জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে শ্রমিক ও মেহনতি মানুষের বড় ভূমিকা রয়েছে। অথচ এখন তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। রাজনীতির আলাপে ভূমিহীন ও প্রান্তিক মানুষের কথা নেই। ভূমিহীন কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সরকারের উদ্যোগ কম। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন আয়োজিত ‘ভূমিহীন কৃষক সমাবেশে’ বিশিষ্টজনদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেন, দেশের মেহনতি মানুষের টাকায় সরকার চলে। কিন্তু ভূমিহীন, প্রান্তিক মানুষের কথা সরকার আলাপ করে না।

সমাবেশে হাসনাত কাইয়ুম বলেন, বাংলাদেশ যে কৃষকের দেশ, এ কথা অন্য সরকারের মতো বেমালুম চেপে গিয়ে এই জনগোষ্ঠীকে রাজনীতির আলাপ থেকে বের করে দিয়েছে। এই রাষ্ট্র সংস্কার করতে হলে কৃষক–শ্রমিকদের পক্ষে আইনকানুন করতে হবে। অবিলম্বে কৃষি সংস্কার কমিশন করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ভূমি অফিসে, কৃষি অফিসে আগে সরকারি দলের কারও সুপারিশ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কাজ হতো না। সবাই পরিবর্তন আশা করেছিল। সুপারিশ ছাড়া ন্যায্য দাবি পূরণ হবে। কিন্তু নতুন সুপারিশওয়ালা তৈরি হয়েছে, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি হয়েছে, যেটা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে যায় না।

ভূমি সংস্কার ছাড়া কোনো সত্যিকার পরিবর্তন হয় না উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, অনেক কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয়নি। ভূমি কমিশন, শিক্ষা কমিশন হয়নি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর তো (পরিচালনার দায়িত্ব) যে কেউ দিতে পারে, ওইটা জরুরি না। জরুরি হলো ভূমিহীনদের অধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা সবাই করতে পারে না।

সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, যারা বঞ্চিত, যারা শোষিত শ্রেণি, তারা এক কাতারে দাঁড়ালে ওই কোটিপতি শ্রেণিরা আরাম–আয়েশের জীবন কাটাতে পারবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমি ১৮ কোটি মানুষকে খাওয়াই’ এই বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, এটি হচ্ছে দেশের মানুষকে শোষণ করার, অন্ধকারে রাখার রাজনীতি।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, একদিকে টাকাওয়ালা ভূমিদস্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে। কৃষক জমি হারাচ্ছে, দখলদারেরা দখল করছে। তিনি বলেন, যখন ফ্যাসিস্টকে সরানোর দরকার হয়, স্বৈরশাসন থেকে বাঁচার দরকার হয়, লাঠি, গুলি, কাঁদানে গ্যাস থেকে বাঁচার দরকার হয়, তখন এই কৃষক–শ্রমিকেরাই রাজপথে নেমে আসেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন, গণমুক্তি মঞ্চের আহ্বায়ক সাকিব প্রত্যয়, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি লিটন কবিরাজ, সঞ্চালক ছিলেন একই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক র আল প র জন ত সরক র

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বৃহস্পতিবার বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশাখাপত্তনমে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়িয়েছে ম্যাচটি। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।

আরো পড়ুন:

নাঈমকে বাদ দিয়ে সৌম‌্যকে ফেরাল বিসিবি, নতুন মুখ মাহিদুল

বিশ্বকাপের আরো এক ম্যাচ বৃষ্টির পেটে

টস জিতে জ্যোতি বলেন, “আজ আমাদের মূল লক্ষ্য হলো বোর্ডে ভালো একটা স্কোর দাঁড় করানো। আগের ম্যাচে আমরা কমপক্ষে ৩০–৪০ রান কম করেছি। আজ দলে দুটি পরিবর্তন এনেছি ফারিহা তৃষ্ণা ও নিশিতা আখতার ফিরেছেন একাদশে। আমাদের বোলিং ইউনিটটা খুবই শক্তিশালী। আগের ম্যাচে নাহিদা আক্তার চোট পেয়েছে, ওর কিছুটা সময় লাগবে সেরে উঠতে। আগের ম্যাচের পর মানসিকভাবে সামলে ওঠা কঠিন ছিল, কিন্তু কোনো অজুহাত দিতে চাই না। আমরা চাই খেলা উপভোগ করতে, নিজেদের শতভাগ উজাড় করে দিতে।”

অ্যালিসা হিলি বলেন, “আমিও আসলে টস জিতলে ব্যাটিংই নিতে চেয়েছিলাম। আজ বাতাসটা মনোরম, সূর্যের আলোও ভালো—মেয়েরা খেলতে উপভোগ করবে নিশ্চয়ই। ২০১১ সালে এই মাঠটা ছিল আমার প্রিয় জায়গা, তাই এখানে খেলতে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন প্রতিপক্ষ, নতুন চ্যালেঞ্জ। দলে দুটি পরিবর্তন এনেছি- ডার্সি ব্রাউন ফিরেছে কিম গার্থের জায়গায়, আর জর্জিয়া ওয়ারহ্যাম খেলছে সোফি মোলিনিউক্সের জায়গায়। ইন্দোরে টানা দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, তাই সবাইকে সতেজ রাখতে চাই। ব্রাউনকে সুযোগ দেওয়া হয়েছে, ও কীভাবে শুরু করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি।”

বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, ফারজানা হক, শারমিন আখতার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, শর্না আখতার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনি, নিশিতা আখতার নিশি ও ফারিহা তৃষ্ণা।

অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালিসা হিলি (অধিনায়ক ও উইকেটকিপার), ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, আনাবেল সাদারল্যান্ড, অ্যাশলি গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়ারহ্যাম, ডার্সি ব্রাউন, আলানা কিং ও মেগান শাট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ