খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের প্রতীকি গদিতে (চেয়ার) আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন। মিছিল নিয়ে দুর্বার বাংলা চত্বরে যান। সেখানে উপাচার্যের প্রতীকি গদিতে আগুন জ্বালান। উপাচার্যকে অপসারণের দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

এদিকে উপাচার্যকে অপসারণের দাবিকে অযৌক্তিক ও ষড়যন্ত্রের অংশ বলে গতকাল বিবৃতি দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। সংগঠনের সভাপতি অধ্যাপক ড.

মো. সাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচটি দাবি বাস্তবায়ন করেছে। তবু উপাচার্যের পদত্যাগের দাবি তুলে আন্দোলন অব্যাহত রাখা অগ্রহণযোগ্য।

তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষার্থী নোংরা ভাষায় শিক্ষকদের হেয় করছেন। পাশাপাশি সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষ হয়। দেড় শতাধিক আহত হয়। ২৫ ফেব্রুয়ারি কুয়েট সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত ১৩ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন ক য় ট উপ চ র য উপ চ র য

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।

শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।

এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ