ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫
Published: 26th, June 2025 GMT
ডেঙ্গুতে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৫ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৭৪, ঢাকা মহানগরে ৬০, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৩০, রাজশাহী বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৩ ও ময়মনসিংহ বিভাগে ২ জন। রংপুর ও খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৮০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৭০ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এর মধ্যে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৪ হাজার ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩৬৩, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৮৬৯, খুলনায় ২৭৫, রাজশাহীতে ৩০৮, ময়মনসিংহে ১২০, রংপুরে ২৬ ও সিলেট বিভাগে ২৫ জন।
ডেঙ্গুতে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ২১ জন। বরিশাল বিভাগে ৮, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ২, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।