ফরিদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারীর হৃদয়বিদারক চিত্র ছড়িয়ে পড়ে। হতভাগ্য সেই নারীর হাতে পচন ধরেছিল। তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। তবে স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীদের তৎপরতা এবং চিকিৎসকদের প্রচেষ্টায় সেই নারীর জীবন রক্ষা পেয়েছে। এই ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।  

‘ফরিদপুর লাইভ’ নামে ফেসবুক পেজ থেকে গত ২৫ এপ্রিল ওই নারীর শোচনীয় শারীরিক অবস্থার বিবরণ প্রকাশ করা হয়।  পোস্টে উল্লেখ করা হয়, ওই নারীর একটি হাতে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। এখনই চিকিৎসাসেবা না পেলে ক্ষত শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। এই হৃদয়বিদারক তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণরা পদক্ষেপ নিতে এগিয়ে আসেন। শয়ন, রাইয়ান আহমেদ সৌরভ, বৈশাখী, আরএম হৃদয়, নাজমুল, নাইস, আনিসুর, সজল, ওয়ালিদসহ একদল তরুণ নারীটিকে খুঁজে বের করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, হাতের সংক্রমণ এতটাই গুরুতর যে জরুরি অপারেশন ছাড়া তার জীবন বাঁচানো সম্ভব নয়। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা.

মো. শাহীন জোদ্দারের নেতৃত্বে ওই নারীর চিকিৎসা শুরু হয়। গত ৪ মে চিকিৎসক দল জরুরি অপারেশন করে নারীর হাতটি কেটে ফেলেন।  

ডা. শাহীন জোদ্দার বলেন, “রোগীর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সময়মতো অপারেশন না হলে তার মৃত্যু অনিবার্য ছিল। তরুণ স্বেচ্ছাসেবীদের দ্রুত উদ্যোগ এবং মানবিকতা সত্যিই প্রশংসনীয়। তারা নিয়মিত হাসপাতালে এসে রোগীর দেখাশোনা করছেন, যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।’’

তিনি আরও বলেন, “বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল এবং তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী, তিনি শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে, তার মানসিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘমেয়াদী মনোসামাজিক সহায়তা প্রয়োজন।”  

হাসপাতাল সূত্রে জানা গেছে, অপারেশনের পর নিয়মিত পর্যবেক্ষণে নারীর শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। 

উদ্ধারকারী তরুণ সৌরভ, বৈশাখী ও হৃদয় বলেন, “ফরিদপুর লাইভ’ পেজে পোস্ট দেখে আমরা তাকে খুঁজতে বেরিয়েছিলাম। তার হাতের অবস্থা দেখে আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পেরে আমরা স্বস্তি পেয়েছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য, তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।”  

এই ঘটনা মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে। তবে, নারীর পরিচয় ও পরিবারের সন্ধান পেতে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন স্বেচ্ছাসেবীরা।  

তামিম//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ

এছাড়াও পড়ুন:

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।

এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।

সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সম্পর্কিত নিবন্ধ