সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবির ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহীর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম। মহাসচিব হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

প্রসঙ্গত, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৭ মে। নির্বাচনে আইএসপি ইউনাইটেড প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজয়ীরা সবাই পরিচালক হিসেবে নির্বাচিত হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও সদস্যদ্বয় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো.

এরশাদ হোসেন রাশেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেনের তত্ত্বাবধানে সোমবার (১৯ মে) নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণি থেকে চার জন পরিচালকসহ সব মিলিয়ে ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয় আইএসপিএবি সচিবালয়ে।

কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের মধ্যে পদবণ্টনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী ফল ঘোষণা করেন। এ সময় আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তা ও পরিচালকরা ও অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, সহসভাপতি মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব-১ সার্কেল নেটওয়ার্কের সিইও মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব-২ ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ রেড ডাটা (প্রা.) লিমিটেডের সিইও মঈন উদ্দিন আহমেদ।

অন্যদিকে পরিচালক নির্বাচিত হয়েছেন ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ ও তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম ও সবুজ বাংলা অনলাইনের এসএম সাইফুল ইসলাম সেলিম।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদ ইসল ম সদস য

এছাড়াও পড়ুন:

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫২.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩১ মার্চর সমাপ্ত বছরের (এপ্রিল-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।

২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭২.৬৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৯.৯২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৩.৪২ টাকা।

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বুধবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • আফগান সীমান্তে ৩০ ‘খারিজি সন্ত্রাসীকে’ হত্যার দাবি পাকিস্তানের
  • আজ টিভিতে যা দেখবেন (৪ জুলাই ২০২৫)
  • ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করল ইউসিবিডি
  • সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন
  • শুরু হয়েছে ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যালের রেজিস্ট্রেশন কার্যক্রম
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের শেষ সময় ১৭ জুলাই
  • রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএএর কমান্ডারসহ নিহত ২
  • বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
  • আজ টিভিতে যা দেখবেন (৩ জুলাই ২০২৫)
  • বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা