Samakal:
2025-09-22@14:33:29 GMT

ল্যাপটপে গেমিং ফিচার

Published: 4th, May 2025 GMT

ল্যাপটপে গেমিং ফিচার

২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) নতুন অরোস ও গিগাবাইট এআই গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। নতুন ল্যাপটপ সিরিজে ১০০টি ফুল-ব্লুমিং এআই ফিচার রয়েছে, যা এআই পিসির জগতে সাড়া জাগাবে বলে নির্মাতারা জানায়।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, বিশ্বের প্রথম এআই গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ সিরিজের সূচনা হয় অরোস মাস্টার ১৬ মডেলে, যা ইনটেল কোর আলট্রা ২০০এইচএক্স সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ পরিচালিত। সিরিজের ল্যাপটপে এআই কম্পিউটিং ও গেমিং পারফরম্যান্স দেবে।
নতুন অরোস গেমিং ল্যাপটপ সিরিজে রয়েছে ইনটেল কোর আলট্রা ৯ ২৭৫এইচএক্স প্রসেসর, যার মধ্যে ২৪টি কোর রয়েছে, আটটি পারফরম্যান্স কোর ও ১৬টি ইফিশিয়েন্সি কোর সক্রিয়। অন্যদিকে এতে ইন্টিগ্রেটেড এনপিইউ এআই ইঞ্জিন রয়েছে, যা আগের 
প্রজন্মের তুলনায় তিন গুণ এআই পারফরম্যান্স দেয়।
এনভিডিয়া ব্ল্যাকওয়েল পরিচালিত জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ গেমার ও ক্রিয়েটর নতুন অভিজ্ঞতা পাবে। এনভিডিয়া ডিএলএসএস ফোরের মাধ্যমে মানোন্নত পারফরম্যান্স, অবিশ্বাস্য গতিতে চিত্র তৈরি ও এনভিডিয়া স্টুডিওর মাধ্যমে সৃজনশীলতা উন্মুক্ত করা সম্ভব হয়েছে। গিগাবাইট তাদের নিজস্ব এআই সহায়ক জিম্যাট সিরিজের নতুন ল্যাপটপের সঙ্গে যুক্ত করেছে। 
জিম্যাট হলো স্মার্ট এআই সঙ্গী, যা সম্পূর্ণ ল্যাপটপ সেটিংস নিয়ন্ত্রণে সহায়তা করে; স্বজ্ঞাত ও পূর্বানুমানিক পরিষেবা দেয়। ফলে গ্রাহক সহজ ভাষায় যে কোনো কমান্ড দিতে পারেন। গিগাবাইটের এক্সক্লুসিভ উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স কুলিং প্রযুক্তি এবার অরোস মাস্টার সিরিজকে উন্নত করেছে। এটি ২৭০ ওয়াট পর্যন্ত তাপ নির্গমন করতে সক্ষম। নতুন ডিজাইনের ফ্রস্ট ফ্যান ব্যবহারে বেড়েছে কুলিং দক্ষতা। কুলিং প্রযুক্তি গেমারকে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে কাজ করে। অরোস মাস্টার ১৬ মডেলের ল্যাপটপে রয়েছে ২৪০ হার্টজের ওএলইডি ডিসপ্লে, যা গেমের আবহকে জীবন্ত করে। ডলবি অ্যাটমস ও এক্সক্লুসিভ প্রযুক্তি অডিও আবহকে নতুন মাত্রা দিয়েছে বলে নির্মাতারা জানায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল য পটপ প রফরম য ন স ল য পটপ স এনভ ড য়

এছাড়াও পড়ুন:

আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস

আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ

আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ

এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ

আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস
  • দেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন
  • সাইফ হাসান: খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি