বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম এখন অফিসিয়ালি বাংলাদেশের হয়ে মাঠে নামার সবুজ সংকেত পেয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে। বহু প্রতীক্ষিত এই অনুমোদনের ফলে আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই বাংলাদেশের জার্সিতে হয়ে যেতে পারে তার আন্তর্জাতিক অভিষেক।

বাংলাদেশি বংশোদ্ভূত হলেও শমিত সোম বেড়ে উঠেছেন কানাডায়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে মূলত কানাডিয়ান প্রিমিয়ার লিগে। সেখানকার ক্লাব কাভালরি এফসিতে খেলেই আলোচনায় আসেন তিনি। চলতি মে মাসের শুরুতেই তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান, যা ছিল বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রথম ধাপ। এরপর গত ৫ মে হাতে পান বাংলাদেশের পাসপোর্ট।

এই ধারাবাহিক প্রস্তুতির মাঝেই আসে সবচেয়ে বড় সুখবর, ফিফার কাছ থেকে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ প্রতিনিধিত্বের আনুষ্ঠানিক অনুমতি। যার অর্থ, এখন আর কোনও বিধিনিষেধ নেই। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে শমিত একেবারে প্রস্তুত।

আরো পড়ুন:

কালবৈশাখী ঝড়ের পর আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল

হামজা ও শমিতের পর লাল-সবুজের জার্সি পরতে যাচ্ছেন সান্ডারল্যান্ডের মিচেল

শুধু কাগজে-কলমেই নয়, মাঠের পারফরম্যান্সেও নিজেকে প্রমাণ করে চলেছেন শমিত। কাভালরির হয়ে গত ম্যাচে তিনি প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলতে নামেন। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া সেই ম্যাচে পুরো সময়জুড়ে সেন্ট্রাল মিডফিল্ড সামলান দৃঢ়তার সঙ্গে। যদিও গোল বা অ্যাসিস্টে নাম ওঠেনি। তবুও ম্যাচজুড়ে তার গেম রিডিং, বল কন্ট্রোল এবং ডিফেন্সিভ কভারেজ ছিল নজরকাড়া।

এমন পারফরম্যান্সের কারণেই সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি। যা প্রমাণ করে— শুধু কোথায় খেলেন সেটা নয়, দক্ষতার কারণেই তিনি আজ জাতীয় দলের নজরে।

বাংলাদেশ জাতীয় দল এখন এশিয়ান কাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই সময় দলে একজন দক্ষ, পরিণত মিডফিল্ডারের সংযুক্তি দলের রক্ষণ ও আক্রমণের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। শমিত সোম সেই ঘাটতি পূরণের বাস্তব সম্ভাবনা নিয়ে হাজির হয়েছেন।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় হতে যাওয়া হোম ম্যাচে তার অভিষেক নিয়ে রয়েছে প্রবল আশাবাদ। কোচিং স্টাফ থেকে শুরু করে সমর্থকরা তাকিয়ে আছেন নতুন এই মুখ কীভাবে দেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

ল্যাপটপে গেমিং ফিচার

২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) নতুন অরোস ও গিগাবাইট এআই গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। নতুন ল্যাপটপ সিরিজে ১০০টি ফুল-ব্লুমিং এআই ফিচার রয়েছে, যা এআই পিসির জগতে সাড়া জাগাবে বলে নির্মাতারা জানায়।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, বিশ্বের প্রথম এআই গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ সিরিজের সূচনা হয় অরোস মাস্টার ১৬ মডেলে, যা ইনটেল কোর আলট্রা ২০০এইচএক্স সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ পরিচালিত। সিরিজের ল্যাপটপে এআই কম্পিউটিং ও গেমিং পারফরম্যান্স দেবে।
নতুন অরোস গেমিং ল্যাপটপ সিরিজে রয়েছে ইনটেল কোর আলট্রা ৯ ২৭৫এইচএক্স প্রসেসর, যার মধ্যে ২৪টি কোর রয়েছে, আটটি পারফরম্যান্স কোর ও ১৬টি ইফিশিয়েন্সি কোর সক্রিয়। অন্যদিকে এতে ইন্টিগ্রেটেড এনপিইউ এআই ইঞ্জিন রয়েছে, যা আগের 
প্রজন্মের তুলনায় তিন গুণ এআই পারফরম্যান্স দেয়।
এনভিডিয়া ব্ল্যাকওয়েল পরিচালিত জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ গেমার ও ক্রিয়েটর নতুন অভিজ্ঞতা পাবে। এনভিডিয়া ডিএলএসএস ফোরের মাধ্যমে মানোন্নত পারফরম্যান্স, অবিশ্বাস্য গতিতে চিত্র তৈরি ও এনভিডিয়া স্টুডিওর মাধ্যমে সৃজনশীলতা উন্মুক্ত করা সম্ভব হয়েছে। গিগাবাইট তাদের নিজস্ব এআই সহায়ক জিম্যাট সিরিজের নতুন ল্যাপটপের সঙ্গে যুক্ত করেছে। 
জিম্যাট হলো স্মার্ট এআই সঙ্গী, যা সম্পূর্ণ ল্যাপটপ সেটিংস নিয়ন্ত্রণে সহায়তা করে; স্বজ্ঞাত ও পূর্বানুমানিক পরিষেবা দেয়। ফলে গ্রাহক সহজ ভাষায় যে কোনো কমান্ড দিতে পারেন। গিগাবাইটের এক্সক্লুসিভ উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স কুলিং প্রযুক্তি এবার অরোস মাস্টার সিরিজকে উন্নত করেছে। এটি ২৭০ ওয়াট পর্যন্ত তাপ নির্গমন করতে সক্ষম। নতুন ডিজাইনের ফ্রস্ট ফ্যান ব্যবহারে বেড়েছে কুলিং দক্ষতা। কুলিং প্রযুক্তি গেমারকে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে কাজ করে। অরোস মাস্টার ১৬ মডেলের ল্যাপটপে রয়েছে ২৪০ হার্টজের ওএলইডি ডিসপ্লে, যা গেমের আবহকে জীবন্ত করে। ডলবি অ্যাটমস ও এক্সক্লুসিভ প্রযুক্তি অডিও আবহকে নতুন মাত্রা দিয়েছে বলে নির্মাতারা জানায়।

সম্পর্কিত নিবন্ধ

  • পিছিয়ে যাওয়ার কারণ, উত্তরণের উপায় কী?
  • চ্যাম্পিয়নস লিগ জিতলে কত টাকা পাবে বার্সেলোনা কিংবা অন্যরা
  • আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার মিরাজ
  • ল্যাপটপে গেমিং ফিচার
  • ২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?
  • স্টেগেন নয়, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাসিকোতে খেলবেন শেজনি