এবারের আইপিএলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলছেন ১৬ জন। এর মধ্যে অধিকাংশকেই ১৭ মে থেকে ফের শুরু হতে যাওয়া আইপিএলে দেখা যাবে না। ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এজন্য অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। এ ছাড়া দ্বিপক্ষীয় সিরিজের কারণে ইংল্যান্ড ও উইন্ডিজের ক্রিকেটারদেরও দেখতে পাওয়ার সম্ভাবনা কম। এ চার দেশের ক্রিকেটার যেসব ফ্র্যাঞ্চাইজিতে আছেন, তারা এবার বিপদে পড়তে যাচ্ছে। 

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচের মাঝপথে বন্ধ হয়ে যায় আইপিএল। বিদেশি নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে যাচ্ছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অসি পেসার যশ হ্যাজেলউড ও দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদিকে পাচ্ছে না তারা। ক্যারিবীয় পেস অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও ইংলিশ ব্যাটার টম বেথেলকে পাবে না তারা। পাঞ্জাব নাও পেতে পারে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনকে। 

মুম্বাইয়ের দুই প্রোটিয়া ক্রিকেটার রায়ান রিকেলটন ও করবিন বশের আসার সম্ভাবনা কম। ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকও আসবেন না। গুজরাটের চার মূল বিদেশি হলেন ইংল্যান্ডের জস বাটলার, উইন্ডিজের শেফরানে রাদারফোর্ড, দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ও জেরাল্ড কোয়েতজে। তাদের মধ্যে বাটলার ও কোয়েতজি আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ট্রাভিস হেডের আসার সম্ভাবনা কম।  রাজস্থানে জোফরা আর্চারের আসার সম্ভাবনাও কম।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেকনাফে পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার, আটক ২ 

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের কবল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় আটক করা হয় দুইজনকে। 

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

আরো পড়ুন: টেকনাফে যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও আটজন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

আরো পড়ুন: টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ উদ্ধার ৮

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের এবং আটককৃত পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ