এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন
Published: 8th, May 2025 GMT
ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যেকোনো পর্যায়ের হকি বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
টুর্নামেন্টে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন আম্পায়ার। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে তাঁরাও হকির কোনো বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পাচ্ছেন। ভাগ্যবান সেই দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ই ইকরাম এক চিঠিতে বাংলাদেশের দুই আম্পায়ারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম লাকি আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করছেন ২০১২ থেকে। সুলতান আজলান শাহ, জার্মানিতে চার জাতি অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট, দুটি এশিয়ান গেমস, তিনটি এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে ৫০টির বেশি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা তাঁর।
তবে এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন ভেবে বেশি রোমাঞ্চিত সেলিম লাকি বলেছেন, ‘যেকোনো পর্যায়ের বিশ্বকাপের এই প্রথম বাঁশি বাজানোর ডাক পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। টুর্নামেন্টে আমাদের দলও প্রথমবার খেলবে। সবকিছু মিলিয়ে এই সুযোগ পাওয়া বাংলাদেশের হকির জন্য বেশ ইতিবাচক।’
হকির ব্যর্থতা খতিয়ে দেখতে এনএসসির কমিটি২০১৫ থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন শাহবাজ আহমেদ। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ স্তরের ম্যাচ করেছেন গত মার্চে ওমানে এফআইএইচ নেশেনস কাপ টুয়ে। গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ইনডোর বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ার ছিলেন।
টুর্নামেন্টে আম্পায়ার ছিলেন ১৬ জন। শাহবাজ ছিলেন ১৭তম। প্রয়োজন না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর যাওয়া হয়নি ক্রোয়েশিয়ায়। তবে এবার যুব বিশ্বকাপে ১৬ জন আম্পায়ারের তালিকায় আছেন শাহবাজ।
সেলিম লাকি ও শাহবাজ আহমেদকে হকি বিশ্বকাপে আম্পায়ারিং করতে দেখা যাবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প আম প য় র শ হব জ প রথম
এছাড়াও পড়ুন:
অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা
বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্য এ ঘটনার প্রথমবারের মতো ঘটল যে কোনো র্যাংকিংয়ে জায়গা পেল না অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ এ প্রথম তিনে জায়গা পায়নি এ দুই বিশ্ববিদ্যালয়।
এদিকে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম ও কেমব্রিজ তৃতীয় স্থানে রয়েছে।
গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) তালিকার শীর্ষেই আছে। এরপরে দ্বিতীয় স্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে ডারহাম বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫যুক্তরাজ্যর গণমাধ্যমে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চতুর্থ স্থানে আছে, যা গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান দুটিকেই সেরা তিনের বাইরে ঠেলে দিয়েছে। ৩২ বছর ধরে করা এই গুড ইউনিভার্সিটি গাউড প্রথমবার এমনটা হলো যে অক্সফোর্ড ও কেমব্রিজ প্রথম তিনে নেই।
গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিকস চতুর্থ স্থান প্রথম স্থানে চলে এসেছিল। গত বছর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়; যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।
পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়