে আত্মগোপনে আছেন।

আরও পড়ুনশ্রমিক ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতার প্রার্থিতা বাতিলে সময় বেঁধে দিল এনসিপি০৩ মে ২০২৫

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া আদালতের কৌঁসুলি আবদুল বাছেদ বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে মনোনয়ন দাখিল করার লিখিত অভিযোগ পেয়ে যাচাই–বাছাই ও শুনানির জন্য শনিবার বিকেলে সশরীর উপস্থিত থাকতে বলা হয়েছিল। শুনানিতে বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত না হওয়ায় বিধি মোতাবেক তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ক্রীড়া সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন শুনানিতে হাজির হলেও তাঁরা তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করতে ব্যর্থ হয়েছেন। যাচাই-বাছাই শেষে ৬ জনকে বাদ দিয়ে নির্বাচনে ১১৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনবগুড়ায় শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ২২ ঘণ্টা আগে

এর আগে শ্রমিক লীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা বাতিল চেয়ে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নিকট লিখিত আপত্তি দাখিল করেন গণ অধিকার পরিষদের নেতারা। একই দাবি জানিয়ে গত শুক্রবার লিখিত আপত্তি দাখিল করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শ্রমিক উইং। শুক্রবার বিকেলে এনসিপির নেতারা মিছিল নিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন এবং মনোনয়ন বাতিলের দাবি জানান।

২৩ মে বগুড়া জিলা স্কুলে মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪৭২।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব চ ছ স বক ল গ র ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

মাঠের ক্রিকেট ছেড়ে ক্রিকেট প্রশাসনের অংশ হয়ে ক্রিকেট নিয়েই থাকতে চেয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে সব প্রক্রিয়াতেই ছিলেন। নিজের পছন্দের একটি প্যানেলও তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে এগিয়ে নিবেন দেশের ক্রিকেট৷

কিন্তু নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম৷ তার শঙ্কার জায়গা ছিল, নির্বাচনকে ঘিরে নোংরামি করা হচ্ছে। তার ওপর আলাদা চাপ আছে এমন কথাও বলতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ পাচ্ছিলেন না তামিম। এ কারণে নিজ থেকে সরে গেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম বলেছেন, `আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'’

গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। তাতে যোগ দেবেন আরও ক্লাব।

আজ সকালে ১০ টার পর তামিম সর্বপ্রথম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর আরও ১৪টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পরে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ানত সংখ্যা জানা যাবে। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • নার্সদের অমর্যাদাকর অবস্থানে রাখা হয়েছে: ফরহাদ মজহার
  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞ সংস্থা ‘হোপ’ নির্বাচন পর্যবেক্ষকের তালিকায়
  • বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা
  • তামিম বললেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম
  • বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন—ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • এসিসির সভায় উত্তপ্ত বাক্যবিনিময়, নাকভি কথা না শুনলে আইসিসিতে অভিযোগ করবে ভারত