নিশাত প্রিয়ম। অভিনেত্রী ও মডেল। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এতে অভিনয়ের অভিজ্ঞতা, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে এই অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন বুলবুল ফাহিম

প্রথমেই ‘ফ্যাঁকড়া’ নিয়ে জানতে চাই 
এই সিরিজের গল্পটা দুর্দান্ত। সিরিজটি নিয়ে শুরু থেকে এক্সাইটেড ছিলাম। ফাইনালি সিরিজটি মুক্তি পেল। আমার মনে হয়, যারা সিরিজটি দেখবেন, সবার ভালো লাগবে।

এই সিরিজে দর্শক আপনাকে কীভাবে পাচ্ছেন?
এই সিরিজে আমার চরিত্রের নাম অ্যানি। সে একজন সন্দেহপ্রবণ নারী। স্বামীর কোনো বিষয়ই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এ ধরনের সন্দেহপ্রবণ নারী চরিত্রে এই প্রথম অভিনয়। সে কারণে চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।  

গল্পে এমন আর কী আছে, যা দর্শক মনোযোগ ধরে রাখবে?
আমি তো এখন পর্যন্ত অনেক ওয়েব সিরিজে কাজ করেছি কিন্তু ‘ফ্যাঁকড়া’ আমার কাছে বিশেষ। কারণ, এই সিরিজে অনেক অ্যালিমেন্ট আছে। একে শুধু থ্রিলার বলা যাবে না। এখানে আছে মানবিকতা, ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ এবং অপরাধ জগতের অনেক বিষয়।

‘অদৃশ্য’ সিরিজের অনেক পরে ‘ফ্যাঁকড়া’য় কাজ করলেন। অনেকের তুলনায় কম.

.. 
আমার সর্বশেষ সিরিজ হলো ‘অদৃশ্য’। সেটি মুক্তি পেয়েছে ২০১৩ সালে। মাঝে কিছুটা গ্যাপ। আমি মূলত গল্পপ্রধান কাজ বেশি করি। সেটি টিভি, ইউটিউব কিংবা ওটিটি প্ল্যাটফর্ম হোক। ফলে আমার কাজের সংখ্যা কম। সংখ্যা আমার কাছে কোনো বিষয় নয়। আমি চাই ভালো কাজ। সেটি করে যাওয়ার চেষ্টা করছি।

ভিউর জন্য অনেকে অস্থির। ভিউ বিষয়টা আপনি কীভাবে দেখেন?
অবশ্যই ভিউর দরকার আছে। তবে সস্তা বিষয় নিয়ে ভিউর পেছনে দৌড়ানোর মানুষ আমি নই। আমি চাই ভালো কাজ করতে, যেটি মানুষের সুস্থ বিনোদনের খোরাক হবে। আমার বিশ্বাস, ভালো কনটেন্ট হলে সেটির ভিউ আপনাআপনি হয়ে যাবে। সুতরাং বাজে কিছু দিয়ে ভিউর পেছনে ছুটতে চাই না।

অভিনয়শিল্পীদের মধ্যে মাঝেমধ্যেই সিন্ডিকেট নিয়ে প্রশ্ন তোলা হয়....
সিন্ডিকেট তো আছেই। এ ক্ষেত্রে এটি সিন্ডিকেট, অন্যদিকে একটি টিমের সঙ্গে কাজ করতে করতে তারা হয়তো বন্ধু হয়ে গেল। তারা হয়তো ব্যাক টু ব্যাক একসঙ্গে কাজ করছে। সেই জায়গা থেকে এটি নিয়ে অনেকে কথা তোলেন। সেই জায়গা থেকে অনেক শিল্পী কাজ কম পাচ্ছে। এটি একদিক থেকে ভালো না। আবার যারা টিম হয়ে ভালো কাজ করছে, সেদিকটা ভালো। যেহেতু আমার কাজের পরিমাণ কম, তাই এ বিষয়টি আমি ফেসও কম করি। 

‌‘সিটি লাইফ’ নাটকের কাজ কি শেষ?
না। এটি আমার খুব পছন্দের এক কাজ। এটি এখনও করে যাচ্ছি। প্রায় দেড় বছর হয়ে গেল। এই সিরিয়াল থেকে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি।

সিনেমায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন?
সব অভিনয়শিল্পীরই সিনেমায় অভিনয়ের স্বপ্ন থাকে। আমারও আছে। আমি এ পর্যন্ত অনেক সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। এমন কোনো গল্প এখনও পাইনি, যে গল্পটা পড়ে মনে হয়েছে আমি এ সিনেমাটি করতে চাই। গল্প পছন্দ হলে অবশ্যই বড়পর্দায় কাজ করব। সে অপেক্ষায় আছি।

নতুন কোনো ওয়েব সিরিজ বা নাটকে দেখা যাবে কী? 
আমার কাছে তো ঈদের গিফট ‘ফ্যাঁকড়া’। এ ছাড়া অল্পকিছু কাজ হাতে রয়েছে। সেগুলোর শুটিংও শুরু করেছি।

উৎস: Samakal

কীওয়ার্ড: এই স র জ ক জ কর আম র ক চর ত র

এছাড়াও পড়ুন:

নির্দিষ্ট সময়ে ভোট হবে: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময়ে ভোট হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণই হবেন এ দেশের প্রকৃত ক্ষমতার মালিক।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথা মোড়ে আমদানি-রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

এ্যানিকে ক্ষমা চাওয়ার দাবি, ধৃষ্টতা বলছে যুবদল-ছাত্রদল

বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক

ডা. জাহিদ হোসেন বলেন, “গত দেড় যুগ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে ক্ষমতায় টিকে ছিল।”

তিনি বলেন, “বিগত সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। জনগণের জাগরণের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ স্থানীয় সাংবাদিকরা।

আরো উপস্থিত ছিলেন- হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ