গাছের জীবন আছে। তারা কথা বলতে পারে না। গাছে পেরেক লাগালে ছাল এবং ভেতরের কোষকলা নষ্ট হয়ে পানি ও পুষ্টি পরিবহনে ব্যাঘাত ঘটে। এতে গাছের ফল ও কাঠ উৎপাদন কমে যায়।
পেরেক লাগালে গাছের গায়ে ক্ষত তৈরি হয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড়ের সংক্রমণ ঘটে। এতে গাছের মৃত্যু হতে পারে। তাই পেরেক অপসারণ করে গাছের সুরক্ষায় মাসব্যাপী অভিযান শুরু করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল বুধবার থেকে দেশের ২০টি জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।
শেরপুর ডিসি উদ্যানে বুধবার পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কোহলি জানালেন, তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল যে আইপিএল–সতীর্থ
২০০৮ সালে তাঁর আইপিএল অভিষেক। আইপিএলের শুরুর মৌসুমে ভারতের টপ অর্ডার এই ব্যাটসম্যান বিরাট কোহলিকে দলে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।
১৭ বছর আগের স্মৃতি হাতড়ে কোহলির মনে পড়ছে, আইপিএলে শুরুর দিনগুলোতে কোন সতীর্থ তাঁর ব্যাটিংয়ের ওপর প্রভাব ফেলেছিলেন।
বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক পডকাস্ট ভিডিওতে কোহলি কথা বলেছেন আইপিএলে নিজের শুরুর সময় নিয়ে। সেই ভিডিওতে তিনি মায়ন্তি ল্যাঙ্গারকে বলেছেন সাবেক আইপিএল সতীর্থ দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের কথা। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং উইকেটকিপার–ব্যাটসম্যান কীভাবে তাঁর ব্যাটিংয়ে প্রভাব রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন কোহলি।
মার্ক বাউচার