বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া নিয়ে মত বিনিময় সভা করল ডেসকো
Published: 5th, May 2025 GMT
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেছে ঢাকার একাংশের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো। তারা বলছে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যুতের বড় গ্রাহক। এ ছাড়া ছাত্রছাত্রীদের মননে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গেঁথে দিতে পারেন শিক্ষকেরা। মূলত এ দুটি কারণেই এমন মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
ডেসকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ সোমবার নিকুঞ্জ কনভেনশন হলে ডেসকোর আওতাধীন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করে ডেসকো।
ডেসকোর বোর্ড চেয়ারম্যান ও পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিগত সময়ের অনিয়মে বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন চরম আর্থিক সংকটে। বিদ্যুৎ উৎপাদনে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। বিদ্যুতে সরকারের ভর্তুকি প্রতি ইউনিটে ৫ টাকা। এ থেকে মুক্তি পেতে হবে। ভর্তুকি কমিয়ে আনতে হবে। তাই প্রত্যেককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোস্তাফিজুর রহমান বলেন, বিবেক আর নৈতিকতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ–সাশ্রয়ী হতে হবে।
বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, সুইচের ক্ষেত্রে অটোমেশন টেকনোলজি নিয়ে আসতে হবে, যাতে করে নির্দিষ্ট সময় পরে সুইচ আপনাআপনি বন্ধ হয়ে যায়।
এ ছাড়া আরও অনেক প্রতিনিধি তাঁদের মূল্যবান পরামর্শ দেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, তাহলে তাদের ইনসেনটিভ দেওয়ার কথা সভায় প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে ডেসকোর আওতাধীন এলাকার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সাশ্রয় করা বিদ্যুৎ অন্যজনের চাহিদা মেটাবে।’
বিদ্যুৎ সাশ্রয় ও প্রি-পেইড মিটারের ওপর জনসচেতনতামূলক একটি নিবন্ধ উপস্থাপন করেন ডেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব দ য ৎ ব যবহ র
এছাড়াও পড়ুন:
এক হাতের ওকস, সিরাজের শাপমোচন ও টেস্ট ক্রিকেটের সৌন্দর্য
এএফপি