গাছের জীবন আছে। তারা কথা বলতে পারে না। গাছে পেরেক লাগালে ছাল এবং ভেতরের কোষকলা নষ্ট হয়ে পানি ও পুষ্টি পরিবহনে ব্যাঘাত ঘটে। এতে গাছের ফল ও কাঠ উৎপাদন কমে যায়।
পেরেক লাগালে গাছের গায়ে ক্ষত তৈরি হয়ে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পোকামাকড়ের সংক্রমণ ঘটে। এতে গাছের মৃত্যু হতে পারে। তাই পেরেক অপসারণ করে গাছের সুরক্ষায় মাসব্যাপী অভিযান শুরু করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল বুধবার থেকে দেশের ২০টি জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।
শেরপুর ডিসি উদ্যানে বুধবার পেরেক অপসারণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।
শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।
এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।
ঢাকা/এনটি/ইভা