কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ৪ দিনের রিমান্ডে
Published: 5th, May 2025 GMT
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের (৬৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার এই মামলার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।
এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
এর আগে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিয়ে হেরে যান তিনি। জাফর আলম ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব ক এমপ
এছাড়াও পড়ুন:
নোবিপ্রবিতে ৪ বছরে স্নাতকে ভর্তি হয়েছেন ৫৭৩৪ শিক্ষার্থী
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্নাতকে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত এই ৪ বছরে মোট ৫ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগ, দুইটি ইন্সটিটিউট এবং সাতটি অনুষদের অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭২ জন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭৭ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২৩ জন ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন।
আরো পড়ুন:
‘কিশোর গ্যাং’ এর হামলার ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নোবিপ্রবিতে ছাত্রলীগ নেতার জন্য বিশেষ পরীক্ষার আয়োজন
বিগত ৪ বছরে বিভাগভিত্তিক শিক্ষার্থী ভর্তির সংখ্যাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০০ জন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে ১৯৭ জন, ফার্মেসি বিভাগে ২০০ জন, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৮ জন, মাইক্রোবায়োলজি বিভাগে ১৭৬ জন, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগে ১৯৫ জন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে ১৩০ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ১৮০ জন, ব্যবসায় প্রশাসন বিভাগে ২৯৬ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৮ জন, অর্থনীতি বিভাগে ২৫০ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৭৪ জন, কৃষি বিভাগে ২০৩ জন, পরিসংখ্যান বিভাগে ২১৫ জন, ওশানোগ্রাফি বিভাগে ১৫৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
এছাড়াও শিক্ষা বিভাগে ১৯৬ জন, সমাজবিজ্ঞান বিভাগে ১৮৬ জন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২০৮ জন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে ২১০ জন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ১৬২ জন, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ১৪৭ জন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৪১ জন, বাংলা বিভাগে ১৮১ জন, আইন বিভাগে ২১৫ জন, প্রাণিবিদ্যা বিভাগে ১২১ জন, শিক্ষা প্রশাসন বিভাগে ১৬৭ জন, সমাজকর্ম বিভাগে ১৮১ জন, রসায়ন বিভাগে ৭৪ জন, পদার্থবিদ্যা বিভাগে ৭২ জন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে তিনটি বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। বিভাগগুলো হলো- পদার্থবিদ্যা, রসায়ন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। বিভাগগুলোর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে।
এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বন্ধ রাখে ইউজিসি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে বিভাগের পূর্ববর্তী নাম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ পরিবর্তন করে রাষ্ট্রবিজ্ঞান নামকরণ করে ডিগ্রি প্রদান ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি।
ঢাকা/ফাহিম/মেহেদী