এবারের আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলছেন ১৬ জন। এর মধ্যে অধিকাংশকেই ১৭ মে থেকে ফের শুরু হতে যাওয়া আইপিএলে দেখা যাবে না। ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এজন্য অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। এ ছাড়া দ্বিপক্ষীয় সিরিজের কারণে ইংল্যান্ড ও উইন্ডিজের ক্রিকেটারদেরও দেখতে পাওয়ার সম্ভাবনা কম। এ চার দেশের ক্রিকেটার যেসব ফ্র্যাঞ্চাইজিতে আছেন, তারা এবার বিপদে পড়তে যাচ্ছে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচের মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। বিদেশি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে যাচ্ছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অসি পেসার যশ হ্যাজেলউড ও দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদিকে পাচ্ছে না তারা। ক্যারিবীয় পেস অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংলিশ ব্যাটার টম বেথেলকে পাবে না তারা। পাঞ্জাব নাও পেতে পারে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনকে।
মুম্বাইয়ের দুই প্রোটিয়া ক্রিকেটার রায়ান রিকেলটন ও করবিন বশের আসার সম্ভাবনা কম। ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকও আসবেন না। গুজরাটের চার মূল বিদেশি হলেন ইংল্যান্ডের জস বাটলার, উইন্ডিজের শেফরানে রাদারফোর্ড, দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ও জেরাল্ড কোয়েতজে। তাদের মধ্যে বাটলার ও কোয়েতজি আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের আসার সম্ভাবনা কম। রাজস্থানে জোফরা আর্চারের আসার সম্ভাবনাও কম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গুগল মেসেজেসে সংবেদনশীল ছবি ব্লার করার সুবিধা সবার জন্য চালু
গুগল মেসেজেসে এখন সবার জন্য চালু হলো সংবেদনশীল আধেয় বা কনটেন্ট শনাক্ত ও সতর্কবার্তা প্রদানের সুবিধা। গত বছরের অক্টোবরে ফিচারটির ঘোষণা দিয়েছিল গুগল। চলতি বছরের এপ্রিলে মেসেজেসের পরীক্ষামূলক সংস্করণের কিছু ব্যবহারকারী প্রথম এ সুবিধা পান। অবশেষে ঘোষণার প্রায় ১০ মাস পর অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হলো।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ গুগলের তথ্যমতে, ‘সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ বা সংবেদনশীল কনটেন্ট সতর্কবার্তা চালু করলে নগ্নতা রয়েছে, এমন ছবি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যাবে। চাইলে ছবিটি না খুলেই মুছে ফেলা যাবে। এ ধরনের ছবি পাঠানো প্রেরককে ব্লক করার অপশনও থাকবে। তবে ছবি দেখতে হলে ‘নেক্সট’ চাপ দিয়ে অনুমতি দিতে হবে।
গুগল জানিয়েছে, ফিচারটির সব প্রক্রিয়াই ব্যবহারকারীর যন্ত্রে সম্পন্ন হয়। ফলে কোনো সংবেদনশীল ছবি গুগলের সার্ভারে সংরক্ষিত বা আপলোড হবে না। কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে এটি বন্ধ করার সুযোগ থাকবে না। তবে অভিভাবকেরা ‘ফ্যামিলি লিংক’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টে ফিচারটি ঐচ্ছিক ও ডিফল্টভাবে বন্ধ থাকবে।
সুবিধাটি ব্যবহার করতে চাইলে গুগল মেসেজেস অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেকশন অ্যান্ড সেফটি’তে গিয়ে ‘ম্যানেজ সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘সেফটিকোর’ অ্যাপ ডাউনলোড করতে হতে পারে।
ফিচারটি চালু থাকলে শুধু ছবি দেখার সময় নয়, কোনো সংবেদনশীল ছবি পাঠানো বা ফরোয়ার্ড করার আগেও সতর্কবার্তা দেখা যাবে। সতর্কবার্তায় ডান দিকে সোয়াইপ করে অনুমোদন দিতে হবে। এতে অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল ছবি শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এই সতর্কবার্তা কেবল স্থির ছবির ক্ষেত্রে কার্যকর। জিআইএফ বা ভিডিও ফাইলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়।
সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ