প্রথমবার পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো জুনিয়র
Published: 6th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথমবার পর্তুগালের বয়সভিত্তিক দলে ডাক পেয়েছে। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে ক্রিস্টিয়ানো জুনিয়রের। তার আগে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছে সে।
ক্রিস্টিয়ানো জুনিয়র রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলেছে। তবে সিআরসেভেন জুভেন্টাসে যাওয়ার পর আলোয় আসে জুনিয়র। সেখানে বয়সভিত্তিক দলে আলো কাড়ে সে। এরপর ম্যানচেস্টার ঘুরে রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন।
ক্রিস্টিয়ানো জুনিয়রও আছে আল নাসরের একাডেমিতে। সেখানে প্রতিভার স্বাক্ষর রাখায় তাকে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটি বিষয় মোটামুটি নিশ্চিত হলো, কখনো শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করলে পর্তুগালের হয়ে খেলবে সে।
ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে। সে চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দের হয়ে খেলতে পারবে। রোনালদোর ছেলে হলেও জর্জিনা রদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিস্টিয়ানো জুনিয়র। যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে।
ছেলের প্রথমবার পর্তুগাল দলে ডাক পাওয়ায় বেজায় খুশি ৪০ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা যাওয়া রোনালদো। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, বাবা।’ এর আগে রোনালদো তার ছেলের সঙ্গে সুযোগ হলে খেলতে চান বলে উল্লেখ করেছিলেন, ‘আমি তার সঙ্গে খেলতে পছন্দ করবো। আমি এই স্বপ্নে ঘুম নষ্ট করছি না, তবে এটা হলে ভালোই লাগবে। সবকিছু নির্ভর জুনিয়র কেমন খেলছে তার ওপর।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ত গ ল র
এছাড়াও পড়ুন:
আইসিসির মাস সেরার লড়াইয়ে প্রথমবার মিরাজ
এপ্রিলে ব্যাট-বল হাতে দারুণ সময় কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে তার উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করেছে। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।এবার তার সামনে আইসিসির স্বীকৃতির হাতছানি।
আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন মিরাজ। প্রথমবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। তার সঙ্গে তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স।
সোমবার (৫ মে) আইসিসি পুরুষ ও নারী ক্রিকেটারদের এপ্রিলের মাস সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা।
আরো পড়ুন:
ওয়ানডে র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে বাংলাদেশ
প্লে-অফের দ্বারপ্রান্তে পাঞ্জাব কিংস
জিম্বাবুয়ের বিপক্ষে অর্জনের ঝুলি ‘টইটুম্বুর’ ছিল মিরাজের। সিলেটে ম্যাচ হারলেও মিরাজ দুই ইনিংসে ৫টি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচে ১০ উইকেট নিজের কাজটা ঠিকটাক করেছিলেন। চট্টগ্রামেও মিরাজ ধরে রেখেছিলেন ছন্দ। ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। বল হাতে নিয়েছিলে ৫ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তোলেন মিরাজ। সেঞ্চুরির পথে তুলে নিয়েছিলেন সাদা পোশাকে ২ হাজার রান। ২ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে নাম লিখিছেন সাকিবের পর। এছাড়া একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হয়েছিলেন তিনি। আবার সিরিজে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটারও হয়েছেন। আলো ছড়িয়ে এবার আইসিসির স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের তারকা।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুরাজাবানি সিরিজে জিম্বাবুয়ের শীর্ষ উইকেট শিকারি ছিলেন।২০.৫০ গড়ে নিয়েছেন ১০টি উইকেট। এছাড়া কিউই পেসার বেন সিয়ার্সও দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে ৯.৩০ গড়ে ১০ উইকেট নিয়েছেন। ইকোনমি ছিল ৫.০৭। হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়।
ঢাকা/ইয়াসিন/সাইফ