এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ রাজধানীর ধানমন্ডিতে গত শনিবার ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সারা দেশের ৯ শতাধিক শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমীর অংশগ্রহণে দিনটি পরিণত হয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) এক অনন্য জাতীয় উদ্ভাবনী উৎসবে।

দিনব্যাপী আয়োজনে তিনটি কর্মশালায় আলোচনা হয় এআইয়ের বাস্তব জীবনে প্রয়োগ, নৈতিকতা ও উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে। অংশগ্রহণকারীরা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই তিন স্তরে প্রজেক্ট জমা দেন। বিচারকার্যে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই, সিআইএস ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৬ জন অভিজ্ঞ শিক্ষক। জয়ীদের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প নির্বাচন করে পুরস্কার হিসেবে দেওয়া হয় চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ ট্রফি এবং সর্বোচ্চ স্কোরারকে প্রদান করা হয় একটি ল্যাপটপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো.

সবুর খান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমান, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, ইয়ুথ প্রোগ্রাম, ইভেন্টস অ্যান্ড অ্যাকটিভেশনের চিফ কো-অর্ডিনেটর মো. মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলির সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিআইইউয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এফএসআইটি) ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন।

অনুষ্ঠানে অলিম্পিয়াডের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য উপস্থাপন করেন এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর কনভেনর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাস। তিনি বলেন, ‘এই অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং একটি জাতীয় প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থী ও তরুণেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা প্রয়োগের সুযোগ পেয়েছে।’

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল একটি প্রযুক্তি নয়; বরং এটি ভবিষ্যতের নেতৃত্ব, সমস্যা সমাধান ও মানবিক উন্নয়নের এক কার্যকর হাতিয়ার। এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ সেই বাস্তবতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে সফল হয়েছে। এই আয়োজন প্রমাণ করে যে বাংলাদেশের তরুণেরা এখন শুধু প্রযুক্তির ব্যবহারকারী নন, বরং তাঁরা উদ্ভাবনের শক্তি নিয়েই ভবিষ্যতের নেতৃত্ব দিতে প্রস্তুত।

এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল প্রথম আলো।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প য় ড অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে মাস্টার্স, সিজিপিএ ২ থাকলেই আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ১২তম ব্যাচে প্রফেশনাল ইসলামিক স্টাডিজ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ-

১. কোর্সটির মেয়াদ ২ বছর

২. সেমিস্টার ৪টি

৩. কোর্সের সংখ্যা ২০

৪. আবেদন ফি এক হাজার টাকা।

আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৮ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা-

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান বা পাস) অথবা ফাজিল অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।

২.সব পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ থাকতে হবে।

৩. অনলাইন আবেদন লিংক:

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য-

১. আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ জুলাই ২০২৫, শুক্রবার। লিখিত: সকাল ১০টা থেকে ১১টা। মৌখিক: বেলা ২টা।

৩. ইসলামিক স্টাডিজ বিভাগে অফিসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

৪. যোগাযোগ: ইসলামিক স্টাডিজ বিভাগ, কলাভবন নিচতলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট:

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স, সিজিপিএ ২.৫ হলেই আবেদন০৩ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল
  • ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
  • তিন মাসে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি
  • তেলের দাম কমলেও সৌদি আরব এতটা নির্ভার কীভাবে
  • প্রাথমিকে আসছে কোটাবিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি
  • তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫
  • এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে মাস্টার্স, সিজিপিএ ২ থাকলেই আবেদন