সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আওয়ামী লীগের নেতাদের ‘সেফ এক্সিট’ (নিরাপদে দেশ ছাড়ার সুযোগ) দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করার দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। পরে রাত ১০টার দিকে একই জায়গায় সমাবেশ করে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব রেজওয়ান আহমেদ বলেন, ‘বিএনপি বলছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা–কর্মীরা বিএনপিতে যোগ দিতে পারবেন। বিএনপি–জামায়াত নির্বাচনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কী পদক্ষেপ গ্রহণ করবে, সেটা নিয়ে আমরা সন্দিহান।’

রেজওয়ান আহমেদ বলেন, ‘যেসব উপদেষ্টা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান করছেন, আওয়ামী লীগের দোসরদের সেফ এক্সিট দিচ্ছেন; আমরা আহ্বান করব, আপনারা পদত্যাগ করুন। নাহয় দেশের শিক্ষার্থীরা আপনাদের পদ থেকে টেনে নামাবে।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের আরেক নেতা হাবিবুর রহমান বলেন, দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে গড়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল খুনি (আওয়ামী) লীগের বিচার করা। কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সংস্কার হলো খুনি লীগারদের পুনর্বাসন।

পরে জুলাই ঐক্য প্ল্যাটফর্মের সমাবেশে সরকারের উদ্দেশে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি আবদুল্লাহ আল জাবের বলেন, কারা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে সেফ এক্সিট দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করুন। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কতটুকু অগ্রসর হয়েছেন, সেটা জানান।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অনেককে আসামি করা হয়।

আরও পড়ুনআবদুল হামিদের দেশত্যাগ: এসপি প্রত্যাহার, আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব ক র ষ ট রপত আবদ ল হ ম দ স ফ এক স ট সরক র র

এছাড়াও পড়ুন:

কৌতূহলবশত ট্রাভেল ব্যাগটি খুলতেই বেরিয়ে এল খণ্ডিত মরদেহ

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্টেশন রোডের একটি বিরিয়ানির দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড এলাকায় আজ সকালে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কৌতূহলবশত কয়েক ব্যক্তি সেটি খুলে দেখেন, সেখানে খণ্ডিত মরদেহ। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ সকাল ৯টার দিকে এটি উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বেশ কয়েকটি টুকরা করে ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ওসি আরও বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পর্কিত নিবন্ধ