বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা–কর্মীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে গতকাল রোববার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাঁরা হলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, সহসভাপতি পদপ্রার্থী ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইব্রাহীম শেখ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবদুল গফুর প্রামাণিক, প্রচার সম্পাদক পদপ্রার্থী ও বগুড়া শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কার্যকরী সভাপতি পদপ্রার্থী ও শ্রমিক লীগের নেতা আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম।

এর মধ্যে গত শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জাল স্বাক্ষরের অভিযোগসংক্রান্ত শুনানিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি নজরুল ইসলাম। আর কার্যকরী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

আনোয়ার হোসেন শ্রমিক লীগের সমর্থক এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বগুড়া সদর উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের চাচা। আমিনুল ইসলাম বগুড়া বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও। ৫ আগস্টের পর একাধিক হত্যা মামলায় আসামি করায় তিনি বর্তমানে আত্মগোপনে আছেন।

আরও পড়ুনশ্রমিক ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতার প্রার্থিতা বাতিলে সময় বেঁধে দিল এনসিপি০৩ মে ২০২৫

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া আদালতের কৌঁসুলি আবদুল বাছেদ বলেন, কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জাল করে মনোনয়ন দাখিল করার লিখিত অভিযোগ পেয়ে যাচাই–বাছাই ও শুনানির জন্য শনিবার বিকেলে সশরীর উপস্থিত থাকতে বলা হয়েছিল। শুনানিতে বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত না হওয়ায় বিধি মোতাবেক তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ক্রীড়া সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন শুনানিতে হাজির হলেও তাঁরা তাঁদের বিরুদ্ধে তোলা অভিযোগ খণ্ডন করতে ব্যর্থ হয়েছেন। যাচাই-বাছাই শেষে ৬ জনকে বাদ দিয়ে নির্বাচনে ১১৭ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনবগুড়ায় শ্রমিক লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ২২ ঘণ্টা আগে

এর আগে শ্রমিক লীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থিতা বাতিল চেয়ে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নিকট লিখিত আপত্তি দাখিল করেন গণ অধিকার পরিষদের নেতারা। একই দাবি জানিয়ে গত শুক্রবার লিখিত আপত্তি দাখিল করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শ্রমিক উইং। শুক্রবার বিকেলে এনসিপির নেতারা মিছিল নিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন এবং মনোনয়ন বাতিলের দাবি জানান।

২৩ মে বগুড়া জিলা স্কুলে মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪৭২।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব চ ছ স বক ল গ র ল ইসল ম কম ট র

এছাড়াও পড়ুন:

আট দিনে এনসিপির ১ হাজার মনোনয়নপত্র বিক্রি, লক্ষ্য ৩ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার পর গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশা আল্লাহ ছুঁতে পারব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম। ইতিমধ্যে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষক—সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি। জনগণের উদ্দীপনা ও আগ্রহ দেখে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি। এটা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।’

বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এসে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

সাংবাদিকদের মধ্যে যাঁরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদেরও এনসিপির মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কারণ, আপনাদের যে মজুরি, এটা বাংলাদেশে এখনো ঠিক হয়নি। আপনারা সংসদে গিয়ে আপনাদের মজুরি, মালিকদের নিষ্পেষণ-নিপীড়ন নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলবেন।’

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘ইনশা আল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদারকে সংসদে পাঠাতে চাই না, চাঁদাবাজদের পাঠাতে চাই না, সন্ত্রাস যারা করে, তাদের পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই।’

এর আগে ৬ নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রার্থীদের লাগবে ডোপ টেস্ট, অনলাইনে ব্যক্তি আক্রমণ ও গুজব ছড়ালে ব্যবস্থা
  • নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
  • জকসু নির্বাচন: স্বতন্ত্র থেকে ভিপি পদে মনোনয়ন নিলেন ছাত্রদল নেতা 
  • পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ
  • “শিক্ষার শত্রু কাউছার” প্রতিবাদ সভায় ক্ষুব্ধ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী
  • আট দিনে এনসিপির ১ হাজার মনোনয়নপত্র বিক্রি, লক্ষ্য ৩ হাজার