দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারলো না বাংলাদেশ নারী ইমার্জিং দল। ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

চট্টগ্রামে মঙ্গলবার (০৬ মে) আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

টনিক্লিফ ও মার্কশিয়া অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৮৯ রান আসে টনিক্লিফের ব্যাট থেকে। টনিক্লিফের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

আরো পড়ুন:

ড্রেসিংরুমে সেরা ফিল্ডারকে ‘মেডেল’ দিয়ে পুরস্কৃত

গলে-কলম্বোয় দুই টেস্ট বাংলাদেশের, এক মাসের সফরসূচি প্রকাশ

মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা সর্বোচ্চ ২ উইকেট নেন।

এর আগে সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।

এ ছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে ‘ভুয়া’ পরিচয়পত্র ব্যবহার করছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয়। টিউলিপের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়ে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস যৌথ অনুসন্ধান করে।
বিস্তারিত পড়ুন...

৩সৌদি আরব-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলবেসৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের নেতারা। ১৭ সেপ্টেম্বর ২০২৫, রিয়াদ

সম্পর্কিত নিবন্ধ