দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘রিলেশনশিপ ম্যানেজার-জাপান ডেস্ক, ট্রানজেকশন ব্যাংকিং’ পদে নিয়োগ দেবে। এ পদের অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রাইম ব্যাংক ও জাপানি গ্রাহকদের মধ্যে যোগাযোগকারী হিসেবে কাজ করা; গ্রাহকের ব্যবসায়িক চাহিদা বোঝা এবং সংশ্লিষ্ট দলকে অবহিত করা; জাপানি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা। জাপানি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা এবং প্রয়োজনীয় নথিপত্র, ই–মেইল ও চিঠিপত্র অনুবাদ ও ব্যাখ্যা করা।

আবেদনের যোগ্যতা কী কী

ইউজিসি অনুমোদিত যেকোনো স্থানীয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাপানের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। জাপানি ভাষা দক্ষতার কোনো সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী। বাংলা ও ইংরেজিতেও ভালো দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

আরও পড়ুনপ্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি৭ ঘণ্টা আগে

পদের সংখ্যা:

বেতন ও সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা পাবেন প্রার্থী।

আবেদনের নিয়ম: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৫।

আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে, পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই। দায়িত্বে অনুপস্থিত থাকায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল দশটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তাঁর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিউটিতে অনুপস্থিত থাকায় আরিফুল ইসলাম নামে একজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ভিডিওর সঙ্গে বরখাস্তের সম্পর্ক নেই।’

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল আরিফুলের। কিন্তু তিনি উচ্ছেদ অভিযানে অংশ না নিয়ে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় ছিলেন। সেখানে তিনি বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ