বজ্রপাতে গাছ লম্বালম্বি দ্বিখণ্ডিত, উৎসুক মানুষের ভিড়
Published: 6th, May 2025 GMT
বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দ্বিখণ্ডিত গাছ দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান বিভাগে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা জানাজানি হলে অনেকে দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দি করছেন।’’
আরো পড়ুন:
কিশোরগঞ্জে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
শিক্ষক লাঞ্ছনার বিচারসহ ৫ দাবিতে আল্টিমেটাম কুয়েট শিক্ষক সমিতির
প্রত্যক্ষদর্শী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম জানান, হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তাদের চোখের সামনে মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়।
কলেজের অধ্যাপক মো.
ঢাকা/শাহীন/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া চালাবে ভারত
ভারতীয় বিমান বাহিনী রাজস্থানে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্তে বৃহৎ আকারের সামরিক মহড়া বা যুদ্ধ মহড়া করবে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জারি করা একটি নোটাম বা বিমানসেনাদের প্রতি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় মহড়া শুরু হবে এবং শুক্রবার ভোর ৩টায় শেষ হবে। এই সময় সীমান্তের কাছাকাছি বিমানবন্দরে বিমানের যাত্রা বা অবতরণ স্থগিত থাকবে।
গত মাসে পহেলগাম হামলার পর পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে ভারত তার সামরিক শক্তি প্রদর্শন করছে। ভারতজুড়ে প্রতিকূল সামরিক পদক্ষেপের ক্ষেত্রে কার্যকর বেসামরিক প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য রাজ্যগুলোতে ‘নাগরিক প্রতিরক্ষা’ মহড়া পরিচালনা করার সময়ও যুদ্ধ মহড়া অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পর থেকে এই ধরণের বেসামরিক প্রতিরক্ষা প্রস্তুতি দেখা যায়নি। দিল্লিসহ প্রায় ৩০০টি স্থানে এই প্রস্তুতি অনুষ্ঠিত হবে।
এদিকে সোমবার পাকিস্তান জানিয়েছে, তারা ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ‘ইন্ডাস’ নামের বৃহত্তর সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি।
অপরদিকে, ভারত দেশীয়ভাবে তৈরি পানির নিচের মাইন পরীক্ষা করেছে। এই মাইনটির সেন্সর জাহাজের উৎপাদিত অ্যাকোস্টিক, চৌম্বকীয় এবং চাপের মাত্রা সনাক্ত করতে পারে।
ঢাকা/শাহেদ