আশঙ্কাকে সত্যি করে দিয়ে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিদুঁর’ নামের এই সামরিক অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে ‘সন্ত্রাসবাদী-সংশ্লিষ্ট’ ৮টি স্থানে হামলা চালানো হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় সেনবাহিনী জানিয়েছে, তাদের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটি।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় বাহিনী জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

ভারতের হামলা: ইসলামাবাদ ও পাঞ্জাবে সব স্কুল বন্ধ ঘোষণা

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি ‘জঙ্গি আস্তানা’ গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর, ভীমবের, চাক আমরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে। মোট ৮টি জায়গায় ৯টি ‘জঙ্গি ঘাঁটি’ গুঁড়িয়ে দিয়েছে ভারত। 

যে ৯ লক্ষবস্তুতে হামলা চালিয়েছে ভারত

১.

বাহাওয়ালপুর: আন্তর্জাতিক সীমানা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি জইশ-ই-মোহাম্মদ সদর দপ্তর।

২. মুরিদকে: সাম্বার বিপরীত সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি লস্কর-ই-তৈয়বার ক্যাম্প।

৩. .গুলপুর: পুঞ্চ-রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা থেকে ৩৫ কিলোমিটার দূরে।

৪. সাওয়াইতে অবস্থিত লস্কর-ই-তৈয়বার ক্যাম্প: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৩০ কিলোমিটার ভেতরে তাংধর সেক্টরে।

৫. বিলাল ক্যাম্প: জৈশ-ই-মোহাম্মদের একটি লঞ্চপ্যাড।

৬. লস্কর-ই-তৈয়বার কোটলি ক্যাম্প: রাজৌরির বিপরীত নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫ কিলোমিটার দূরে ।

৭. বার্নালা ক্যাম্প: রাজৌরির বিপরীত নিয়ন্ত্রণ রেখা থেকে ১০ কিলোমিটার দূরে।

৮. ক্যাম্প সরজল: সাম্বা-কাঠুয়ার বিপরীতে আইবি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জইশ-ই-মোহাম্মদ ক্যাম্প।

৯. মেহমুনা ক্যাম্প: আইবি থেকে ১৫ কিমি দূরে, শিয়ালকোটের কাছে, এইচএম প্রশিক্ষণ ক্যাম্প।

এক বিবৃতিতে ভারত বলছে, “পহেলাগামে হামলার সমুচিত জবাব দেওয়া হয়েছে। সন্ত্রাসী স্থাপনায় হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।”

পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে ৮ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

হামলার জবাবে ভারতেও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তিনজন ভারতীয় নিহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ই ম হ ম মদ র ব পর ত অবস থ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)

চতুর্থ যুব ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ–আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।৪র্থ যুব ওয়ানডে

বাংলাদেশ–আফগানিস্তান
সকাল ৯টা, টি স্পোর্টস

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ

ইংল্যান্ড–হাইতি
সন্ধ্যা ৬–৩০ মি., ফিফা+ টিভি

ব্রাজিল–ইন্দোনেশিয়া
রাত ৯–৪৫ মি., ফিফা+ টিভি

জার্মান বুন্দেসলিগা

ব্রেমেন–ভলফসবুর্গ
রাত ১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লা লিগা

এলচে–রিয়াল সোসিয়েদাদ
রাত ২টা, রাজধানী টিভি ও বিগিন অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ