ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক
Published: 20th, May 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়েরর (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সাড়ে ১২টার দিকে পরীক্ষা দেওয়ার সময় টিএসসিসি থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় থানায় সোপর্দ করেন শিক্ষার্থীরা।
আটক শাহারিয়ার হিমেল (২২) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক।
আরো পড়ুন:
গোবিপ্রবিতে প্রথমবারের মতো উপাচার্য সম্মাননা পেলেন শিক্ষার্থীরা
রাবির মেডিকেলে চেয়ার দিল ইবনে সিনা ট্রাস্ট
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা হিমেল বিভাগের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের জন্য আসছিলেন। আন্দোলন চলাকালে ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনবিরোধী পোস্ট দিয়েছেন। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক থাকাকালে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।
তবে আটক শাহরিয়ার হিমেল বলেন, “আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমার সঙ্গে এমনটি করা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।”
আটকের বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) মেহেদী হাসান বলেন, “তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/তানিম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক পর ক ষ
এছাড়াও পড়ুন:
ইকসু গঠনে সরব হওয়ার আহ্বান নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। তাদের সেই নেতৃত্বের বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। নিজের মত প্রকাশের জন্য, বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও অধিকারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন, আপনাদের দাবির সঙ্গে আমরা আছি।”
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
ছাত্র সংসদের দাবি জানিয়ে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা বিভিন্ন সময় বলে আসছি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। আমরা আজ এই জায়গা থেকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অতিদ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।”
আরো পড়ুন:
একটা সিটের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না: হাসনাত
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে গাছ বিতরণ
সভায় এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এছাড়া জুলাই আন্দোলনে শহীদ সাব্বিরের পরিবার, বৈষম্যবিরোধীর ইবির সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী