অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
এর আগে গত শুক্রবার, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনে অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দলগুলোর বিচার সম্পন্ন করার বিধান অন্তর্ভুক্ত করা লক্ষ্যে আইনটি সংশোধন পরিকল্পনার কথা জানিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে শহরে মানববন্ধন
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক শিল্পী রফিউর রাব্বি, সংগঠনের সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহজালাল, সাংস্কৃতিক সংগঠন উন্মেষের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, ছড়াকার আহমেদ বাবলু, বাসদের সংগঠক প্রদীপ সরকার ও সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।
রফিউর রাব্বি বলেন, সরকার এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ক্রমান্বয়ে জিম্মি হয়ে পড়ছে। তওহিদি জনতার নাম নিয়ে এ গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও মানবতা বিরোধী তৎপরতায় লিপ্ত থাকলেও সরকারের নির্লিপ্ততায় আজ দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভিন্নমতকে দমনের যে উগ্রবাদী পথে ধাবিত হচ্ছে তাতে সাধারণ জনগণ আতঙ্ক বোধ করছে। সংবিধান রাষ্ট্রের সকল মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিতের কথা বললেও সরকারের দ্বারা তা বার বার লঙ্ঘিত হচ্ছে।
বৈষম্যের বিরুদ্ধে সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিতের আকাক্সক্ষা নিয়ে ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন আজকে ধূলিস্যাৎ হতে চলেছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার পূর্বের ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
তিনি বলেন, ভিন্ন মতকে দমনের এ হেন অপতৎপরতা নির্বাসিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে। সমাবেশ সকল বক্তা দ্রুত আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।