দ. আফ্রিকার বিপক্ষে পারলো না নারী ইমার্জিং দল
Published: 6th, May 2025 GMT
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে পারলো না বাংলাদেশ নারী ইমার্জিং দল। ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামে মঙ্গলবার (০৬ মে) আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৯ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
টনিক্লিফ ও মার্কশিয়া অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সর্বোচ্চ ৮৯ রান আসে টনিক্লিফের ব্যাট থেকে। টনিক্লিফের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
আরো পড়ুন:
ড্রেসিংরুমে সেরা ফিল্ডারকে ‘মেডেল’ দিয়ে পুরস্কৃত
গলে-কলম্বোয় দুই টেস্ট বাংলাদেশের, এক মাসের সফরসূচি প্রকাশ
মার্কশিয়ার ব্যাট থেকে আসে ৫০ রান। এ ছাড়া টাকার ২৪ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা সর্বোচ্চ ২ উইকেট নেন।
এর আগে সুমাইয়ার ফিফটিতে ভর করে কোনো মতে দেড়’শ পার করে বাংলাদেশ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫২ রান। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি শারমিন-ইশমা। দুজনের ব্যাট থেকে যথাক্রমে রান আসে ৩৪ ও ২৯।
এ ছাড়া দিশা ১৩, সানজিদা ৪ ও সাথি ৪ রান করে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাকার। ২ উইকেট নেন এনজুজা।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের ব্যাপারে প্রতিবেদন তৈরি করছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি
ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন শশী থারুর জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে কমিটির একাধিক বৈঠক হয়েছে। ৪ আগস্ট ওই বৈঠকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সদস্যদের উত্থাপিত সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। মঙ্গলবার ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
থারুর ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, “আমরা বাংলাদেশ সম্পর্কে ৩-৪টি বৈঠক করেছি এবং এটিই ছিল শেষ বৈঠক যেখানে পররাষ্ট্র সচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে, সদস্যদের সব প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র সচিব তাদের সবার উত্তর দিয়েছেন।”
তিনি জানান, কমিটি এখন তার প্রতিবেদন প্রস্তুত করবে, যা সংসদে উপস্থাপন করা হবে।
থারুর বলেন, “এর পরে একটি প্রতিবেদন লেখা, গ্রহণ করা এবং সংসদে উপস্থাপন করা আমাদের কাজ। তা করার আগে, আমরা কী সিদ্ধান্ত নেব, কী পরামর্শ দেব তা আমি বলতে পারছি না।”
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কর্মকর্তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে প্রমাণ উপস্থাপন করেন। এজেন্ডায় ২০২৪-২৫ সালের জন্য মন্ত্রণালয়ের অনুদানের দাবি সম্পর্কিত পূর্ববর্তী প্রতিবেদনে দেওয়া সুপারিশের উপর সরকার গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনের পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল।
প্যানেলটি এর আগে ২৭ জুন বৈঠক করেছিল। সেখানে তারা ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত’ বিষয়ের উপর বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। বৈঠকের পর, থারুর জানিয়েছিলেন, কমিটি ‘চারজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ’ এর অন্তর্দৃষ্টি থেকে উপকৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা হ্রাস পেয়েছে।
তিনি বলেছেন, “আপনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের প্রতিবেদনটি দেখতে পাবেন... আমরা (ভারতে বসবাসকারী বাংলাদেশিদের সমস্যা) নিয়ে আলোচনা করিনি। তবে আমাদের একটি পরিসংখ্যান সম্পর্কে বলা হয়েছিল যে আমাদের দেশে আসা বাংলাদেশিদের সংখ্যা এখন হ্রাস পেয়েছে।”
ঢাকা/শাহেদ