বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের কয়েকটি ফ্ল্যাট ও জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁর ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলক্ষেতে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট এবং পল্লবীতে একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে নারায়ণগঞ্জে দুটি দলিলে কেনা প্রায় ছয় শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। শেখ আবদুল হান্নানের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আদালত সে আবেদন মঞ্জুর করেন।

এর আগে সোমবার শেখ আবদুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগম, তাঁদের ছেলে শেখ লাবিব হান্নান ও তাঁদের আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

দুদক আদালতকে বলেছে, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

শম্ভুর স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরন্দ্রে দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে থাকা সম্পদ ক্রোকের আদশে দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন।

দুদকের তথ্য অনুযায়ী, গুলশান ও বসুন্ধরায় শম্ভুর স্ত্রীর নামে থাকা ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে জমা আছে ২১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৫০১ টাকা।

আরও যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

আদালত আরও যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন তাঁরা হলেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ খ আবদ ল হ ন ন ন র

এছাড়াও পড়ুন:

কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত নিবন্ধ