চট্টগ্রামে ‘লাইফ সাইকেল অফ সিমেন্ট ইন কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশাল
Published: 17th, May 2025 GMT
নিরাপদ নির্মাণে আস্থা অর্জনের লক্ষ্যে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘লাইফ সাইকেল অফ সিমেন্ট ইন কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশালা।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরের চিটাগং ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রায় পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, প্রকৌশল শিক্ষাবিদরা অংশ নেন।
কর্মশালার উদ্দেশ্য ছিল সিমেন্ট-ভিত্তিক নির্মাণের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা। যার মধ্যে রয়েছে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ভাঙন এবং পরিবেশগত প্রভাব।
কর্মশালার বিভিন্ন সেশনে সিমেন্ট কনস্ট্রাকশনের লাইফ সাইকেল নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীদের পক্ষ থেকে গ্রুপ প্রেজেন্টেশন ও প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে নির্মাণ খাতের সঙ্গে জড়িত প্রকৗশলীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড.
কর্মশালা সমন্বয় করেন ড. সুদীপ কুমার পাল, ইঞ্জিনিয়ার ভাস্কর চৌধুরী, ইঞ্জিনিয়ার লিটন কুমার শর্মা ও আর্কিটেক্ট কানু কুমার দাস। সেমিনারে ড. জি. এম. সাদিকুল ইসলাম ‘ফ্রম ক্রেডল টু কনক্রিট: ট্রেসিং দ্য লাইফ সাইকেল অফ সিমেন্টিসিয়াস মেটেরিয়ালস’ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আসিৎ কুমার সাহা।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ন ট ইন অন ষ ঠ ত
এছাড়াও পড়ুন:
গুগল মেসেজেসে সংবেদনশীল ছবি ব্লার করার সুবিধা সবার জন্য চালু
গুগল মেসেজেসে এখন সবার জন্য চালু হলো সংবেদনশীল আধেয় বা কনটেন্ট শনাক্ত ও সতর্কবার্তা প্রদানের সুবিধা। গত বছরের অক্টোবরে ফিচারটির ঘোষণা দিয়েছিল গুগল। চলতি বছরের এপ্রিলে মেসেজেসের পরীক্ষামূলক সংস্করণের কিছু ব্যবহারকারী প্রথম এ সুবিধা পান। অবশেষে ঘোষণার প্রায় ১০ মাস পর অ্যান্ড্রয়েডের সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত হলো।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ গুগলের তথ্যমতে, ‘সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ বা সংবেদনশীল কনটেন্ট সতর্কবার্তা চালু করলে নগ্নতা রয়েছে, এমন ছবি স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যাবে। চাইলে ছবিটি না খুলেই মুছে ফেলা যাবে। এ ধরনের ছবি পাঠানো প্রেরককে ব্লক করার অপশনও থাকবে। তবে ছবি দেখতে হলে ‘নেক্সট’ চাপ দিয়ে অনুমতি দিতে হবে।
গুগল জানিয়েছে, ফিচারটির সব প্রক্রিয়াই ব্যবহারকারীর যন্ত্রে সম্পন্ন হয়। ফলে কোনো সংবেদনশীল ছবি গুগলের সার্ভারে সংরক্ষিত বা আপলোড হবে না। কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্টে ফিচারটি ডিফল্টভাবে চালু থাকবে। তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টে এটি বন্ধ করার সুযোগ থাকবে না। তবে অভিভাবকেরা ‘ফ্যামিলি লিংক’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টে ফিচারটি ঐচ্ছিক ও ডিফল্টভাবে বন্ধ থাকবে।
সুবিধাটি ব্যবহার করতে চাইলে গুগল মেসেজেস অ্যাপে গিয়ে প্রোফাইল ছবিতে চাপ দিয়ে ‘মেসেজেস সেটিংস’ নির্বাচন করতে হবে। এরপর ‘প্রটেকশন অ্যান্ড সেফটি’তে গিয়ে ‘ম্যানেজ সেনসিটিভ কনটেন্ট ওয়ার্নিংস’ অপশনে গিয়ে ফিচারটি চালু করা যাবে। পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে ‘সেফটিকোর’ অ্যাপ ডাউনলোড করতে হতে পারে।
ফিচারটি চালু থাকলে শুধু ছবি দেখার সময় নয়, কোনো সংবেদনশীল ছবি পাঠানো বা ফরোয়ার্ড করার আগেও সতর্কবার্তা দেখা যাবে। সতর্কবার্তায় ডান দিকে সোয়াইপ করে অনুমোদন দিতে হবে। এতে অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল ছবি শেয়ার হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। এই সতর্কবার্তা কেবল স্থির ছবির ক্ষেত্রে কার্যকর। জিআইএফ বা ভিডিও ফাইলের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়।
সূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ