রাজশাহী কলেজে ক্লসে ঢুকে ছাত্রীদের উত্যক্তের অভিযোগে আটক ১
Published: 17th, May 2025 GMT
রাজশাহী কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস চলাকালে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ওই যুবকের নাম শ্রী কৃষ্ণ কুমার ঘোষ। তার বাবার নাম শ্রী শঙ্খ কুমার ঘোষ।
শনিবার (১৭ মে) দুপুর ২টায় রাজশাহী কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাকে আটক করে রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরো পড়ুন:
স্যারের চেম্বারে পড়া বুঝতে গিয়েছিলাম, দাবি সেই ছাত্রীর
চেম্বারে ছাত্রীর সঙ্গে শিক্ষক: স্থায়ী বহিষ্কার দাবিতে রাবিতে বিক্ষোভ
শিক্ষার্থীরা জানান, ক্লাসে শুরু থেকেই কৃষ্ণ কুমারের পোশাক দেখেএবং তার কাছে কোনো বইখাতা না থাকায় সন্দেহজনক মনে হয়। ক্লাসে ঢুকে তিনি মেয়েদের বিভিন্নভাবে পরিচয় জিজ্ঞেস করে। পরে নাম প্রেজেন্টর সময় কয়েকজন ছাত্রী ছেলে সহপাঠিদের কাছে তার পরিচয় জিজ্ঞেস করেন।
ক্লাসের ছাত্ররা তাকে চিনতে না পেরে তার রোল জিজ্ঞেস করেন। তিনি প্রথমবার ৮৪ পরে ১৮৪ রোল বলেন। কিন্তু ওই সময় ১৮৪ রোলধারী শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন।
ক্লাস শেষে সবাই বাইরে গেলে কয়েকজন শিক্ষার্থী লক্ষ্য করেন, তিনি উপযাচক হয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলছেন। তবে ছাত্রীদের কাছে তার পরিচয় জিজ্ঞেস করলে তারা তাকে চেনেন না বলে জানান। এছাড়াও বিভাগের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি।
একপর্যায়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে কৃষ্ণ কুমার জানান, তিনি কলেজে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় আসতেন। একেকদিন একেক বিভাগে ক্লাস করতেন। পরে বাংলা বিভাগের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের একজন শিক্ষার্থী বলেন, “তার বিরুদ্ধে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। আমার এক বান্ধবী মনোবিজ্ঞান বিভাগে পড়েন। তাকেও নাকি ওই যুবক একদিন ক্যাম্পাসে উত্ত্যক্ত করেছে।”
খবর পেয়ে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের খালাতো ভাই। এছাড়াও তার ফোনের কললিস্ট যাচাই করে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে রকি কুমার ঘোষের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করতেন।
মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, “আটক যুবক কৃষ্ণ কুমার কলেজে ঘুরতে এসেছিল। এছাড়াও সে নাকি রাজশাহী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা রকি কুমার ঘোষের দুঃসম্পর্কের আত্মীয়।”
তিনি বলেন, “কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং এর মামলা দায়ের করেছে। তাকে আদালতে চালান করা হবে।”
ঢাকা/ফারজানা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ জ ঞ স কর
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন স্বামী তাইফুল ইসলাম। আনন্দ প্রকাশ করে ছেলে মিনহাজ শেখকে (১০) সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বাটিকামারী গ্রামের তাইফুল ইসলাম এক যুগ আগে ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সঙ্গে সংসার শুরু করেন। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে। অবশেষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি তার ছেলে মিনহাজ শেখকে সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।
তাইফুল ইসলাম দাবি করেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা বাবা-ছেলে দুধ দিয়ে গোসল করেছেন।
আরো পড়ুন:
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবিতে নানা আয়োজন
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মতে, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় কৌতূহলের জন্ম দিয়েছে।
ঢাকা/বাদল/মেহেদী