২০২৫ সালের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) নতুন অরোস ও গিগাবাইট এআই গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে। নতুন ল্যাপটপ সিরিজে ১০০টি ফুল-ব্লুমিং এআই ফিচার রয়েছে, যা এআই পিসির জগতে সাড়া জাগাবে বলে নির্মাতারা জানায়।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, বিশ্বের প্রথম এআই গেমিং ফ্ল্যাগশিপ ল্যাপটপ সিরিজের সূচনা হয় অরোস মাস্টার ১৬ মডেলে, যা ইনটেল কোর আলট্রা ২০০এইচএক্স সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ পরিচালিত। সিরিজের ল্যাপটপে এআই কম্পিউটিং ও গেমিং পারফরম্যান্স দেবে।
নতুন অরোস গেমিং ল্যাপটপ সিরিজে রয়েছে ইনটেল কোর আলট্রা ৯ ২৭৫এইচএক্স প্রসেসর, যার মধ্যে ২৪টি কোর রয়েছে, আটটি পারফরম্যান্স কোর ও ১৬টি ইফিশিয়েন্সি কোর সক্রিয়। অন্যদিকে এতে ইন্টিগ্রেটেড এনপিইউ এআই ইঞ্জিন রয়েছে, যা আগের
প্রজন্মের তুলনায় তিন গুণ এআই পারফরম্যান্স দেয়।
এনভিডিয়া ব্ল্যাকওয়েল পরিচালিত জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ গেমার ও ক্রিয়েটর নতুন অভিজ্ঞতা পাবে। এনভিডিয়া ডিএলএসএস ফোরের মাধ্যমে মানোন্নত পারফরম্যান্স, অবিশ্বাস্য গতিতে চিত্র তৈরি ও এনভিডিয়া স্টুডিওর মাধ্যমে সৃজনশীলতা উন্মুক্ত করা সম্ভব হয়েছে। গিগাবাইট তাদের নিজস্ব এআই সহায়ক জিম্যাট সিরিজের নতুন ল্যাপটপের সঙ্গে যুক্ত করেছে।
জিম্যাট হলো স্মার্ট এআই সঙ্গী, যা সম্পূর্ণ ল্যাপটপ সেটিংস নিয়ন্ত্রণে সহায়তা করে; স্বজ্ঞাত ও পূর্বানুমানিক পরিষেবা দেয়। ফলে গ্রাহক সহজ ভাষায় যে কোনো কমান্ড দিতে পারেন। গিগাবাইটের এক্সক্লুসিভ উইন্ডফোর্স ইনফিনিটি ইএক্স কুলিং প্রযুক্তি এবার অরোস মাস্টার সিরিজকে উন্নত করেছে। এটি ২৭০ ওয়াট পর্যন্ত তাপ নির্গমন করতে সক্ষম। নতুন ডিজাইনের ফ্রস্ট ফ্যান ব্যবহারে বেড়েছে কুলিং দক্ষতা। কুলিং প্রযুক্তি গেমারকে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে কাজ করে। অরোস মাস্টার ১৬ মডেলের ল্যাপটপে রয়েছে ২৪০ হার্টজের ওএলইডি ডিসপ্লে, যা গেমের আবহকে জীবন্ত করে। ডলবি অ্যাটমস ও এক্সক্লুসিভ প্রযুক্তি অডিও আবহকে নতুন মাত্রা দিয়েছে বলে নির্মাতারা জানায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল য পটপ প রফরম য ন স ল য পটপ স এনভ ড য়
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কা দলে প্রথমবার ডাক পেলেন এসহান, টি-টোয়েন্টিতে ফিরলেন রাজাপাকসে
আসন্ন পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন দাসুন শানাকা। গতিতে তোলপাড় করা তরুণ পেসার এহসান মালিঙ্গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আর এই সিরিজে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি জায়গা পেয়েছেন। যা ত্রিদেশীয় সিরিজের আগেই অনুষ্ঠিত হবে।
২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার পাভন রতনায়েকে যুক্ত হয়েছেন ওয়ানডে দলে। তাকে দলে নেওয়ার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে বরং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘমেয়াদি ধারাবাহিকতাই বড় ভূমিকা রেখেছে। যদিও জুলাইয়ের শেষ দিকে তিনি একটি লিস্ট-এ শতক হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন।
আরো পড়ুন:
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ
অন্যদিকে, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না দিলশান মাদুশাঙ্কা। তার জায়গায় সুযোগ পেয়েছেন মালিঙ্গা। একই সঙ্গে শ্বাসনালির সংক্রমণে ভুগছেন মাথিশা পাথিরানা। ফলে তিনি নেই টি-টোয়েন্টি স্কোয়াডে। পাথিরানার স্থলাভিষিক্ত হয়েছেন আসিথা ফার্নান্দো।
সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন ঘটেছে ভানুকা রাজাপাকসের। বছরের শুরুতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর দুইটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিস করেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার বিস্ফোরক পারফরম্যান্স (মাত্র চার ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেট) তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে। মাঝের সারিতে শক্তি যোগাতে এই অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার জন্য বড় স্বস্তি।
তবে বিস্ময়করভাবে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো। এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২৪। যা নির্বাচকদের চোখে যথেষ্ট প্রভাব ফেলেনি।
বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে এবারও মূল দলে জায়গা পাননি। তবে তিনি নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে। যারা অংশ নেবে দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া রাইজিং স্টারস টি-টোয়েন্টি এশিয়া কাপে। নুয়ানিদু ফার্নান্দোকেও রাখা হয়েছে সেই দলে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভন রতনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা।
ত্রিদেশীয় সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা (সহ-অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।
ঢাকা/আমিনুল