৮৫ ভরি স্বর্ণালংকারসহ একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. আসিফুর রহমান (২০), মো. আল আমিন (২৫) ও অনামিকা (২৪)।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে নিউমার্কেট এলাকার এক নারী প্রতারণার শিকার হন। তিনি ফেসবুকে ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামের একটি গ্রুপে একটি পোস্ট দেখে ‘তদবীর রুকাইয়া’ নামে একটি আইডির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাঁকে আরেকটি ফেসবুক আইডির লিংক পাঠানো হয়। সেখানে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর সন্তান না হওয়ার সমস্যার সমাধান করা সম্ভব।

১৮ জানুয়ারি বিকাশের মাধ্যমে ৬ হাজার ১০০ টাকা পাঠাতে বলা হয়। পরে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র পাঠাতে বলা হয় ঝাড়ফুঁকের কথা বলে। সরল বিশ্বাসে ওই নারী ২৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠান। এরপর প্রতারক চক্র তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় পরে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে সাভারের একটি বাসা থেকে আসিফুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের বছিলা এলাকার ফিউচার হাউজিংয়ের একটি বাসা থেকে অপর দুই সদস্য আল আমিন ও অনামিকাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার টাকা ও দুটি দামি মুঠোফোন জব্দ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স বর ণ ল ক র গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তান সংঘাতে কার কত লাভ-ক্ষতি হলো

চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্লেষকেরা বলছেন, এই লড়াইয়ে কেউ পুরোপুরি জয়ী হয়েছে কি না, তা বলা কঠিন। তবে সংঘাতে দুই পক্ষই নিজেদের ‘বিজয়’ দাবি করেছে।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে। স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ওই হামলার দায় স্বীকার করেছিল। তবে ভারত দাবি করেছে, এই গোষ্ঠী পাকিস্তান–সমর্থিত। তবে পাকিস্তান এ অভিযোগ নাকচ করে দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।

এরপর দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা কূটনৈতিক পদক্ষেপ নিতে থাকে। এরপরই সেই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়। ৭ মে সকালে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চারটি স্থানে ‘জঙ্গিঘাঁটি’তে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

এরপরের দিনগুলোতে দুই দেশই একে অপরের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে এবং একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। ১০ মে উভয় দেশ একে অপরের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

ভারত শুরুতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়, যার একটি ছিল রাওয়ালপিন্ডি। এ শহরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরের অবস্থান হওয়ায় একে সামরিক ঘাঁটির শহর (গ্যারিসন সিটি) হিসেবে গণ্য করা হয়। এরপর ভারত আরও কিছু পাকিস্তানি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

যুদ্ধবিরতির পর উভয় দেশই সংবাদ সম্মেলন করে নিজেদের ‘জয়ী’ দাবি করে এবং নানা ‘প্রমাণ’ উপস্থাপন করে। গত সোমবার ভারত ও পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ফোনে কথা বলেন এবং আগামী দিনগুলোতে যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেন।

অন্যদিকে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকা এবং ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ভারতের অন্তত চারটি সামরিক স্থাপনায় আঘাত হানে।

পরিস্থিতি যখন পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং দাবি করেন, এ যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে। পাকিস্তান এ উদ্যোগের প্রশংসা করলেও ভারত বলেছে, বাইরের কারও হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধবিরতির সিদ্ধান্ত দুই দেশের মধ্যেই হয়েছে।

যুদ্ধবিরতির পর উভয় দেশই সংবাদ সম্মেলন করে নিজেদের ‘জয়’ দাবি করে এবং নানা ‘প্রমাণ’ উপস্থাপন করে। গত সোমবার ভারত ও পাকিস্তানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ফোনে কথা বলেন এবং আগামী দিনগুলোতে যুদ্ধবিরতি মেনে চলার অঙ্গীকার করেন।

তবে বিশ্লেষকেরা বলছেন, ২২ এপ্রিলের ঘটনার পর কেউই পুরোপুরি নিজেদের সত্যিকারের জয়ী বলে দাবি করতে পারে না। বরং উভয় দেশই কিছু লাভ করলেও ক্ষতিও হয়েছে তাদের।

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মুজাফফরাবাদের বিলাল মসজিদের প্রাঙ্গণে এক পাকিস্তানি সেনা। পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীর, ৭ মে

সম্পর্কিত নিবন্ধ

  • আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম, সম্পাদক রফিকুল
  • ৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ হারল ‘এ’ দল
  • নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হার, সোহানদের ৩ ওভারের দুঃখ
  • যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
  • রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য
  • বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
  • ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • এবার ডিএমসি মোড়ে ঢাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের চেষ্টা
  • ভারত-পাকিস্তান সংঘাতে কার কত লাভ-ক্ষতি হলো