গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে রাজধানীর মিন্টো রোডে সমাবেশে শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ হব গ অবর ধ
এছাড়াও পড়ুন:
সীমান্তে এপ্রিলে ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি
ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত অভিযোগে সীমান্তে গত এপ্রিল মাসে ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বেশ কিছু অস্ত্র, ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪০০ জনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিজিবি ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, থ্রি–পিস, শার্ট পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, থান কাপড়, কসমেটিক সামগ্রী, হীরার নাকফুল, ইমিটেশনসামগ্রী, আতশবাজি, কাঠ, চা–পাতা, সুপারি, চিনি, সার, কয়লা, সুতা–কারেন্ট জাল, মুঠোফোন, চশমা, বিভিন্ন প্রকার ফল, ভোজ্যতেল ও পেঁয়াজ।
জব্দ করা চোরাচালানের তালিকায় আরও রয়েছে রসুন, জিরা, শুঁটকি মাছ, চিংড়ি মাছের পোনা, কফি, চকলেট, গরু-মহিষ, কষ্টিপাথরের মূর্তি, ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপ, ছয়টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, একটি ট্রলি, নৌকা, ২৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক, ৫০টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এপ্রিল মাসে বিজিবির জব্দ করা মাদক ও নেশাজাতীয় মাদকদ্রব্যের তালিকায় ইয়াবা, হেরোইন, কোকেন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা, বিড়ি, সিগারেট, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন ছিল।
এ ছাড়া বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি গাদাবন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রলবোমা জব্দ করেছে। পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৪৬৪ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।