বিমানবাহিনীর সাবেক প্রধান আবদুল হান্নানের সম্পদ ক্রোকের আদেশ
Published: 7th, May 2025 GMT
বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের কয়েকটি ফ্ল্যাট ও জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁর ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, রাজধানীর খিলক্ষেতে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট এবং পল্লবীতে একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে নারায়ণগঞ্জে দুটি দলিলে কেনা প্রায় ছয় শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। শেখ আবদুল হান্নানের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। আদালত সে আবেদন মঞ্জুর করেন।
এর আগে সোমবার শেখ আবদুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগম, তাঁদের ছেলে শেখ লাবিব হান্নান ও তাঁদের আত্মীয় সানজিদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
দুদক আদালতকে বলেছে, বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া, নিয়োগ–বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
শম্ভুর স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরন্দ্রে দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে থাকা সম্পদ ক্রোকের আদশে দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, গুলশান ও বসুন্ধরায় শম্ভুর স্ত্রীর নামে থাকা ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে জমা আছে ২১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ৫০১ টাকা।
আরও যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আদালত আরও যাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন তাঁরা হলেন রাজশাহীর তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ খ আবদ ল হ ন ন ন র
এছাড়াও পড়ুন:
ভারতের হামলা: ইসলামাবাদ ও পাঞ্জাবে সব স্কুল বন্ধ ঘোষণা
বিমান থেকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান।
বিবিসি লিখেছে, এর আগে বুধবার গভীর রাতে ভারত সরকার এক বিবৃতিতে জানায়, তারা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে মোট ৯টি স্থানে হামলা চালিয়েছে। এই হামলা ছিল গত মাসে পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাব।
হামলার পর ভারতের সামরিক বাহিনীর এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তার কয়েক মুহূর্ত পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ সেনাবাহিনী প্রসংশা করে এক্সে পোস্ট দেন।
আরো পড়ুন:
ভারতের ৫টি যুদ্ধবিমান ও ১টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
পাকিস্তানে হামলার পর যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে দিল্লি
পহেলগাম হামলার জন্য দিল্লি দায়ী করছে ইসলামাবাদকে; যদিও তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
গত কয়েক দিনে পাকিস্তান সেনাবাহিনী ও সরকার সাংবাদিকদের ভাওয়ালপুর ও মুজাফফরাবাদ-সংলগ্ন এলাকায় ঘুরিয়ে দেখিয়েছে, যেগুলো পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় হামলার লক্ষ্যবস্তু ছিল।
পাকিস্তান এই সফরের মাধ্যমে ভারতের দাবিকে খণ্ডন করতে চেয়েছিল, দেখাতে চেয়েছিল এগুলো জঙ্গি প্রশিক্ষণ শিবির নয়।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানান, হামলায় ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে দুজন শিশু রয়েছে।
ভারত এখনো পাকিস্তানের এই দাবি সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পাকিস্তান আরো দাবি করেছে, হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। অবশ্য, এই দাবির বিষয়ে ভারতও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভারতের হামলার জবাবে শিগগির প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিলেও পাকিস্তানের তরফে পাল্টা হামলার কোনো খবর পাওয়া যায়নি।
এই অবস্থায় ভারতজুড়ে আজ মঙ্গলবার (৭ মে) বেসামরিক পর্যায়ে যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া হওয়ার কথা রয়েছে।
ঢাকা/রাসেল