বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট

পদসংখ্যা: অনির্দিষ্ট

যোগ্যতা: সমাজবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট, ডকুমেন্টেশন ও যোগাযোগে দক্ষ হতে হবে। জরিপ ডিজাইন বিষয়ে জানাশোনা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ ওয়ার্কশপ ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা থাকতে হবে। ডেটা অ্যানালাইসিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলায় সাবলীল হতে হবে।

বেতন: মাসিক বেতন ৬১,৬০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আরও পড়ুনডাক বিভাগে আবারও বড় নিয়োগ, পদ ২২১১০ ঘণ্টা আগেআবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুনওয়ান ব্যাংকে চাকরি, পদ ১৫, সর্বোচ্চ বেতন ২৬ হাজার১০ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা হচ্ছে, অধ্যাদেশ জারি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য হচ্ছে আলাদা সচিবালয়। এই লক্ষ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। 

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও কার্যকর তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই পৃথক সচিবালয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে

রবিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে।

বাসস লিখেছে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়, যা পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দেওয়ার পথ সুগম করে।

বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধান বিচারপতির উদ্যোগে গত বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদের আলোকে হাইকোর্ট বিভাগের অধ্বস্তন আদালত ও ট্রাইব্যুনালের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে পালনের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সঙ্গে অধ্যাদেশের খসড়া, নতুন সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস সংশোধনের সম্ভাব্য রূপরেখা পাঠানো হয়।

বাসস লিখেছে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন এবার বাস্তবরূপ নিল।

ঢাকা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (০২ ডিসেম্বর ২০২৫)
  • পূর্বাচলে গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ঢাকা’ এর  উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা 
  • সুপ্রিম কোর্ট সচিবালয়: সচিবের দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আরও ৩ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ
  • গোল্ডেন সন কোম্পানির লোকসান বেড়েছে
  • বিএনসিসিতে বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৩৭
  • সিলকো ফার্মার প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫.৮৮ শতাংশ
  • টেকনো ড্রাগসে ক্রেডিট রেটিং নির্ণয়
  • আজ টিভিতে যা দেখবেন (০১ ডিসেম্বর ২০২৫)
  • সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা হচ্ছে, অধ্যাদেশ জারি