বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে
Published: 7th, May 2025 GMT
বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে গুগল ক্রোম অন্যতম। সহজ ব্যবহারের পদ্ধতি, দ্রুতগতিতে কাজ করার ক্ষমতা ও আধুনিক সুবিধাগুলোর জন্য কোটি কোটি মানুষ নিয়মিত ব্রাউজারটি ব্যবহার করেন। ডিফল্ট বা প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় চালু হয় ক্রোম ব্রাউজার। তবে চাইলে ডিফল্ট সেটিংস বদলে বাংলা বা অন্যান্য ভাষায় ব্যবহার করা যায় ব্রাউজারটি। ক্রোম ব্রাউজারে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ভাষা পরিবর্তনের জন্য কম্পিউটারে ক্রোম ব্রাউজার চালু করে ওপরের ডান পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে সেটিংস পেজে যেতে হবে। এরপর সেটিংসের বাঁ দিকের তালিকা থেকে ল্যাঙ্গুয়েজেস অপশন নির্বাচন করে ‘অ্যাড ল্যাঙ্গুয়েজেস’–এ ক্লিক করতে হবে। এবার তালিকা থেকে বাংলা ভাষা নির্বাচন করে পাশে থাকা তিনটি বিন্দুর মেনুতে ক্লিক করে ‘ডিসপ্লে গুগল ক্রোম ইন দিস ল্যাঙ্গুয়েজ অপশন’ চালু করতে হবে। এরপর রিলঞ্চ বাটনে ক্লিক করলেই বাংলায় ব্যবহার করা যাবে ব্রাউজারটি।
স্মার্টফোনে ভাষা পরিবর্তনের জন্য ক্রোম ব্রাউজারের অ্যাপ চালু করে ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে প্রবেশ করে ক্রোম ল্যাঙ্গুয়েজ বিভাগের ‘প্রেফারড ল্যাঙ্গুয়েজেস’ থেকে বাংলা ভাষা নির্বাচন করলেই বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ক ল ক কর
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তান সংঘাতে ‘৮টি বিমান’ ভূপাতিত করা হয়েছে: ট্রাম্পের নতুন দাবি
ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার আবার দাবি করেছেন, গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত তিনিই থামিয়েছিলেন। তবে তিনি এবার সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার সংখ্যায় বদল এনেছেন। ///এবার তিনি বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের ভারতে হামলার সময় ‘আটটি বিমান’ গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের সব যুদ্ধ ও সংঘাত বন্ধে তাঁর করা বাণিজ্য চুক্তি ও শুল্কের হুমকি হচ্ছে বড় হাতিয়ার।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির ‘আমেরিকান বিজনেস ফোরামে’ বক্তৃতাকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন শক্তির মাধ্যমে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছে। কারণ, কেউ তাদের সঙ্গে ‘ঝামেলা করতে আসবে না’।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যেসব বাণিজ্য চুক্তি করেছে, সেগুলোর উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন চীন, জাপান ও মালয়েশিয়ার সঙ্গে চুক্তি করেছে। এরপর তিনি আবারও দাবি করেন, তাঁর দ্বিতীয় মেয়াদের আট মাসে তিনি ‘আটটি যুদ্ধ’শেষ করেছেন।
ভারত ও পাকিস্তানের ‘সংঘাতের অবসান’ প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি যখন দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করার প্রায় মাঝামাঝি সময়ে ছিলেন তখনই তিনি শুনতে পান, এই দুটি প্রতিবেশী দেশ ‘যুদ্ধের দিকে এগোচ্ছে’। তখনই তিনি সিদ্ধান্ত নেন, তারা যুদ্ধে জড়িয়ে পড়লে তাঁর প্রশাসন কোনো দেশের সঙ্গেই কোনো চুক্তি করবে না।
বিজনেস ফোরামের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি দুই দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি করার মাঝামাঝি জায়গায় ছিলাম। তখনই আমি একটি নির্দিষ্ট খবরের কাগজের প্রথম পাতায় পড়লাম, তারা যুদ্ধ করতে যাচ্ছে। সাত বা আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। মূলত আটটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল।’
ট্রাম্পের এই সংখ্যা তাঁর আগের দাবির সংখ্যার থেকে ভিন্ন। প্রথমে তিনি বলেছিলেন তিনটি বিমান গুলি করে নামানো হয়েছিল। এরপর জুলাই মাসে তিনি সংখ্যাটি বাড়িয়ে পাঁচ করেন। পরে আগস্টে সংখ্যাটি আরও বাড়িয়ে সাত করা হয়। আর এখন, ট্রাম্পের কাছে ভারত-পাকিস্তান সংঘাতের সময় গুলি করে নামানো বিমানের সংখ্যা গিয়ে দাঁড়াল ‘৮-এ’।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধের হুমকি দেওয়ার পরই ‘আমি একটি ফোন কল পেলাম, তারা শান্তি চায়। তারা থেমে গেল। আমি বললাম ধন্যবাদ, চলুন ব্যবসা করি। এটা দারুণ না?’
ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘পুরোপুরি ও দ্রুত’ যুদ্ধবিরতি কার্যকর করার কৃতিত্ব তাঁর প্রশাসনের।
তবে ভারত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারত জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইসলামাবাদের সঙ্গে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোনো ধরনের মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না।