দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তী কর্মী ও ডাকাতের গোলাগুলির মাঝে পড়ে রবিউল ইসলাম রনি (৪৯) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ইথুছিয়ান থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামের মৃত গোলজার হোসেন মোল্যার ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকতেন।

রবিউলের বড় ভাই আব্দুল করিম মোল্যা বলেন, ‘আমার ছোট ভাই ২২ বছর ধরে প্রবাসে থাকে। আমিও দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে গ্রামে বসবাস করছি। দেশটির ইথুছিয়ান শহরে আমাদের দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ৪০ থেকে ৪৫ জন কর্মচারী কাজ করে। রবিউল এসব ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে।’

আব্দুল করিম জানান, গত সোমবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে বাসায় ফিরছিলেন রবিউল। পথে ডাকাত দল একটি ব্যাংকের টাকা বহনকারী গাড়িতে গুলি চালায়। এ সময় গাড়িতে থাকা নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির মাঝে আটকা পড়েন রবিউল। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।

বুধবার রবিউলের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, আত্মীয়-প্রতিবেশীরা ভিড় করে আছেন। তাঁর স্বজনরা কাঁদছেন। রবিউলের ভাতিজা আল মামুন বলেন, ‘আগামী বৃহস্পতিবার রাতে মরদেহ ঢাকায় পৌঁছাবে। এর পর গ্রামে এনে দাফন করা হবে।’

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন, এমন কোনো খবর পুলিশের কাছে নেই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন হত ব ল দ শ ন হত ব যবস

এছাড়াও পড়ুন:

সিপিডিতে প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে চাকরি, বেতন ৩৫,০০০ টাকা

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রোগ্রাম অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন বিভাগে নিয়োগের এ বিজ্ঞপ্তি গতকাল সোমবার (৪ আগস্ট) প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রোগ্রাম অ্যাসোসিয়েট পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়।

বেতন: ৩৫,০০০ টাকা। কেউ এ পদে চাকরি পেলে এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা পাবেন।

আরও পড়ুনবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, নেবে ১৮২ জন২৭ জুলাই ২০২৫

আবেদনের যোগ্যতা

এ পদে আবেদনের জন্য অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৩.৬ থাকতে হবে। তবে মাস্টার্স ডিগ্রি করা থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ ১৩ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুনবিসিক নবমসহ বিভিন্ন গ্রেডে নেবে ১৮৫ জন, করুন আবেদন৭ ঘণ্টা আগেআরও পড়ুনপূবালী ব্যাংক নেবে জুনিয়র অফিসার০৩ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ