যেকোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন, কর্মঘণ্টা ও সুযোগ-সুবিধার কথা বলা হয়। সে অনুযায়ী চাকরিপ্রার্থী আবেদন করেন। তবে চাকরিপ্রার্থীদের জন্য ‘বিনা মূল্যে শৌচাগার ব্যবহার’ ও ‘বিনা মূল্যে লিফট ব্যবহার’–এর সুবিধা দেওয়ার কথা সাধারণত বলা হয় না। সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিতে এ সুবিধার কথা উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘অতিরিক্ত কাজের সময় বিদ্যুৎ বিল মওকুফ’–সুবিধাকে কর্মচারীর প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রথম প্রকাশ্যে আসে গত ২৯ এপ্রিল। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওয়ার্কপ্লেস স্লাকারস’ নামে একটি অ্যাকাউন্ট থেকে চাকরির বিজ্ঞাপন নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই অ্যাকাউন্টের প্রায় ৪৪ লাখ অনুসারী আছেন।

পোস্টটিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের নাম কিংবা নির্দিষ্ট পদ উল্লেখ করা হয়নি। তবে কাজের কিছু মৌলিক তথ্য দেওয়া হয়েছিল। এতে বলা হয়, প্রার্থীকে ফরমাশ প্রক্রিয়াকরণের কাজ করতে হবে। এ জন্য প্রার্থীকে বিস্তারিত কাজে পারদর্শী, অভিজ্ঞ এবং স্প্রেডশিট ব্যবহারের জন্য এক্সেলে দক্ষ হতে হবে।

কর্মঘণ্টা প্রতিদিন আট ঘণ্টা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম পালা এবং বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় পালা। দুই পালাতেই এক ঘণ্টার বিরতির কথা উল্লেখ করা হয় বিজ্ঞাপনে। শিক্ষানবিশ সময়ে প্রতি মাসে বেতন ৪ হাজার ইউয়ান (৫৫০ ডলার)। মাসে চার দিন সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিনে অফিস করলে দ্বিগুণ অর্থ।

তবে বিনা মূল্যে শৌচাগার ও লিফট ব্যবহারের সুযোগ এবং অতিরিক্ত দায়িত্ব পালনের সময় বিদ্যুৎ বিল মওকুফের বিষয়টি ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিজ্ঞাপনটি অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা উসকে দিয়েছে। একজন মন্তব্য করেছেন, ‘চাকরির এই তথাকথিত সুবিধাগুলো কি কোনো মানদণ্ড হওয়ার কথা! এগুলোকে আবার প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী আরেকজন প্রশ্ন করেছেন, ‘এই কোম্পানি কি নিজেকে ঈশ্বর বা কোনো ধরনের ত্রাণকর্তা ভাবে?’ আরেকজন লিখেছেন, ‘আরও কয়েকটা চাকরির বিজ্ঞাপন ঘেঁটে দেখলেই এমন অদ্ভুত কোম্পানির দেখা মিলবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র চ কর র

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ