টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্দ গ্রামের মেয়ে আরজিনা। উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকায় এসে মিরপুরের গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং থেকে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি করেন তিনি। এরপর কাজ শুরু করেন আজগর আলী হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ)। ওই বছর তাঁর বিয়েও হয়। পরের বছর সরকারি চাকরিতে ঢোকার সুযোগ পান। সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও কাজের সুযোগ হয় এনআইসিইউতে। জীবন চলছিল চমৎকার ছন্দে, হাসি-আনন্দে।

২০২০ সালের জুলাইয়ের শেষ দিকে হঠাৎ খানিকটা অসুস্থ হয়ে পড়েন। খাবার খেতে গেলেই গলা আর চোয়ালে ব্যথা হচ্ছিল। মাঝরাতের পর জ্বর। দাঁত ব্রাশ করার সময় রক্তও পড়ছিল। দুর্বল শরীর নিয়েও হাসপাতালে অসুস্থ নবজাতকদের সেবাদান চলতে থাকে। ১৫ থেকে ২০ দিনের মাথায় কর্মস্থলেই সহকর্মী সুলতানা পারভীন হঠাৎ খেয়াল করলেন, আরজিনার হাত দুটি ভীষণ ফ্যাকাশে। সুলতানা পারভীনই প্রথম ধারণা করলেন, রক্তশূন্যতায় ভুগছেন আরজিনা। সাদামাটা লক্ষণগুলোকে গুরুত্ব দিতে বললেন সুলতানা।

প্রথম ধাক্কাঅনেকের ভুল ধারণা আছে, ক্যানসারমুক্ত হলেও নারীরা আর সন্তান নিতে পারেন না। আরজিনা তাই সন্তানকে কোলে নিয়েই একটা ছবি তুলতে চাইলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আরজ ন

এছাড়াও পড়ুন:

চাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ সদস্য। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে অবস্থান করছেন তারা। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্বে রয়েছে। 

আরো পড়ুন:

সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাভারে ২৫ লাখ টাকা ছিনতাই: ৯ জন গ্রেপ্তার, ৫ লাখ টাকা উদ্ধার

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো.সাইফুল ইসলাম সানতু জানান, “চাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসে ১২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। বুধবার (১৫ অক্টোবর) সকালে নির্বাচন শুরুর আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠ করতে গতকাল জেলা পুলিশের আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • চাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছে ১২০০ পুলিশ