দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল
Published: 6th, May 2025 GMT
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারলো না বাংলাদেশ নারী ইমার্জিং দল। ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামে মঙ্গলবার (০৬ মে) আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
টনিক্লিফ ও মার্কশিয়া অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৮৯ রান আসে টনিক্লিফের ব্যাট থেকে। টনিক্লিফের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
আরো পড়ুন:
ড্রেসিংরুমে সেরা ফিল্ডারকে ‘মেডেল’ দিয়ে পুরস্কৃত
গলে-কলম্বোয় দুই টেস্ট বাংলাদেশের, এক মাসের সফরসূচি প্রকাশ
মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা সর্বোচ্চ ২ উইকেট নেন।
এর আগে সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।
এ ছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম আলোকে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা
প্রথম আলো তার যাত্রাপথে ২৭ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।
শুভেচ্ছা জানাতে প্রথম আলো কার্যালয়ে আসেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী, হেড অব এক্সটারনাল কমিউনিকেশনস আংকিত সুরেকা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল, বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম, ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ ও অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম,
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা নিয়ে আসেন ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তারা