কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
Published: 7th, May 2025 GMT
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারের মাছবাজারের কাছের রেললাইনে এ ঘটনা ঘটে। লোকমান রাজধানীর বাড্ডা এলাকার একটি বেকারির কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ট্রেনের ধাক্কায় লোকমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আবদুল্লাহ নোমান নামের এক ব্যক্তি।
আবদুল্লাহ নোমান বলেন, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় লোকমান ছিটকে রাস্তায় পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.
শ্যালক তারেক পাটোয়ারি বলেন, লোকমান আজ মগবাজারে একটি কাজে এসেছিলেন বলে তিনি জেনেছেন। দুপুরের দিকে তিনি খবর পান, ট্রেনের ধাক্কায় লোকমান গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে জানতে পারেন, তিনি মারা গেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ন র ধ ক ক য় ল কম ন ম ড ক ল কল জ
এছাড়াও পড়ুন:
কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’