চলতি বছর ঢাকায় আরও ২৫টি খেলার মাঠ হবে: ডিএনসিসি প্রশাসক
Published: 3rd, May 2025 GMT
ঢাকায় চলতি বছর আরও ২৫টি খেলার মাঠ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বর্তমানে সিটি করপোরেশনের ২৫টি পার্ক ও খেলার মাঠ রয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসককে গুণীজন হিসেবে সংবর্ধনা দেয় লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।
মোহাম্মদ এজাজ বলেন, সিটি করপোরেশনের ২৫টি পার্ক এবং মাঠ আছে। এর মধ্যে কিছু পার্ক ও মাঠ শেখ হাসিনা ও তাঁর পরিবার–স্বজনদের নামে। সেগুলোর নাম ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। খেলার মাঠ এখন ৫০টি করার চেষ্টা চলছে। আশা করা যায়, এ বছরই পারা যাবে।
বক্তব্যে ডিএনসিসি প্রশাসক কথা বলেন রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ড নিয়েও। তিনি বলেন, ঈদুল আজহার আগেই রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের একটি স্থায়ী সমাধান হবে।
এ ছাড়া নিজ উদ্যোগে সেনাপ্রধানের সহায়তায় মিরপুর ডিওএইচএস থেকে উত্তরার সংযোগ সড়ক হয়েছে বলেও জানান মোহাম্মদ এজাজ। একই সঙ্গে মিরপুরের ৬০ ফুট সড়ককে সম্প্রসারিত করতে কাজ চলছে উল্লেখ করে আগামী ডিসেম্বরের আগেই সড়কটি খুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কাজ করতে গিয়ে বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহায়তা পাচ্ছেন বলে জানান ডিএনসিসির প্রশাসক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড এনস স
এছাড়াও পড়ুন:
‘সরকারের দ্বিতীয় পর্ব শুরু, প্রধান কাজ ভালো নির্বাচন’
অন্তর্বর্তী সরকার মনে করছে, তাদের প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচন আয়োজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টা ভালো একটি নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
আরো পড়ুন:
‘আলোকিত স্বার্থবোধের’ ভিত্তিতে পররাষ্ট্রনীতি নিয়েছি আমরা: তৌহিদ হোসেন
জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ
প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ের কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে সংস্কার ও বিচারের কাজও চলতে থাকবে।”
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। এর মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে।”
“তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন দ্বিতীয় অধ্যারয়ে প্রথম ও প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা,” বলেন শফিকুল আলম।
এর বাইরে সংস্কার ও বিচারক কাজও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান প্রেস সচিব।
ঢাকা/আসাদ/সাইফ