পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র / চলচ্চিত্র
সেরা চলচ্চিত্র
আকরাম খান
(‘নকশীকাঁথার জমিন’)
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর শক্তি, ত্যাগ, বঞ্চনা ও সংগ্রাম যে নকশীকাঁথার জমিন–এ ফুটে উঠেছে এবং দর্শকেরা দেখে তা উপলব্ধি করতে পেরেছে ও বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জুরিদের ধন্যবাদ নকশীকাঁথার জমিনকে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন দেওয়ার জন্য।

আদনান আল রাজীব (‘প্রিয় মালতী’)
‘প্রিয় মালতী’ আমার প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই কাজের মাধ্যমে আমি এমন একটি গল্পের সঙ্গে থাকতে চেয়েছি যা বাস্তব, যা সাহসী এবং যার একটি স্বতন্ত্র কণ্ঠ আছে; একটি বার্তা যা শোনা প্রয়োজন। এই ছবির প্রতিটি দৃশ্যের মাধ্যমে আমরা এমন এক সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি, যা সমাজে হয়তো অনেক সময় চুপচাপ পড়ে থাকে। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ সমালোচকদের বিচারে এ কাজটি চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, এটি নিঃসন্দেহে আমাদের টিমের জন্য এক বিশাল প্রাপ্তি। আমরা কৃতজ্ঞ সম্মানিত বিচারকদের প্রতি, যাঁরা আমাদের গল্প এবং উদ্দেশ্যকে বুঝেছেন ও গ্রহণ করেছেন। এবং অবশ্যই আমাদের দর্শকদের প্রতি, যাঁদের ভালোবাসা ও সাড়া ছাড়া এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেত।

গিয়াস উদ্দিন সেলিম (‘কাজলরেখা’)
মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের একমাত্র নিরপেক্ষ পুরস্কার। আমি নিজেও কয়েকবার নাটক, চলচ্চিত্র বিভাগে জুরি হিসেবে ছিলাম। কখনো কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার চাপ থাকে না। তাই বলতে পারি, এই পুরস্কার নিরপেক্ষতা রাখে। আগে নিজেও পুরস্কার পেয়েছি; এবার মনোনীত হতে পেরে আনন্দিত, গর্বিত।  কৃতজ্ঞতা জানাই সমালোচক প্যানেলকে।

সেরা পরিচালক
নূরুল আলম আতিক
(‘পেয়ারার সুবাস’)
প্রথমেই মনে আসছে ‘পেয়ারার সুবাস’–এর সহযাত্রী, বন্ধু, অকাল প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে। প্রথমবার সিনেমার জন্য মেরিল-প্রথম আলোর মনোনয়ন পেয়ে কৌতূহলী হয়েছি, ভালো লাগছে। পেয়ারার সুবাস সিনেমার প্রযোজক, শিল্পী-কলাকুশলীসহ পুরো টিমের জন্য অভিনন্দন। আমাদের ছবি ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় মনোনীত হয়েছিল এবং এ বছরের আমার ভাষার চলচ্চিত্র উৎসবে ‘হীরালাল সেন পদক’ অর্জন করেছে। প্রথম আলোর এই উৎসবে মনোনয়নপ্রাপ্তিতে আয়োজক ও সমালোচকদের ধন্যবাদ। অন্যান্য প্রতিযোগীর জন্য রইল শুভকামনা। কৃতজ্ঞতা পেয়ারার সুবাস-এর পাশে থাকা প্রতিটি মানুষের জন্য। বাংলাদেশের সিনেমা নিজের পরিচয় স্পষ্ট করুক। ধন্যবাদ।

রবিউল আলম রবি (ফরগেট মি নট)
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এ সমালোচকদের বিচারে চূড়ান্ত মনোনয়ন পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের। আমি কৃতজ্ঞ সেসব মানুষের প্রতি, যাঁরা আমার কাজ দেখেছেন, সাপোর্ট করেছেন। টিমের সবাইকে ধন্যবাদ—এই যাত্রায় ওরাই সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। মনোনয়ন পাওয়াটা শুধু আনন্দ নয়, এটা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণাও। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।

শঙ্খ দাশগুপ্ত (‘প্রিয় মালতী’)
‘প্রিয় মালতী’ আমার পরিচালনায় প্রথম চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের জন্য মেরিল-প্রথম আলোর মতো সম্মানজনক আয়োজনে সমালোচকদের বিচারে তিনটা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছি—সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী। এটা আমাদের পুরো টিমের জন্য অনেক আনন্দের খবর। আমরা রোমাঞ্চিত কী হয় দেখার জন্য। আমার মনে হয় জুরিরা আমাদের যে সম্মানে সম্মানিত করেছেন, সেটার জন্য আমরা জুরি ও মেরিল-প্রথম আলো কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

সেরা অভিনেতা
প্রীতম হাসান (‘কাছের মানুষ দূরে থুইয়া’)
সমালোচক পুরস্কার আমার অনেক পছন্দের। এখানে অনেক সিনিয়র গুণীজন বাছাইকৃত কাজ থেকে সেরা নির্ধারণ করে মনোনয়ন দিয়ে থাকেন। তাঁরা কাছের মানুষ দূরে থুইয়ার ফারহানকে বিবেচনায় রেখে মনোনয়ন দেওয়াটাকেই আমি অনেক বড় পুরস্কার মনে করছি।

মামনুন হাসান ইমন (‘মায়া’)
সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি, মায়া ওয়েব ফিল্মে সেই সুযোগ পেয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সেই চেষ্টার ফল এবার পেলাম সমালোচকদের কাছ থেকে। সম্মানিত বিচারকেরা আমার কাজকে ভালো মনে করে আমাকে নির্বাচন করেছেন; তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা। এই মনোনয়ন আরও ভালো কাজ করার প্রতি দায়িত্ব বাড়িয়ে দিল।

রওনক হাসান (‘নয়া মানুষ’)
অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রথম আলো ও সম্মানিত জুরিদের। আমি ভীষণ ভীষণ অনুপ্রাণিত বোধ করছি, সম্মানিত বোধ করছি।

সেরা অভিনেত্রী
তাসনিয়া ফারিণ
(‘কাছের মানুষ দূরে থুইয়া’)
গত বছর খুব একটা কাজ করা হয়নি, কিন্তু যেগুলো করেছি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি দর্শক থেকে গুণীজনের কাছে। সমালোচক পুরস্কারে কাছের মানুষ দূরে থুইয়ার জন্য মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁরা কাজটি দেখে আমাকে মনোনীত করেছেন। আমি জানি না কে পুরস্কার পাবে, তবে আমি আনন্দিত জুরিরা আমাকে মনোনয়নের স্বীকৃতি দিয়েছেন।

মেহজাবীন চৌধুরী (‘প্রিয় মালতী’)
প্রিয় মালতী আমার জন্য শুধুই একটি চরিত্র নয়, বরং একটি আবেগ, একটি আত্মিক যাত্রা। এই চরিত্রের প্রতিটি মুহূর্ত আমি গভীরভাবে অনুভব করেছি। সমালোচকদের বিচারে মনোনয়ন পাওয়াটা এই অনুভবেরই এক প্রামাণ্য রূপ। আমি কৃতজ্ঞ নির্মাতা, সহশিল্পী ও দর্শকদের প্রতি, যাঁদের ভালোবাসা ছাড়া এই সম্মান পাওয়া সম্ভব হতো না।

সারিকা সাবরিন (‘মায়া’)
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এ সমালোচকদের বিচারে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি অত্যন্ত খুশি এবং ধন্যবাদ জানাতে চাই সম্মানিত জুরিবোর্ড ও মেরিল-প্রথম আলোকে। মায়া কাজটি আমার খুবই হৃদয়ের কাছের। রাফী (রায়হান) অনেক বড় মাপের নির্মাতা। আমরা অনেক পরিশ্রম করেছি কাজটির জন্য, দর্শক অনেক ভালো রেসপন্স দিয়েছেন। ভালো কিছু আশা করছি। আমার সঙ্গে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁদের জন্য শুভকামনা, তাঁরা সবাই ভালো অভিনেত্রী।

আরও পড়ুনমেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: চলচ্চিত্রে মনোনয়নপ্রাপ্ত সেরা আট নায়ক১১ সেপ্টেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম র ল প রথম আল চলচ চ ত র ম র জন য কর ছ ন আম দ র আনন দ

এছাড়াও পড়ুন:

হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স। 

গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।

আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’

তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল: স্ত্রীর দাবি
  • রূপালী লাইফের আর্থিক হিসাবে ৬৯ কোটি টাকার গরমিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ
  • হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি, অপেক্ষমাণ থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • তাপমাত্রা বেড়ে দেশের ক্ষতি ২১ হাজার কোটি টাকা, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ঢাকা ইন্স্যুরেন্স
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে