মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এরপরই আলাদাভাবে দুই দেশ অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এ কথা জানান তিনি।

ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপস করেনি।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে ভারতের অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। 

তিনি বলেন, স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।’, উল্লেখ করেন তিনি।

দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি। সূত্র: আল-জাজিরা ও বিবিসি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিএসইতে রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি প্ল্যাটফর্ম) সোমবার (১৫ ডিসেম্বর) রেনাটা পিএলসির প্রেফারেন্স শেয়ারের লেনদেন শুরু হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

স্টার অ্যাডহেসিভের রেকর্ড তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

বাংলাদেশের পুঁজিবাজারে নতুন দিগন্ত উন্মোচন করে ডিএসইতে প্রথমবারের মতো প্রেফারেন্স শেয়ারের সেকেন্ডারি বাজারে লেনদেন শুরু হয়েছে, যা মূল ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত নয়, এমন সিকিউরিটিজগুলোর লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয়েছে। দেশের বিনিয়োগের উপকরণে বৈচিত্র্য আনতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কোম্পানিটির প্রেফারেন্স শেয়ারটির ট্রেডিং কোড ‘RENATAPS’ এবং ডিএসই কোম্পানি কোড নং-৪৭০০১। এটির ইস্যু প্রাইসের ওপর সার্কিট ব্রেকার ৫ শতাংশ।

৬ বছর মেয়াদি শেয়ারটির ইস্যু দর ১ হাজার ৯০০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। শেয়ারটিতে বিনিয়োগের পরিমাণের ওপর লভ্যাংশের হার ১৫ শতাংশ।

রেনেটার প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট হলো— নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও ফুল্লি কনভার্টেবল। শেয়ারগুলো ইক্যুইটিতে রূপান্তরের প্রক্রিয়া তৃতীয় বছর থেকে শুরু হবে এবং পরবর্তী চার বছরে বার্ষিক ২৫ শতাংশ করে রূপান্তরিত হবে।

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) ২০২৩ সালের ৪ জানুয়ারি চালু করা হয়েছিল। এটি প্রচলিত ইক্যুইটি বাজারের বাইরে বিস্তৃত আর্থিক উপকরণ লেনদেনের জন্য একটি স্বয়ংক্রিয়, দক্ষ এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটিবি ইক্যুইটি সিকিউরিটিজ, ডেট ইনস্ট্রুমেন্টস, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড এবং বিকল্প বিনিয়োগ তহবিল তালিকাভুক্ত ও লেনদেনের সুযোগ দেয়, যা ইস্যুকারী এবং বিনিয়োগকারী উভয়ের জন্যই অধিক নমনীয়তা নিয়ে আসে। সেকেন্ডারি বাজারে প্রেফারেন্স শেয়ারের অন্তর্ভুক্তি এই প্ল্যাটফর্মের পরিধি আরো বাড়ালো এবং বাজারকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ