পাকা চুল কালো করার ঘরোয়া উপায় জেনে নিন
Published: 4th, July 2025 GMT
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে চুল ধূসর হয় তারপর পাকতে শুরু করে। অনেক সময় কম বয়সীদের চুলও পেকে যায়। চুল পেকে যাওয়া রোধে রাসায়নিক উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। কোন উপাদান চুলে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।
আমলকি প্যাক
আমলকিতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন চুলের জন্য উপকারী। চুলের গোড়া শক্তিশালী করে তুলতেও আমলকির গুরুত্ব অপরিসীম। চুলের কালো রং বজায় রাখতে ব্যবহার করতে পারেন আমলকির প্য়াক। আমলকির গুঁড়ো এবং কারিপাতা বাটা একসঙ্গে মিশিয়ে মাথায় মাখুন। ৩০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। চুল কালো হবে।
তুলসি হেয়ার প্যাক
তুলসি পাতাও চুলের জন্য দারুণ উপকারী। এই পাতাতেও রয়েছে ভিটামিন সি। চুল কালো করতে তুলসি বেশ কার্যকরী। চা পাতার সঙ্গে তুলসি পাতা একসঙ্গে মিক্সিতে বেটে পেস্ট করে নিন। এই পেস্ট চুলের ধূসর অংশে লাগান। কালো ভাব ফিরে আসবে।
আরো পড়ুন:
চার ধাপে বানান আম-নারকেলের পুডিং
লিভার থেকে দূষিত পদার্থ বের করে দিতে পারে যেসব খাবার
হেনা হেয়ার প্যাক
হেনা প্রাকৃতিক রং। কোনও কেমিক্যাল থাকে না। সাদা রঙের চুল ঢাকতে হেনা দারুণ উপকারী। অনেকেই হেনা দিয়ে নানা হেয়ারপ্যাক তৈরি করেন। তবে চুল কালার করার জন্য হেনার সঙ্গে মেশান কফি। এক টেবিল চামত কফির গুঁড়ো খানিকক্ষণ জলে ফুটিয়ে তাতে হেনা পাউডার মিশিয়ে ঘন পেস্ট করে নিন। চুলের গোড়ায় ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। মাসে দু'বার করলেই চুল কালো এবং সিল্কি থাকবে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো