ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে প্রতিবাদী কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফফান আলী বলেন, “আমরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছি। এটা যদি সরকার বন্ধ করতে না পারে, তাহলে মনে করবো শেখ হাসিনা সরকার আর এই সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই।  আমরা এই সরকারকে আরো একবার সুযোগ দিচ্ছি টার্গের কিলিং বন্ধ করে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে হবে। সাম্যর হত্যাকারীকে বের না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব।”

আরো পড়ুন:

১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, ভাবি গ্রেপ্তার

সদস্য জাকিরুল ইসলাম বলেন, “সাম্য হত্যার কয়েকদিন পেরিয়ে গেলেও এর পিছনে যারা মূল হোতা, তাদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বট বাহিনী এবং একটা পক্ষ এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের এই নিরবতা দেখে আমরা সন্দিহান, এই হত্যাকাণ্ডের সঠিক বিচার পাব কিনা?”

আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “সাম্যর হত্যাকারীদের প্রশাসন এখনো গ্রেপ্তার করতে পারেনি। সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ ত রদল স ম য হত য ছ ত রদল হত য ক সরক র

এছাড়াও পড়ুন:

জাপানের রাস্তায় রাস্তায়  ‘হিটেড বেঞ্চ’

জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।

হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে।  এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। 

আরো পড়ুন:

কারা বেশি কাঁদেন? 

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ