৮৫ ভরি স্বর্ণালংকারসহ একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪)।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে নিউমার্কেট এলাকার এক নারী প্রতারণার শিকার হন। তিনি ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামের একটি গ্রুপে একটি পোস্ট দেখে ‘তদবীর রুকাইয়া’ নামে একটি আইডির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁকে আরেকটি ফেসবুক আইডির লিংক পাঠানো হয়। সেখানে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর সন্তান না হওয়ার সমস্যার সমাধান করা সম্ভব।

১৮ জানুয়ারি বিকাশের মাধ্যমে ৬ হাজার ১০০ টাকা পাঠাতে বলা হয়। পরে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র পাঠাতে বলা হয় ঝাড়ফুঁকের কথা বলে। সরল বিশ্বাসে ওই নারী ২৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান। এরপর প্রতারক চক্র তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় পরে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে সাভারের একটি বাসা থেকে আসিফুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের বছিলা এলাকার ফিউচার হাউজিংয়ের একটি বাসা থেকে অপর দুই সদস্য আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার টাকা ও দুটি দামি মুঠোফোন জব্দ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ণ ল ক র গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত

ভারতকে প্রথমে পরীক্ষা দিতে হয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা। স্পিনাররা ইডেনের ২২ গজকে স্রেফ রণক্ষেত্র বানিয়ে ফেলেছিল। বল সারাদিন ছোবল দিল।

অসমান বাউন্সে প্রতিকূল উইকেট। যেখানে সারাদিন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল লেগেছিল। কলকাতার নন্দনকাননে ১৫ উইকেটের দিন দেখল সমর্থকরা। যার ১২টিই নিয়েছেন স্পিনাররা।

দিন শেষে হাসিটা ফুটেছে ভারতের মুখে। ভারত ১ উইকেটে ৩৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছিল। শনিবার দ্বিতীয় দিনে তাদের ইনিংস আটকে যায় ১৮৯ রানে। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমেই এলোমেলো হয়ে যায় কুলদীপ যাদব ও রাভীন্দ্র জাদেজার বোলিংয়ে। দ্বিতীয় দিন শেষে তাদের স্কোরবোর্ডের চিত্র এরকম, ৯৭/৭। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড কেবল ৬৩ রান।

জাদেজা ৪ ও কুলদীপ পেয়েছেন ২ উইকেট। অক্ষরের শিকার ১টি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জসপ্রিম বুমরাহ এখন পর্যন্ত উইকেটশূন্য।

প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ২৯ ও করবিন বোস ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আউট হওয়া ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার দুই অঙ্কের ঘরে যেতে পারেন। দুজনই ১১ রান করে করেন।

এর আগে, দিনের শুরুতে ভারত হোঁচট খায় গিলকে হারিয়ে। ঘাড়ের চোটে মাঠ ছেড়ে গিল উঠে যান ৪ রানে। এরপর যারা এসেছেন কেউ ভরসা হয়ে উঠতে পারেননি। রিশাভ পান্ত ও জাদেজা ২৭ রানের দুটি ইনিংস খেলে। সুন্দরের ব্যাট থেকে আসে ২৯ রান। এছাড়া ধ্রুব জুরেল ১৪ ও অক্ষর পাটেল ১৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে ৪ উইকেট নেন সাইমন হারমার। ৩ উইকেট পেয়েছেন মার্কো জানসেন। 

ইডেনের ফাটল ধরা ২২ গজে প্রথম দুদিনেই ২৬ উইকেট নেই। সামনে কী অপেক্ষা করছে বোঝাই যাচ্ছে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • স্বামীর জন্য পাঞ্জাবির নকশা করতে গিয়ে শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা
  • দুপুরে মা ভাত নিয়ে এসে দেখেন ছেলে নেই, সন্ধ্যায় পুকুরে মিলল লাশ
  • ভেঙে গেল মীরার তৃতীয় সংসার
  • আলো দেখাচ্ছেন দৃষ্টিহীন তরুণ 
  • বাস ধুয়েমুছে চালকের সহকারী ওয়াশরুমে গিয়েছিলেন, ফিরে দেখেন আগুন জ্বলছে
  • ‘বাসটির সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে, এরপর আর কিছু মনে নেই’
  • রেলের ৭ লাখ টাকার যন্ত্র ২৭ হাজারে বানালেন তিনি
  • রাতে এক ঘণ্টার ব্যবধানে সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন
  • জনস্বাস্থ্য নিয়ে গবেষণাই তাঁর নেশা 
  • ইডেনে স্পিন বিষ, ১৫ উইকেটের দিনে উড়ছে ভারত