মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তিও শেষ হয়ে যাবে লাইয়া আলেইক্সান্দ্রির। চুক্তি আর নবায়ন করবেন না তিনি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, মৌসুম শেষে বিনা ফি-তে ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার বার্সেলোনায় যোগ দেবেন। বার্সার সঙ্গে নাকি এরই মধ্যে চার বছরের চুক্তিও হয়ে গেছে সিটি নারী দলের এই তারকা ডিফেন্ডারের।

আরও পড়ুন‘প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের শিক্ষা আর সব সেবা ফ্রি করে দেব’ ৪ ঘণ্টা আগে

২০২২ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলেইক্সান্দ্রি। আতলেতিকোতে থাকা পাঁচ বছরে তিনি তিনবার জিতেছেন মেয়েদের লিগ, হয়ে উঠেছিলেন স্পেন নারী ফুটবল দলেরও বড় আস্থা। এরপর ইংল্যান্ডে সিটি নারী দলে যোগ দিয়ে নিজেকে আরও পরিণত করেছেন। তিন বছরের সিটি-অভিযান শেষে আলেইক্সান্দ্রি এবার ফিরে যাচ্ছেন সেই ক্লাবে, যেখানে তাঁর পেশাদার ফুটবলের গল্পটা শুরু হয়েছিল।

২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলেইক্সান্দ্রি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাধারণ বীমা খাতের নিট মুনাফায় মিশ্র প্রবণতা

দেশে শিল্প খাতের বিনিয়োগে কয়েক বছর ধরে ধীরগতি রয়েছে। এর প্রভাবে সাধারণ বীমা খাতের ব্যবসাও তেমন বাড়ছে না। এর মধ্যে অল্প হলেও এ খাতের অধিকাংশ কোম্পানি কম-বেশি প্রবৃদ্ধিসহ নিট মুনাফার তথ্য দিচ্ছে। কারও বেড়েছে, কারও কমেছে। মিশ্র এ প্রবণতার মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার হার মোটামুটি আগের মতোই। 
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৩ সাধারণ বীমা কোম্পানির মধ্যে গত রোববার পর্যন্ত ৩০টি ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব কোম্পানির ২০২৪ সালে সাকল্যে ৪৯০ কোটি টাকা নিট মুনাফা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় সাড়ে ৭ শতাংশ বেশি। ২০২৩ সালে তাদের নিট মুনাফা ছিল ৪৫৬ কোটি টাকা। অন্যদিকে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এসব কোম্পানির নিট মুনাফা প্রায় সাড়ে ৪ শতাংশ কমেছিল। ২০২২ সালে কোম্পানিগুলোর নিট মুনাফা ছিল ৪৭৭ কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, বীমা খাতের ব্যবসা নির্ভর করে নতুন বিনিয়োগের ওপর। বিনিয়োগে ধীরগিত থাকায় সম্পদভিত্তিক ঝুঁকি বীমা বাড়ছে না। 

সাধারণ বীমা খাতের অন্যতম প্রধান কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালেদ মামুন সমকালকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ অনেকটাই থমকে আছে। এর মধ্যে বীমা কোম্পানির ব্যবসা করার সুযোগ কম। নতুন করে বিনিয়োগ না হলে নতুন সম্পদ সৃষ্টি হয় না। সামান্য যেটুকু ব্যবসা আছে, তা ধরার জন্য এ খাতে অসুস্থ প্রতিযোগিতা চলছে বলে জানিয়ে তিনি বলেন, খারাপ চর্চা শুধু ব্যবসা পেতে নয়, আর্থিক হিসাব প্রস্তুতের ক্ষেত্রেও অনেকে জালজালিয়াতি করে। এ ধারা বহু বছর ধরে চলছে, যা থামার বা থামানোর চেষ্টা নেই।
এদিকে ৩০ কোম্পানি কিছুটা মুনাফা বৃদ্ধির তথ্য দিলেও লভ্যাংশ ঘোষণা প্রায় আগের মতোই আছে। ২০২৪ সালে তারা ২২০ কোটি টাকার নগদ লভ্যাংশসহ মোট ২৪০ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করেছিল। এ বছর প্রায় ২২৮ কোটি টাকার নগদ লভ্যাংশসহ ২৩৮ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা করেছে।
পর্যালোচনায় দেখা গেছে, লভ্যাংশ ঘোষণাকারী ৩০ সাধারণ বীমা কোম্পানির মধ্যে ১৭টি আগের বছরের হারে লভ্যাংশ ঘোষণা করেছে। চার কোম্পানির লভ্যাংশের হার কিছুটা বাড়িয়েছে। তবে ৯টির লভ্যাংশ কমেছে।

নিট মুনাফার সার্বিক চিত্র
মুনাফার তথ্য প্রকাশ করা ৩০ কোম্পানির মধ্যে মুনাফা বেড়েছে ১৮টির। ১২ কোম্পানির মুনাফা কিছুটা হলেও কমেছে। নিট মুনাফা কিছুটা বৃদ্ধিতে রিলায়েন্স ইন্স্যুরেন্স অন্যতম। ২০২৪ সালে কোম্পানিটি প্রায় ৯৬ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি। সর্বোচ্চ ১১০ শতাংশ মুনাফা বেড়েছে রূপালী ইন্স্যুরেন্সের। কোম্পানির শেয়ারপ্রতি আয় ৪৭ পয়সা থেকে ৯৯ পয়সায় উন্নীত হয়েছে। ইপিএসে ৬৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা যথাক্রমে ৫৪ কোটি, ৪১ কোটি এবং ৪৭ কোটি টাকা। মুনাফা কমার তালিকায় রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইত্যাদি। 

সম্পর্কিত নিবন্ধ

  • লভ্যাংশ ঘোষণা করেছে ডিবিএইচ, বেড়েছে মুনাফা
  • সাধারণ বীমা খাতের নিট মুনাফায় মিশ্র প্রবণতা
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: অশালীন অঙ্গভঙ্গি ও অশ্লীল কবিতা পড়তে জোরাজুরি
  • ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই: পুতিন