সীমান্ত উত্তপ্ত, ওয়ামিকার সিনেমা নামল ওটিটিতে
Published: 12th, May 2025 GMT
ওটিটিতেই জনপ্রিয়তা পেয়েছেন ওয়ামিকা গাব্বি। ওয়েব সিরিজ ও স্ট্রিমিংভিত্তিক কনটেন্টে তাঁর অভিনয় প্রশংসিত হলেও, বড় পর্দার প্রতি তাঁর টান বরাবরের। তাই ‘বেবি জন’–এর পর আবার বড় পর্দায় ফিরে দর্শকদের সামনে হাজির হতে চলেছিলেন ‘ভুল চুক মাফ’ ছবিতে। রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন এই রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে। ছবিটির মুক্তি নির্ধারিত ছিল ৯ মে, কিন্তু ভারতের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ভারত–পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কারণে, শেষ মুহূর্তে থিয়েটার মুক্তি বাতিল করে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ভুল চুক মাফ’। ছবির প্রযোজক দীনেশ ভিজান ৮ মে এক বিবৃতিতে জানান, ‘জাতীয় নিরাপত্তা ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে আমরা থিয়েটার মুক্তি থেকে সরে এসেছি। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো—ছবিটি নিরাপদে ও সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছাক।’
ওটিটি মুক্তি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় ওয়ামিকা বলেন, ‘দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্মাতারা এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সম্পূর্ণ সমর্থন করি। অবশ্যই থিয়েটারে মুক্তি পাওয়া একটা বড় উপলক্ষ হতো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের কাছে পৌঁছানো। আমি বিশ্বাস করি, ওটিটির মাধ্যমে এই ছবি আরও অনেকের কাছে পৌঁছাবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-মা গ্রেপ্তার
কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলছাত্রী নিজ কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে আপন বাবা ও মার বিরুদ্ধে। সন্তানকে হত্যার অভিযোগে বাবা জাহিদুর ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মার্চ) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে করে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেপ্তার জাহিদুল সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের কন্যা।
আরো পড়ুন:
জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কিনতে এসে টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন: ডিবি
পুলিশ জানায়, জাহিদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরদের ফাঁসানোর উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা করে গত শনিবার (১০ মে) গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুনকে (১৫) রড ও দা দিয়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে এবং নিজের খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানার একটি টিম হত্যার বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করেছে বাবা-মা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার বজলার রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কুড়িগ্রাম থানার ওসি মো. হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র চার ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন করে। এরপর নিহতের বাবা জাহিদুল ইসলাম (৪৫), মা মোর্শেদা বেগম (৩৮) ও চাচি শাহিনুর বেগম (৪৫)কে গ্রেপ্তার করে।
আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা/বাদশাহ/বকুল