শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল সোমবার ডিআইএর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিআইএর ২০২৩ সালের ২১ মে এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর পদে ২০ মে ও অফিস সহায়ক পদে আগামীকাল বুধবার ২১ মে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী কাম-ক্যাশিয়ার, রেকর্ডকিপার, স্টোরকিপার, ফটোকপি অপারেটর, গাড়িচালক ও নিরাপত্তা প্রহরী পদে আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রার্থীদের নিজ নিজ মোবাইল ফোন নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে জানানো হবে।’

আরও পড়ুন৪৩তম বিসিএস: গেজেটভুক্ত হলেন বাদ পড়া ১৬২ প্রার্থী৫ ঘণ্টা আগেআরও পড়ুনচীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬১১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় মা, মেয়ে ও ছেলেকে হত্যার ৩৯ ঘণ্টা পর মামলা, আটক ২

কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ৩৯ ঘণ্টা পর থানায় মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়। তাঁরা হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমান ওরফে জুয়েলের স্ত্রী রোকসানা বেগম (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। গুরুতর আহত হন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনে এলাকাবাসীকে উসকে দিয়ে হামলা চালানো হয়।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নিহত রোকসানা বেগম ওরফে রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। রাত ১২টার দিকে সেটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘মামলার কপি এখনো আদালতে পৌঁছায়নি। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। তাই এখনই তাঁদের নাম প্রকাশ করছি না।’ তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনকুমিল্লায় মাদক বেচাকেনার অভিযোগে মা ও দুই সন্তানকে গণপিটুনি, কুপিয়ে হত্যা০৩ জুলাই ২০২৫

ওসি বলেন, ‘ঘটনার পর পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে অনেককে শনাক্ত করেছি। অভিযান চলছে, আশা করি দ্রুততম সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারব।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নিহত ব্যক্তিদের পরিবারটি দুই দশকের বেশি সময় ধরে মাদক ব্যবসায় জড়িত। নারী-পুরুষ মিলিয়ে তাঁদের পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে রয়েছে মাদকের মামলা। তবে অতীতে কখনো তাঁদের ওপর এলাকাবাসী হামলা করেননি।

আরও পড়ুনমুঠোফোন চুরিকে কেন্দ্র করে খেপিয়ে তোলা হয় এলাকাবাসীকে০৩ জুলাই ২০২৫

স্থানীয় কয়েকজন বলেন, ১ জুলাই এলাকার এক শিক্ষকের মুঠোফোন চুরিকে কেন্দ্র করে একটি চক্র এলাকাবাসীকে উত্তেজিত করে তোলে এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লালকে। মামলায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া ও স্থানীয় ব্যবসায়ী বাছির উদ্দিনকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুনগ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য, ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি, আটক নেই১৯ ঘণ্টা আগে

নিহত রাসেলের স্ত্রী মীম আক্তার অভিযোগ করেন, এই ঘটনার পেছনে প্রধান ইন্ধনদাতা চেয়ারম্যান শিমুল বিল্লাল ও মেম্বার বাচ্চু মিয়া। আর হামলার নেতৃত্বে ছিলেন বাছির উদ্দিন। ঘটনার পর থেকেই বাচ্চু মিয়া ও বাছির এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ।

তবে শুক্রবার রাতে চেয়ারম্যান শিমুল বিল্লাল অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বরং ঘটনার আগের দিন আমি স্থানীয় যুবসমাজের সঙ্গে সভা করে সবাইকে বলেছি—কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়।’

সম্পর্কিত নিবন্ধ