এসএসসি পরীক্ষা-২০২৫: অর্থনীতিতে বেশি নম্বর পাওয়ার ৮টি উপায়
Published: 5th, May 2025 GMT
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, অর্থনীতিতে ভালো নম্বর পাওয়া বেশ সহজ। সারা বছর তোমরা মনোযোগ দিয়ে পড়েছ, প্রস্তুতিও নিয়েছ সঠিকভাবে। তাই এ বিষয়ে বেশি নম্বর পাওয়া তোমার জন্য বেশ সহজ। এ বছর পুরো বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে।
১.
বহুনির্বাচনিতে ভালো করতে হলে পুরো বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো মনে রাখবে। সারা বছর পাঠ্যবইয়ের পাতায় পাতায় গুরুত্বপূর্ণ তথ্যগুলোর নিচে দাগ দিয়েছ, সেগুলোতে ভালো করে চোখ বুলিয়ে নেবে। যাতে খুব সহজে সে তথ্যগুলো নজরে পড়ে।
২.
দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতি, অর্থনীতির জনক, ধর্মতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, আয়ের বৃত্তাকার প্রবাহ দরকারি বিষয়ে তা ভালো করে পড়বে। এ অধ্যায় থেকে বহুনির্বাচনি ও সৃজনশীল—দুই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়।
৩.
প্রায় প্রতিটি অধ্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। সূত্রগুলো মনে রাখবে, বুঝে পড়বে।
যেমন-গড় উৎপাদন = মোট উৎপাদন মোট শ্রম উপকরণ; S= y-c; মাথাপিছু জিডিপি = কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন /ওই বছরের মধ্য সময়ের মোট সংখ্যা; সুষম বাজেট = মোট আয়-মোট ব্যয় = 0 হয়
৩.
পঞ্চম অধ্যায়ে বাজার অধ্যায়ের একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার সম্পর্কে ভালো ধারণা রাখবে।
৪.
ষষ্ঠ অধ্যায়ে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নিট জাতীয় আয় বিষয়গুলো একই ধরনের। অনেকে এ অধ্যায়ে প্রশ্ন গুলিয়ে ফেলে। তাই এগুলো বুঝে পড়বে।
৫.
সপ্তম অধ্যায়ের অর্থ ও ব্যাংক ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, নিকাশ ঘর, রেমিট্যান্সের বিষয়ে ভালো করে পড়বে। দারিদ্র্যের দৃষ্টান্ত, সামাজিক ব্যয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মৌসুমি বেকারত্ব এবং এনজিও সম্পর্কে বিস্তারিত পড়বে।
৬.
দশম অধ্যায়ের বাংলাদেশের সরকারের অর্থব্যবস্থা অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ । তা ছাড়া কর রাজস্ব, মূল্য সংযোজন কর, আয় ও মুনাফার ওপর কর, করবহির্ভূত রাজস্ব নিয়ে পরিষ্কার ধারণা রাখবে। সুষম বাজেট, অসুষম বাজেট উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট অংশ ভালো করে পড়বে।
৭.
সারা পাঠ্যবইয়ের মধ্যে অনেক অর্থনীতিবিদের নাম, বইয়ের নাম, সূত্র, সাল, পরিমাণ ইত্যাদি রয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে এসব তথ্য তোমার দরকার পড়বেই। তাই এসব যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখবে।
৮.
পরীক্ষার খাতায় লেখা শেষে রিভিশন দিতে ভুলবে না। কারণ, কোনো প্রশ্নের উত্তর রেখার সময় তাড়াতাড়ির কারণে কিছু ভুল হতে পারে, রিভিশন দিলে সে ভুল সহজেই চোখে পড়বে। আর ঠিক করাটা সহজ হবে।
১. অর্থনীতির জনক—অ্যাডাম স্মিথ।
২. অর্থনীতির ১০টি নীতির ধারণা দেন—গ্রেগরি ম্যানইউ।
৩. অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য হলো—৪টি।
৪. আয় ও ভোগের পার্থক্যকে বলা হয়—সঞ্চয়।
৫. বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল—৩টি খাতের ওপর।
৬. দাম ও জোগানের সম্পর্ক—সমমুখী।
৭. উৎপাদনের প্রধান উপকরণ—৪টি।
৮. বাংলাদেশের অর্থনীতিকে বিভক্ত করা হয়—১৫টি খাতে।
৯. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবর্তক হলেন—অধ্যাপক রাগনার নার্কস।
১০. উন্নত দেশের বৈশিষ্ট্য হলো—দক্ষ জনশক্তি।
লেখক: মিজানুর রহমান, প্রভাষক, ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়, ঢাকা
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২১ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ারে আর্সেনাল খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। লা লিগায় আজ মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো।
অ্যাথলেটিকসবিশ্ব চ্যাম্পিয়নশিপ
সকাল ৬টা ও বেলা ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
ভারত–পাকিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
সান্ডারল্যান্ড-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বোর্নমাউথ-নিউক্যাসল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
আর্সেনাল-ম্যানচেস্টার সিটি
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মায়োর্কা-আতলেতিকো
রাত ৮-১৫ মি., বিগিন অ্যাপ
বার্সেলোনা-হেতাফে
রাত ১টা, বিগিন অ্যাপ
লাৎসিও-রোমা
বিকেল ৪-৩০ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
তুরিনো-আতালান্তা
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
ইন্টার মিলান-সাসসুয়োলো
রাত ১২-৪৫ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
ফ্রাঙ্কফুর্ট-ইউনিয়ন বার্লিন
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ২
লেভারকুসেন-ম’গ্লাডবাখ
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২
ডর্টমুন্ড-ভলফসবুর্গ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২
লেভার কাপ
রাত ১টা, সনি স্পোর্টস ৫
গায়ানা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২