অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে। শনিবার বিকেলে যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
এর আগে গত শুক্রবার, অন্তর্বর্তী সরকার আইসিটি আইনে অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দলগুলোর বিচার সম্পন্ন করার বিধান অন্তর্ভুক্ত করা লক্ষ্যে আইনটি সংশোধন পরিকল্পনার কথা জানিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে করে ৭ উইকেটে ১৭২ রান। ওই রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ভুগেছে অস্ট্রেলিয়া। তবে গ্লেন ম্যাক্সওয়েল তাদের লড়াইয়েও রেখেছিল।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। পেসার কোরবিন বোস ১৯তম ওভারে কোনো রান তো দেন-ই নি উল্টো আদায় করে নেন ২ উইকেট। ২ রান যোগ হয় লেগবাই থেকে। ক্রিজের অপরপ্রান্তে সব চেয়ে চেয়ে দেখেছেন ম্যাক্সওয়েল। তখন তার রান ৩১ বলে ৫২।
শেষ ওভারে বোলিংয়ে লুঙ্গি এনগিডি। ৬ বলে প্রয়োজন ১০ রান। প্রবল চাপে থাকা ম্যাক্সওয়েল নিজের স্নায়ু স্থির রাখলেন। হিসেবে কষে খেললেন এনগিডির বল। তাতে সফলও হলেন। প্রথম বল ডিপ মিড উইকেটে পাঠিয়ে নেন ২ রান। পরের বল কাভার সুইপার দিয়ে চার। তৃতীয় ও চতুর্থ বল ডট। সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নেননি।
নিজের উপর বিশ্বাস রেখেছিলেন। ১টি বাউন্ডারি হলেও হয়ে যাবে। পঞ্চম বলে তেমন কিছুই হলো। এনগিডির ফুলটস বল রিভার্স সুইপ করে ৪ রান পেয়ে যান ম্যাক্সওয়েল। যে ম্যাচটা অস্ট্রেলিয়ায় হারের শঙ্কায় ভুগছিল সেই ম্যাচটা তারা জিতে যায় ১ বল আগে, ২ উইকেট হাতে রেখে।
জয়ের নায়ক ম্যাক্সওয়েল ৩৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। এই জয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের হয়ে ইনিংসের শুরুটা ভালো করেছিলেন মিচেল মার্শ। ৩৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৪ রান করেন মার্শ। কিন্তু তার ফেরার পর ইনিংসের মধ্যভাগে কেউ হাল ধরতে পারেননি। শেষ দিকে বাকিদের ব্যর্থতা আড়াল করে দেন ম্যাক্সওয়েল।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেয়াল্ড ব্রেভিস। ২৬ বলে ১ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান ব্রেভিস। ৩৮ রান করেন রাইসি ভন ডার ডুসেন। ট্রিটাস স্টাবস ২৫ ও ২৪ রান করেন ড্রি প্রিটোরিয়াস।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
ম্যাচ সেরা হন ম্যাক্সওয়েল। সিরিজ সেরা টিম ডেভিড।
ঢাকা/ইয়াসিন