প্রিয় এসএসসি পরীক্ষার্থী, অর্থনীতিতে ভালো নম্বর পাওয়া বেশ সহজ। সারা বছর তোমরা মনোযোগ দিয়ে পড়েছ, প্রস্তুতিও নিয়েছ সঠিকভাবে। তাই এ বিষয়ে বেশি নম্বর পাওয়া তোমার জন্য বেশ সহজ। এ বছর পুরো বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে।
১.
বহুনির্বাচনিতে ভালো করতে হলে পুরো বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো মনে রাখবে। সারা বছর পাঠ্যবইয়ের পাতায় পাতায় গুরুত্বপূর্ণ তথ্যগুলোর নিচে দাগ দিয়েছ, সেগুলোতে ভালো করে চোখ বুলিয়ে নেবে। যাতে খুব সহজে সে তথ্যগুলো নজরে পড়ে।
২.


দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি, অর্থনীতির জনক, ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, আয়ের বৃত্তাকার প্রবাহ দরকারি বিষয়ে  তা ভালো করে পড়বে। এ অধ্যায় থেকে বহুনির্বাচনি ও সৃজনশীল—দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়।

৩.
প্রায় প্রতিটি অধ্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। সূত্রগুলো মনে রাখবে, বুঝে পড়বে।
যেমন-গড় উৎপাদন = মোট উৎপাদন মোট শ্রম উপকরণ; S= y-c; মাথাপিছু জিডিপি = কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন /ওই বছরের মধ্য সময়ের মোট সংখ্যা; সুষম বাজেট = মোট আয়-মোট ব্যয় = 0 হয়

৩.
পঞ্চম অধ্যায়ে বাজার অধ্যায়ের একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালো ধারণা রাখবে।
৪.
ষষ্ঠ অধ্যায়ে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় বিষয়গুলো একই ধরনের। অনেকে  এ অধ্যায়ে প্রশ্ন গুলিয়ে ফেলে। তাই এগুলো বুঝে পড়বে।
৫.
সপ্তম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, নিকাশ ঘর, রেমিট্যান্সের বিষয়ে ভালো করে পড়বে। দারিদ্র্যের দৃষ্টান্ত, সামাজিক ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৌসুমি বেকারত্ব এবং এনজিও সম্পর্কে বিস্তারিত পড়বে।

আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য০৪ মে ২০২৫

৬.
দশম অধ্যায়ের বাংলাদেশের সরকারের অর্থব্যবস্থা অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ । তা ছাড়া কর রাজস্ব, মূল্য সংযোজন কর, আয় ও মুনাফার ওপর কর, করবহির্ভূত রাজস্ব নিয়ে পরিষ্কার ধারণা রাখবে। সুষম বাজেট, অসুষম বাজেট উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট অংশ ভালো করে পড়বে।
৭.
সারা পাঠ্যবইয়ের মধ্যে অনেক অর্থনীতিবিদের নাম, বইয়ের নাম, সূত্র, সাল, পরিমাণ ইত্যাদি রয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এসব তথ্য তোমার দরকার পড়বেই। তাই এসব যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।
৮.
পরীক্ষার খাতায় লেখা শেষে রিভিশন দিতে ভুলবে না। কারণ, কোনো প্রশ্নের উত্তর রেখার সময় তাড়াতাড়ির কারণে কিছু ভুল হতে পারে, রিভিশন দিলে সে ভুল সহজেই চোখে পড়বে। আর ঠিক করাটা সহজ হবে।

আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫যা মনে রাখা জরুরি—

১. অর্থনীতির জনক—অ্যাডাম স্মিথ।
২. অর্থনীতির ১০টি নীতির  ধারণা দেন—গ্রেগরি  ম্যানইউ।
. অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হলো—৪টি।
.  আয় ও ভোগের পার্থক্যকে বলা হয়—সঞ্চয়।
. বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল—৩টি খাতের ওপর।
. দাম ও জোগানের সম্পর্ক—সমমুখী।
. উৎপাদনের প্রধান উপকরণ—৪টি।
. বাংলাদেশের অর্থনীতিকে বিভক্ত করা হয়—১৫টি খাতে।
৯. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবর্তক হলেন—অধ্যাপক রাগনার নার্কস।
১০. উন্নত দেশের বৈশিষ্ট্য হলো—দক্ষ জনশক্তি।
লেখক: মিজানুর রহমান, প্রভাষক, ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়, ঢাকা

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার দুই মাস বাকি, পরীক্ষার্থীদের করণীয় ১০ পরামর্শ০১ মে ২০২৫আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র যবস থ

এছাড়াও পড়ুন:

পূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমসহ এলএলবি (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বার কাউন্সিলের এনরোলমেন্ট সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫

নির্বাচিতদের দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনা, চুক্তিপত্র খসড়া ও ভোটিং, সম্পত্তির কাগজ যাচাইসহ বিভিন্ন আইনি কাজে নিয়োজিত করা হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)। নিয়োগপ্রাপ্তদের কমপক্ষে পাঁচ বছর চাকরির অঙ্গীকার দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে। আবেদন করা যাবে ৩১ আগস্ট ২০২৫ তারিখ, সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ৯ ঘণ্টা আগেএক নজরে বিস্তারিত—

পদের নাম: জুনিয়র অফিসার (আইন)

পদসংখ্যা: ২০ জন

আবেদনের মাধ্যম: www.pubalibangla.com/career

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫ তারিখ, সন্ধ্যা ৬টা পর্যন্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ডাচ্‌-বাংলা ব্যাংক দেবে এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি, মাসে আড়াই হাজার টাকা, করুন আবেদন
  • গণগ্রন্থাগার অধিদপ্তরে ৬ বছর পর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩
  • আজ টিভিতে যা দেখবেন (৫ আগস্ট ২০২৫)
  • ওয়ালটন ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, ৭ আগস্টের মধ্যে আবেদন
  • নাইরোবিতে উইকিপিডিয়ার সম্মেলনে যাচ্ছেন ৫ বাংলাদেশি তরুণ
  • আজ টিভিতে যা দেখবেন (৪ আগস্ট ২০২৫)
  • এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শাবিপ্রবি প্রশাসন
  • পূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার
  • এসএসসি পরীক্ষার প্রয়োজন ও কার্যকারিতা কতটুকু
  • বেরোবির স্নাতকে ভর্তি শুরু রবিবার