কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে চলমান উত্তেজনা কমিয়ে ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘাত এড়ানোর বার্তা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত সোমবার দুই দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে দুই দেশের প্রতি এ আহ্বান জানিয়েছে পরিষদের সদস্যদেশগুলো।

নিরাপত্তা পরিষদের ওই বৈঠক হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। বৈঠকে পরিষদের স্থায়ী ৫টি ও অস্থায়ী ১০ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। ভারতের আপাতত পরিষদে কোনো সদস্যপদ নেই। তবে সোমবারের বৈঠকের আগে থেকেই আলাদাভাবে পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা করছে নয়াদিল্লি।

গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যদেশগুলোকে ভারত–পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জানানো হয়। এ ছাড়া ভারতের ‘আসন্ন হুমকি’ সম্পর্কে জানানো হয়। জবাবে পরিষদের পক্ষ থেকে উত্তেজনা কমানো এবং সামরিক সংঘাত এড়ানোর জন্য সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার। তবে তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এরপরও দুই দেশ একে–অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে। চলছে দুই দেশের সামরিক মহড়া। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতির মধ্যে সোমবার দুই দেশকে সংযত থাকার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যেকোনো ধরনের সামরিক সংঘাত এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখন সর্বোচ্চ সংযত থাকার এবং সংঘাতের দ্বারপ্রান্ত থেকে পেছনে ফিরে আসার সময়।

‘যেকোনো সময়ে হামলা’

পেহেলগামে হামলার পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই মধ্যে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, গোপন সূত্র অনুযায়ী, নিয়ন্ত্রণরেখা বরাবর যেকোনো সময় হামলা চালাতে পারে ভারত। তবে তেমনটি হলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান।

পেহেলগামের ঘটনা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খাজা আসিফ বলেন, এ তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, ঘটনাটিতে ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কি না? এ থেকে (তদন্ত) নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নিয়ে সত্যিটা উঠে আসবে।

কাশ্মীর হামলার পর জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে খাজা আসিফ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলে এ অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন মোদি নিজেই। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

ভারত হামলা চালাতে পারে—এমন শঙ্কার মধ্যে গতকাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দপ্তর পরিদর্শন করেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিদর্শনের সময় চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়। বিশেষ করে হুমকির মুখে পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়।

মহড়ার জন্য বিভিন্ন রাজ্যকে নির্দেশ

প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধির পাঠানো খবর অনুাযায়ী, আজ বুধবার থেকে ভারতের বিভিন্ন রাজ্য সরকারকে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে রাজ্যের মুখ্য সচিবদের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে। যুদ্ধ বাধলে নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে কী কী করণীয়, সেসব ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

১৯৭১ সালের পর কেন্দ্রীয় সরকার এই প্রথমবার এ ধরনের মহড়ার নির্দেশ দিল। নির্দেশ কার্যকর করতে হবে প্রধানত সীমান্তবর্তী রাজ্যগুলোকে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ভারতের ২৪৪ জেলায় এ মহড়া চালানো হবে। মহড়া দিতে হবে গ্রামীণ এলাকাগুলোতেও। এ মহড়ায় মূলত দেখা হবে শত্রুদেশের বিমান হামলার সময় সতর্কতামূলক ব্যবস্থা ঠিকঠাক আছে কি না।

মহড়ার আরও এক উদ্দেশ্য, যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় বেসামরিক নাগরিকদের শিক্ষিত করে তোলা। রাজ্যে রাজ্যে গঠিত সিভিল ডিফেন্স এ দায়িত্ব পালন করে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে সজাগ রাখা এবং শত্রু হামলায় হতাহত ব্যক্তিদের কত দ্রুত উদ্ধার করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়াও এ মহড়ার একটি অংশ।

হামলার কথা ‘আগেই জানতেন’ মোদি

পেহেলগামে হামলার তিন দিন আগেই গোয়েন্দারা এ–সংক্রান্ত তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগড়ে। বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, খাগড়ে বলেছেন, ওই তথ্য পাওয়ার পর কাশ্মীর সফর বাতিল করেছিলেন নরেন্দ্র মোদি। কাশ্মীরে এ হত্যাকাণ্ডের দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কারণ, মানুষকে রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেনি তারা।

জলবিদ্যুৎকেন্দ্র চালুর সময় এগিয়েছে ভারত

পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ হলো সিন্ধু পানিচুক্তি বাতিল। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে চুক্তিটি করেছিল দুই দেশ। এর পর থেকে এই প্রথম কোনো পক্ষ থেকে চুক্তিটি স্থগিত করা হলো। নয়াদিল্লির এমন সিদ্ধান্তের পর কঠোর সমালোচনা করেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এরই মধ্যে কাশ্মীর এলাকায় নির্মাণাধীন চারটি জলবিদ্যুৎকেন্দ্র চালু করার সময় এগিয়ে এনেছে ভারত। চেনাব নদী ঘিরে ওই জলবিদ্যুৎকেন্দ্রগুলো হলো পাকাল দুল, কিরু, কওয়ার ও রাতল। এই কেন্দ্রগুলো ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের আগস্টের মধ্যে চালু হওয়ার কথা ছিল। তবে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথি অনুযায়ী, সময়ের আগেই বিদ্যুৎকেন্দ্র চালুর জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চেনাব নদীতে পানির প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তানের সিন্ধু নদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত থেকে পানি সরবরাহ কমিয়ে দেওয়ায় হঠাৎ এমন পরিস্থিতি দেখা দেয়। স্বাভাবিক সময়ের তুলনায় এ প্রবাহ ৯০ শতাংশ কম বলে জানিয়েছেন সিন্ধু নদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মুহাম্মদ খালিদ ইদ্রিস রানা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন পর স থ ত ব যবস থ স মব র অন য য় র জন য ল র পর সরক র মহড় র র সময় সদস য চলম ন

এছাড়াও পড়ুন:

‘টাকা-খ্যাতি সবই ছিল, কেবল শান্তি ছিল না’

‘বিগ বস’খ্যাত অভিনেত্রী সোনিয়া বানসাল। বেশ কিছু বলিউড ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এরই মধ্যে যশ-খ্যাতি-অর্থ সবই পেয়েছেন ২৮ বছরের সোনিয়া। হঠাৎ অভিনয়কে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

টিভি বা চলচ্চিত্র কোনো মাধ্যমেই আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। এই আলাপচারিতায় অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। পাশাপাশি জীবন নিয়ে উপলদ্ধির কথাও জানিয়েছেন।  

সোনিয়া বানসাল বলেন, “আমরা অন্যদের জন্য সবকিছু করতে এতটাই ব্যস্ত যে, নিজেদেরই ভুলে যাই। আমি উপলদ্ধি করতে পেরেছি, আমার সত্যিকারের উদ্দেশ্য কী, তা জানি না। নিখুঁত হওয়া, প্রাসঙ্গিক থাকা এবং আরো বেশি অর্থ উপার্জনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছি।”

অর্থ-যশ-খ্যাতি থাকলেও সোনিয়ার শান্তি ছিল না। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “টাকা, খ্যাতি, জনপ্রিয়তা— আমার এসবই ছিল। কিন্তু আমার যা ছিল না, তা হলো শান্তি। আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন? আপনার বাহ্যিকভাবে সবকিছুই থাকতে পারে। কিন্তু আপনি যদি ভেতরে শূন্য থাকেন, তাহলে এটি খুবই অন্ধকারাচ্ছন্ন।”

এই ইন্ডাস্ট্রি সোনিয়াকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্থিরতা দেয়নি। তা জানিয়ে সোনিয়া বলেন, “আমি জীবনে কী চাই, তা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে চাই। এই ইন্ডাস্ট্রি আমাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্থিরতা দেয়নি। আমাকে প্রাণভরে শ্বাস নিতে দেয়নি। আমি আর ভান ধরে বাঁচতে চাই না। আমি নিজের জন্য খাঁটিভাবে বাঁচতে চাই। আমি জীবনের কোচ এবং আধ্যাত্মিক হিলার হতে চাই।”

প্রশ্ন ছুড়ে দিয়ে সোনিয়া বানসাল বলেন, “আপনি জানেন না, কখন আপনার জীবন বদলে যাবে। আপনি জানেন না, মৃত্যু এসে কখন আপনার দরজায় কড়া নাড়বে। আমরা যদি সৎভাবে জীবনযাপন না করি, তাহলে এই পুরো যাত্রার অর্থ কী?”

‘নটি গ্যাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনিয়ার। ২০১৯ সালে মুক্তি পায় এটি। দুই বছরের বিরতি নিয়ে ‘ডুবকি’ সিনেমায় অভিনয় করেন। পরের বছরই ‘গেম ১০০ কোরর কা’ সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে মুক্তি পায় এটি। এছাড়াও হিন্দি ও তেলেগু ভাষার বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন সোনিয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ