এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন
Published: 8th, May 2025 GMT
ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যেকোনো পর্যায়ের হকি বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
টুর্নামেন্টে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন আম্পায়ার। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে তাঁরাও হকির কোনো বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পাচ্ছেন। ভাগ্যবান সেই দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ই ইকরাম এক চিঠিতে বাংলাদেশের দুই আম্পায়ারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম লাকি আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করছেন ২০১২ থেকে। সুলতান আজলান শাহ, জার্মানিতে চার জাতি অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট, দুটি এশিয়ান গেমস, তিনটি এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে ৫০টির বেশি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা তাঁর।
তবে এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন ভেবে বেশি রোমাঞ্চিত সেলিম লাকি বলেছেন, ‘যেকোনো পর্যায়ের বিশ্বকাপের এই প্রথম বাঁশি বাজানোর ডাক পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। টুর্নামেন্টে আমাদের দলও প্রথমবার খেলবে। সবকিছু মিলিয়ে এই সুযোগ পাওয়া বাংলাদেশের হকির জন্য বেশ ইতিবাচক।’
হকির ব্যর্থতা খতিয়ে দেখতে এনএসসির কমিটি২০১৫ থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন শাহবাজ আহমেদ। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ স্তরের ম্যাচ করেছেন গত মার্চে ওমানে এফআইএইচ নেশেনস কাপ টুয়ে। গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ইনডোর বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ার ছিলেন।
টুর্নামেন্টে আম্পায়ার ছিলেন ১৬ জন। শাহবাজ ছিলেন ১৭তম। প্রয়োজন না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর যাওয়া হয়নি ক্রোয়েশিয়ায়। তবে এবার যুব বিশ্বকাপে ১৬ জন আম্পায়ারের তালিকায় আছেন শাহবাজ।
সেলিম লাকি ও শাহবাজ আহমেদকে হকি বিশ্বকাপে আম্পায়ারিং করতে দেখা যাবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প আম প য় র শ হব জ প রথম
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নরা পাবেন ৬১ কোটি টাকা—প্রাইজমানিতে রেকর্ড গড়তে যাচ্ছে ইউএস ওপেন
২৪ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি ৮২ লাখা টাকা)। পুরুষ একক ও নারী একক—দুই বিভাগের চ্যাম্পিয়নই পাবেন এই পরিমাণের অর্থ।
ইউএস ওপেন কর্তৃপক্ষ বলছে, টেনিস ইতিহাসে এর আগে আর কোনো গ্র্যান্ড স্লামে এত বেশি অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। শুধু চ্যাম্পিয়ন নয়, প্রাইজমানি বেড়েছে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্যই।
এবারের ইউএস ওপেনে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার বা ৬ কোটি ৭৪ লাখ পাউন্ড। এটি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালে ইউএস ওপেনের মোট প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি মার্কিন ডলার।
মোট প্রাইজমানির তুলনায় বেশি বেড়েছে চ্যাম্পিয়নের প্রাইজমানি। গত বছর পুরুষ একক ও নারী এককের চ্যাম্পিয়ন পেয়েছিলেন ৩৬ লাখ মার্কিন ডলার বা ২৮ লাখ পাউন্ড।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ২০২৫ ইউএস ওপেন যুক্তরাজ্যের উইম্বলডনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি প্রাইজমানি দিতে চলেছে। এ বছর উইম্বলডনের মোট পুরস্কার ছিল ৫.৩৫ কোটি পাউন্ড আর চ্যাম্পিয়নরা পেয়েছিলেন ৩০ লাখ পাউন্ড করে; যা ইউএস ওপেনে হতে যাচ্ছে ৩৭ লাখ পাউন্ড।
আরও পড়ুনটেনিসের স্কোরিং রহস্য: কেন ১৫, ৩০, ৪০... আর ‘লাভ’ মানে ‘শূন্য’৩১ জুলাই ২০২৫চ্যাম্পিয়নের পাশাপাশি আগের তুলনায় বেশি অর্থ পাবেন বিভিন্ন রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া খেলোয়াড়েরাও। যেমন ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া খেলোয়াড়েরা পাবেন ১ লাখ ১০ হাজার ডলার, যা গতবারের চেয়ে ১০ শতাংশ বেশি। আবার পুরুষ ও নারী দ্বৈতের পুরস্কার ২৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৭.৮০ লাখ মার্কিন ডলার।
২০২৫ ইউএস ওপেনের প্রাইজমানি (মার্কিন ডলারে)ইউএস ওপেন কর্তৃপক্ষ প্রাইজমানি ঘোষণার বিবৃতিতে জানিয়েছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো’ পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে বিজয়ী দলগুলো ১০ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পাবে।
২৪ আগস্ট শুরু হয়ে এবারের ইউএস ওপেন শেষ হবে ৭ সেপ্টেম্বর।
আরও পড়ুনপ্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা১১ জুলাই ২০২৫