মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এরপরই আলাদাভাবে দুই দেশ অস্ত্রবিরতিতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে এ কথা জানান তিনি।

ইসহাক দার বলেন, পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপস করেনি।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে ভারতের অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানান দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। 

তিনি বলেন, স্থানীয় সময় শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।

‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।’, উল্লেখ করেন তিনি।

দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি। সূত্র: আল-জাজিরা ও বিবিসি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে কনকনে শীতের দাপট 

গত এক সপ্তাহ ধরে কনকনে শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন, বাড়ছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়ছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তিনি জানান, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ।

তিনি আরো জানান, দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা তেতুলিয়া (পঞ্চগড়) ৯.৩, রংপুর ১৪.২, সৈয়দপুর ১৩.৬, ডিমলা (নীলফামারী) ১২.০, বগুড়া ১৪.৪, ঈশ্বরদী (পাবনা) ১২.৫, রাজশাহী ১২.২, রাজারহাট (কুড়িগ্রাম) ১২.৮, বদলগাছি (নওগাঁ) ১১.৯, যশোর ১২.২, চুয়াডাঙ্গা ১২.৭ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ